২ / ৫‘মিস ইউনিভার্স’–এর ৭৪তম আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনয়শিল্পী তানজিয়া জামান মিথিলা। আজ রাত ১১টা পর্যন্ত পিপলস চয়েজে তাঁকে ভোট দেওয়া যাবে। বিনোদন অঙ্গনে তারকাদের অনেকে মিথিলাকে পিপলস চয়েজে এগিয়ে রাখতে ভোট চাইছেন। অভিনয়শিল্পী ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ‘যে যেখানে বাংলাদেশের পতাকাকে তুলে ধরবে, তার পাশেই থাকব। ভোট দিন।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাবি প্রেসক্লাবের বর্ষসেরা রিপোর্টার হলেন রাইজিংবিডির ফাহিম

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডির প্রতিনিধি ফাহমিদুর রহমান ফাহিম। তিনি রাবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফাহিম ছাড়াও অন্যান্য ক্যাটাগরিতে আরো সাতজন বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন।

আরো পড়ুন:

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ভুয়া তথ্য প্রচার ঠেকাতে গণমাধ্যমের ভূমিকা জরুরি: স্বরাষ্ট্র উপদেষ্টা 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের চার দশক পূর্তি উপলক্ষে সিনেট ভবনে আয়োজিত ‘জুলাই পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম; স্বাধীনতা, নৈতিকতা ও দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় বিজয়ীদের নাম ঘোষণা ও ক্রেস্ট প্রদান করা হয়।

ফিচার ক্যাটাগরিতে বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন রাইজিংবিডির রাবি প্রতিনিধি ফাহমিদুর রহমান ফাহিম, বিশেষ ক্যাটাগরিতে কালবেলার রাবি প্রতিনিধি আজহারুল ইসলাম তুহিন, গবেষণা ক্যাটাগরিতে আবু ছালেহ শোয়েব।

এছাড়া ডেইলি ইভেন্টে যৌথভাবে সৈয়দ মাহিন, নাসিমুল মুহিত ইফাত ও বিপ্লব উদ্দিন এবং উদীয়মান ক্যাটাগরিতে যৌথভাবে মো. রাফসান আলম ও জুবায়ের হোসাইন নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে অনূভুতি জানিয়ে ফাহিম বলেন, “এটি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত নয়, বরং সিনিয়র–জুনিয়রসহ প্রেসক্লাব পরিবারের সবার সহযোগিতার ফল। সিনিয়রদের দিকনির্দেশনা, সমর্থন আমাকে দায়িত্বশীল হতে শিখিয়েছে। একইসঙ্গে জুনিয়রদের প্রাণশক্তি, কৌতূহল ও সহযোগিতা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে।”

তিনি বলেন, “আজ বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হয়েছি। আমি মনে করছি, এতে আমার দায়িত্ব আরো বেড়ে গেল। এই সম্মান আমাকে আরো নিষ্ঠার সঙ্গে কাজ করতে উৎসাহ দেবে।”

সভায় প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.সালেহ হাসান নকীব।

এতে বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) ড. মোহা. ফরিদ উদ্দীন খান ও রাবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হক প্রমুখ।

ঢাকা/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ