ম্যানচেস্টার সিটির গোল উৎসবের রাতে আবারও জ্বলে উঠলেন আরলিং হালান্ড। আর পাশে ছিলেন ইংল্যান্ডের তরুণ তারকা ফিল ফোডেন। দু’জনের দুর্দান্ত পারফরম্যান্সে ডর্টমুন্ডকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে অপরাজিত থাকার ধারাবাহিকতা ধরে রাখল পেপ গার্দিওলার শিষ্যরা।

বুধবার (০৫ নভেম্বর) রাতে ইতিহাদ স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে ফোডেন করেন দুই গোল। হালান্ড যোগ করেন একবার। আর বদলি খেলোয়াড় রায়ান শেরকি যোগ করেন শেষ গোলটি। ডর্টমুন্ডের হয়ে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি আসে ভ্যালডেমার আন্তনের পা থেকে।

পুরনো ক্লাবের বিপক্ষে মাঠে নামলেই যেন হালান্ডের মধ্যে জেগে ওঠে অন্য রকম এক আগুন। আগের মতোই গোল পেয়েছেন এবারও। এই মৌসুমে ক্লাব ও দেশের হয়ে এটি তার ১৭ ম্যাচে ২৭তম গোল!

চ্যাম্পিয়নস লিগে তার মোট গোলসংখ্যা এখন ৫৪, মাত্র ৫২ ম্যাচে। আরও এক ইতিহাস গড়েছেন তিনি। ইউরোপের শীর্ষ ক্লাব টুর্নামেন্টে টানা পাঁচ ম্যাচে গোল করা একমাত্র খেলোয়াড় হালান্ড। যিনি তিনটি আলাদা ক্লাবের হয়ে (আরবি সালজবুর্গ, ডর্টমুন্ড ও এখন ম্যানসিটি) এই কীর্তি গড়েছেন।

তবু, এই রাতে স্পটলাইটটা পুরোটা দখল করে নিয়েছেন ফিল ফোডেন। ইংল্যান্ড দলে ফেরার দাবিতে যেন নিজের নাম জোরে উচ্চারণ করালেন তিনি।

ম্যাচের শুরুটা কিছুটা ধীরগতির ছিল। ডর্টমুন্ড বল দখলে এগিয়ে থাকলেও সুযোগ তৈরি করতে পারেনি। সেই সময়ই গতি বাড়ান ফোডেন। একবার বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোলরক্ষক গ্রেগর কোবেলের পরীক্ষা নেন। পরে ফ্রি-কিকও নেন সরাসরি লক্ষ্য বরাবর।

২২তম মিনিটে অবশেষে জালের দেখা পান তিনি। টিজিয়ানি রেইন্ডার্সের পাস পেয়ে দারুণ টার্নে নিচু শটে গোল করেন (১-০)। গোলের পর থেকেই পুরো ম্যাচের ছন্দ যেন সিটির হাতে চলে আসে।

এরপরই হালান্ডের মঞ্চ। সাভিনহোর পাসে তৈরি আক্রমণ থেকে জেরেমি ডোকু বক্সে ঢুকে ক্রস বাড়ান। সেখান থেকে হালান্ড ঘুরে দাঁড়িয়েই জোরালো শটে বল পাঠান জালে। করেন অপ্রতিরোধ্য এক গোল!

ডর্টমুন্ড কিছুটা লড়াইয়ে ফেরার চেষ্টা করে। কারিম আদেয়েমি দু’বার সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মাকে ব্যস্ত রাখেন। কিন্তু সিটির দাপটে বিরতিতে যাওয়ার সময় স্কোরলাইন অপরিবর্তিতই থাকে।

বিরতির পরও হালান্ড সুযোগ পান। তবে সেই শট আটকে দেন কোবেল। কিন্তু ৫৭তম মিনিটে আবারও ফোডেন! এবারও রেইন্ডার্সের পাসে বল পেয়ে ডিফেন্ডারদের ধোঁকা দিয়ে এক মোহনীয় কার্ভ শটে গোলরক্ষককে পরাস্ত করেন। বল গড়িয়ে ঢোকে নিচের কোণায় (৩-০)!

৭২তম মিনিটে সেট-পিস থেকে ডর্টমুন্ডের জুলিয়ান রায়েরসনের ক্রসে ভ্যালডেমার আন্তন গোল করে ব্যবধান কমান ৩-১। মুহূর্তে ডর্টমুন্ডের গ্যালারিতে নতুন করে আশার ঝিলিক জাগে। কিন্তু সেটি টিকেনি বেশিক্ষণ।

শেষ দিকে বদলি খেলোয়াড় রায়ান শেরকি ডর্টমুন্ডের রক্ষণভাগের ডিফ্লেকশনে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে চতুর্থ গোলটি করেন। ৪-১ ব্যবধানের জয় আরও একবার স্পষ্ট করল সিটি কেন এখনো ইউরোপের সবচেয়ে ভয়ংকর দলগুলোর একটি।

এই জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে এখন ম্যানসিটি। গত মৌসুমের তুলনায় এবার তাদের অগ্রযাত্রা অনেক বেশি নির্ভার, আত্মবিশ্বাসী এবং নিয়ন্ত্রিত।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নড়াইলে আগুনে পুড়ল তিন দোকান, দগ্ধ ১

নড়াইলের সদর উপজেলায় আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন একজন। তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোরে উপজেলার গোবরা বাজারে ঘটনাটি ঘটে। এই বাজারে দগ্ধ সাইফুল ইসলামের মুদি দোকান রয়েছে।

আরো পড়ুন:

বৃষ্টির পানিতে নিভল মহালছড়ির ভয়াবহ আগুন

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

ফায়ার সার্ভিস ও ভুক্তভোগী দোকান মালিকরা জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে সাইফুল ইসলামের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পাশের দুইটি দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন।

আগুনে পুড়তে থাকা দোকান থেকে মালামাল বের করতে গিয়ে সাইফুল ইসলাম দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

নড়াইল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।”

ঢাকা/শরিফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ