সৌদির ফ্লাইট সিলেটে অবতরণ, ঢাকাগামী বিমান বন্ধ
Published: 18th, October 2025 GMT
ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রয়েছে। এর ফলে সৌদি আরবের রিয়াদ থেকে আসা ঢাকাগামী বিমানের একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৩টা ৩১ মিনিটে ৩৯৬ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিজি-৩৪০ ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
আরো পড়ুন:
ঢাকায় নামতে না পেরে ৪ ফ্লাইটের চট্টগ্রামে অবতরণ
শাহজালাল বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক
বিমানবন্দরের ম্যানেজার হাফিজ উদ্দিন আহমদ জানান, শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডের কারণে ঢাকাগামী ফ্লাইটটি বিকল্প হিসেবে সিলেটে নামানো হয়।
হযরত শাহজালাল (রহ.
আব্দুস সামাদ নামের দক্ষিণ সুরমার এক বাসিন্দার সিলেট থেকে বিকেল সাড়ে ৪টায় ইউএস বাংলার ফ্লাইটে ঢাকায় যাওয়ার কথা। তিনি বলেন, ‘‘রাতেই ঢাকা থেকে ফ্লাইটে আমার দক্ষিণ কোরিয়া যাওয়ার কথা। অগ্নিকাণ্ডের কারণে ওই ফ্লাইটটি মিস হয়ে যাবে। এতে আমাকে অনেক ঝামেলায় পড়তে হবে।’’
শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগে। সন্ধ্যা পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ঢাকা/নুর/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ হজ ল ল ফ ল ইট
এছাড়াও পড়ুন:
এভারকেয়ারের কাছে হেলিকপ্টার ওঠানামা করবে, বিভ্রান্ত না হতে অনুরোধ
বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কাছের দুটি মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ-উড্ডয়ন করবে। তাই এ বিষয়ে বিভ্রান্ত না হতে অনুরোধ জানানো হয়েছে।
আজ বুধবার বেলা ১টা ১৯ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
আরও পড়ুনএভারকেয়ার হাসপাতালের সামনে বিজিবি মোতায়েন, নেতা-কর্মীদের ভিড়২ ঘণ্টা আগেএভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সরকার তাঁকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করার পর এসএসএফ নিরাপত্তা দেওয়া শুরু করেছে। গতকাল মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটের দিকে এসএসএফ সদস্যরা খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেন।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসএফের নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামীকাল (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের কাছের দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন করবে।
আরও পড়ুনখালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণার সিদ্ধান্ত, পাবেন এসএসএফের নিরাপত্তা ০২ ডিসেম্বর ২০২৫বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
আরও পড়ুনখালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত কার্যকর করতে সব সংস্থাকে নির্দেশ উপদেষ্টা পরিষদের০২ ডিসেম্বর ২০২৫