‘ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলাম ডিগ্রির জন্য, সে ফিরেছে মৃত্যু নিয়ে’
Published: 26th, October 2025 GMT
“আমার ছেলে জোবায়েদকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পাঠিয়েছিলাম একটা ডিগ্রি অর্জনের জন্য। কিন্তু সে এখন আমার বাড়িতে মৃত্যুর ডিগ্রি নিয়ে ফিরে এসেছে।”
বিধ্বস্ত কণ্ঠে এ কথাগুলো বলছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা নিহত জোবায়েদ হোসেনের বাবা মোবারক হোসেন।
আরো পড়ুন:
দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর স্মরণে জাবিতে সড়কের নামকরণ
রাবির সুইমিংপুলে সাঁতারে নেমে শিক্ষার্থীর মৃত্যু
রবিবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে জোবায়েদ ও ছাত্রদল নেতা হাসিবুল ইসলামের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মোবারক হোসেন বলেন, “আমার ছেলেকে আমি বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলাম শিক্ষিত মানুষ হওয়ার জন্য, রাজনীতির নামে হত্যার শিকার হওয়ার জন্য নয়। একটাই চাওয়া—আমার ছেলের হত্যাকারীদের যেন দ্রুত বিচার হয়।”
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আমরা বলি না যে, আমাদের শতভাগ নেতাকর্মী জোবায়েদ ও সাম্যের মতো। কিছু খারাপ আছে, কিন্তু কিছু বিপথগামী ছাড়া ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী। আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দিইনি।”
তিনি বলেন, “জোবায়েদ হত্যার দিন স্থানীয়রা দেখেছে, যদি কোনো শিক্ষার্থীকে অন্যায়ভাবে হত্যা করা হয়, তাহলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। ছাত্রদলের নেতাকর্মীরা ন্যায়ের পথে বলেই মৃত্যুর পরও মানুষ তাদের পাশে দাঁড়ায়।”
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ জন শহীদ হয়েছেন। এরপরও সাম্য ও জোবায়েদের মতো তরুণ নেতাদের ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পারভেজ হত্যার পর প্রশাসন গড়িমসি করেছিল, আমরা যেন একই অন্যায় আবার না দেখি।”
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “হাসিবুল দেশকে স্বৈরাচারমুক্ত করতে ভূমিকা রেখেছে। তার সেই লক্ষ্য পূরণে আমাদের এগিয়ে যেতে হবে। একইসঙ্গে জোবায়েদের মৃত্যুর সঠিক বিচার নিশ্চিত করতে হবে।”
তিনি আরো বলেন, “জোবায়েদ হত্যার মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একজন আইনজীবী নিয়োগ করা হবে, যাতে সুষ্ঠু বিচার নিশ্চিত হয়।”
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের সভাপতিত্বে ও সদস্য সচিব শামসুল আরেফিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন, গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক প্রমুখ।
ঢাকা/লিমন/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন হত ছ ত রদল র হত য র র জন য
এছাড়াও পড়ুন:
ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে গুলি করা হয়েছে। তিনি ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাঁকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, ২টা ২৫ মিনিটে বিজয়নগরের বক্স কালভার্টের সামনে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসেন। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান।