শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের লংগরপাড়া উচ্চবিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে ‘মানসিক ভারসাম্যহীন’ এক নারী সন্তান প্রসব করেছেন। গতকাল শনিবার রাতে মা ও নবজাতককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় লোকজন জানান, ওই নারীর নাম শাবানা বেগম (২৫)। তিনি দীর্ঘদিন ধরে শ্রীবরদীর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন এবং মাঝেমধ্যে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে রাত কাটাতেন। গতকাল সন্ধ্যায় হঠাৎ বিদ্যালয় ভবন থেকে নবজাতকের কান্না শুনে স্থানীয় লোকজন ছুটে যান। সেখানে গিয়ে তাঁরা শাবানার কোলে নবজাতককে দেখতে পান। স্থানীয় লোকজন দ্রুত মা ও শিশুকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান এবং প্রাথমিক সেবা ও খাবারের ব্যবস্থা করেন। নবজাতকটি সুস্থ থাকলেও শাবানার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ওই নারীর বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

এ সম্পর্কে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.

কামরুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে মা ও শিশুর চিকিৎসাসহায়তা দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) হাসিব-উল-আহসান বলেন, মা ও নবজাতকের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। সমাজসেবা কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাদের নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে এবং নারীর পরিচয় অনুসন্ধান চলছে।

শেরপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসক তানবির আহমেদ বলেন, গতকাল রাতে মা ও সন্তানকে ভর্তি করা হয়েছে। নবজাতক ভালো আছে, তবে মা শারীরিকভাবে দুর্বল। তাঁকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত উপজ ল

এছাড়াও পড়ুন:

পিআর নিয়ে জামায়াতের আন্দোলন প্রতারণা: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াতে ইসলামীর 'সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) আন্দোলনকে রাজনৈতিক প্রতারণা বলেছেন। তিনি অভিযোগ করেন, জামায়াত জুলাইয়ের অভ্যুত্থানের আগে বা পরে সংস্কার আলোচনায় যুক্ত ছিল না। নাহিদ বলেন, জামায়াত বিষয়টিকে দলীয় স্বার্থে ব্যবহার করছে। তাদের এই কৌশল জনগণ বুঝে গেছে এবং তারা আর প্রতারিত হবে না।

সম্পর্কিত নিবন্ধ