বিএনপির অধ্যাপকদের শয়তান বলে হুশিয়ার করলেন যুবদল নেতা সজীব
Published: 20th, November 2025 GMT
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে বিতর্কিত স্লোগান দিয়ে সমালোচনার মুখে পড়েছেন মান্নানপুত্র ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব। এদিনের মিছিলে ‘অধ্যাপক শয়তানেরা হুশিয়ার সাবধান’ বলে স্লোগান তিনি।
বুধবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে এই বিক্ষোভ মিছিল করেন মান্নান সমর্থকরা। এসময় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পর্যায়ের ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির নেতাকর্মী সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন পরিবর্তন করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত আবেদন জমা দেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো.
এরই প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে ‘অধ্যাপক শয়তানেরা হুশিয়ার সাবধান’ বলার মধ্য দিয়ে খাইরুল ইসলাম সজীব তিন অধ্যাপক মো. রেজাউল করিম, অধ্যাপক মামুন মাহমুদ এবং অধ্যাপক ওয়ালিদ বিন ইমতিয়াজ বকুলকে বুঝিয়েছেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাাধ্যমে ছড়িয়ে পড়ে। যা নিয়ে জেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
এদিকে প্রতিবাদ মিছিল শেষ করে খাইরুল ইসলাম সজীব বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের মনোনীত প্রার্থীর মধ্যে ষড়যন্ত্র করে, ধানের শীষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা কখনোই বিএনপির নেতাকর্মী হতে পারে না।
আমি চাই আপনারা ধানের শীষের প্রচারণা করবেন। আপনাদের যদি পছন্দের কেউ ধানের শীষে মনোনীত না হয় দয়া করে তার প্রতিবাদে ধানের শীষের প্রচারণা করে দেখান।
অন্যদিকে, ‘অধ্যাপক শয়তানেরা হুশিয়ার সাবধান’ এমন মন্তব্যের বিষয়ে জানতে খাইরুল ইসলাম সজীবকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোনটি রিসিভ করেন নি।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: য বদল ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র স ন রগ শয়ত ন
এছাড়াও পড়ুন:
মান্নানকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্র দাবি করে সিদ্ধিরগঞ্জে প্রতিবাদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে নিয়ে অপ-প্রচার ও ষড়যন্ত্রর হচ্ছে দাবি করে সিদ্ধিরগঞ্জে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার দিবাগত রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: রিপন সরকারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করে তারা।
এসময় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে দলের সিদ্ধান্তের প্রতি আস্থা জানিয়ে ষড়যন্ত্রকারীদের এহেন কর্মকান্ডের প্রতিবাদ জানায়।
এসময় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: রিপন সরকার তার বক্তব্যে বলেন, সিদ্ধিরগঞ্জের কিছু কতিপয় নেতা বিএনপির সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের নির্যাতিত নেতা আজহারুল ইসলাম মান্নান সাহেবকে নিয়ে নানান রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
আমরা বলতে চাই, বিগত দিনে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে পরিক্ষীত নেতা হিসেবে নেতৃত্ব পেয়েছি। আমাদের প্রাণপ্রিয় মাতা বেগম খালেদা জিয়া আজহারুল ইসলাম মান্নান ভাইকে ধানের শীষ হাতে তুলে দিয়েছেন।
আমরা তৃনমূলের নেতাকর্মীরা বলতে চাই আমাদের সিদ্ধিরগঞ্জের মাটি থেকে আজহারুল ইসলাম মান্নান ভাইকে বিপুল ভোটে বিজয়ী করে তাকে সংসদে পাঠাব।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদল নেতা সিফাতুর রহমান রাজু বলেন, তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত। তাই দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু, যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন কবির, নূরুল ইসলাম, কর্নেল, সদস্য ইঞ্জি. রাসেল, সোহাগ, রিয়াজ, প্রিন্স, সুমন, আলামিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য বাবু, টুটুল, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা সিফাতুর রহমান রাজু, শাহাদাত, হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুলসহ প্রমূখ।