জেলার দাবিতে ভৈরবে রেলপথ অবরোধ, ট্রেনের ওপর উঠে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা
Published: 27th, October 2025 GMT
কিশোরগঞ্জের ভৈরবকে দেশের ৬৫তম জেলা ঘোষণার দাবিতে মহাসড়কের পর এবার রেলপথ অবরোধ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভৈরব রেলস্টেশনে রেলপথ অবরোধ করে রাখেন স্থানীয় লোকজন। এতে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে বিক্ষুব্ধ লোকজনের রোষানলে পড়ে।
এ সময় আন্দোলনকারীরা ইঞ্জিনের ওপর উঠে ট্রেনটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। তখন পুলিশ সদস্যরা বাধা দেন। এই নিয়ে আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ট্রেনের ইঞ্জিন লক্ষ করে ইট-পাটকেল ছোড়া হয়।
এদিকে রেলপথ অবরোধের খবরে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস, সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস, ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেন ও ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। ফলে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা দুর্ভোগে পড়েন।
আন্দোলনকারীরা বলেন, ভৈরব ব্রিটিশ আমল থেকে ব্যবসা, বাণিজ্য, যোগাযোগসহ নানা দিক দিয়ে এগিয়ে থাকলেও সরকারের অবহেলার শিকার হয়ে আসছে। ভৈরবকে জেলার দাবি আজকের নয়, তিন দশক ধরে ভৈরববাসী এই দাবি জানিয়ে আসছেন। ভৈরববাসীর দাবির মুখে ২০০৯ সালে তৎকালীন সরকার জেলার ঘোষণার জন্য একটি পরীক্ষা–নিরীক্ষা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে। পরবর্তী সময়ে রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে জেলা আর বাস্তবায়ন হয়নি। এরই মধ্যে ১৫ বছর পেরিয়ে গেছে। তাঁদের এখন জেলার দাবি বাস্তবায়নের বিকল্প নেই।
একই দাবিতে গত রোববার আন্দোলনকারীরা ভৈরবের ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছিলেন।
আন্দোলনকারীদের একজন সাইফুল ইসলাম বলেন, ‘ভৈরবকে জেলার আন্দোলন আমরা অনেক দিন ধরে করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত করে যাব। তবে আমাদের প্রতিটি কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। ট্রেনে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র লপথ অবর ধ
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মোহাম্মদ আলীর কোরআন খতম ও দোয়া
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নারায়ণগঞ্জ ফতুল্লার কাশীপুর এলাকায় জামি’আ মাদানিয়া কাসেমুল উলূম মাদ্রাসার মাঠে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে কোরআন খতম ও দোয়ার আয়োজন করেন নারায়ণগঞ্জ -৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি’র সাবেক উপদেষ্টা আব্দুল হালিম, ফতুল্লা থানা বিএনপি’র প্রবীণ নেতা আবু হোসাইন সাঈদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়া, নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, বিএনপির গণঅভ্যুত্থানঃ২০২৪ ডকুমেন্টেশন উপ-কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীব, সাবেক এনায়েতনগর ইউনিয়ন এর চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান লিটন, জামি’আ মাদানিয়া কাসেমুল উলূম মাদ্রাসার সভাপতি নাজির সিকদার, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি ও যুবদল নেতা এস. আলম ইসরাৎ, সাবেক এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী আক্তারুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, ইউনাইটেড ক্লাব লিমিটেডের সভাপতি তোফাজ্জল হোসেন তাপু, ফতুল্লা থানা যুবদল নেতা আদনান আজিজ প্রান্ত, সারজিল আহমেদ অভি, এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি লিয়ান মাহমুদ আকাশ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কাশীপুর এলাকার সর্বস্তরের জনগণ।
দোয়া পূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী উপস্থিত সকলের কাছে বিনীতভাবে আহবান জানান বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও নেক হায়াত কামনা করে আল্লাহর দরবারে দোয়া করার জন্য।