যশোর অভয়নগরে পৃথক অভিযানে হত্যা চেষ্টা, মাদকসহ একাধিক মামলার পলাতক আসামি রুহুল আমিন (৩৮) এবং গাঁজাসহ মাদক কারবারি সুমন বিশ্বাসকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) মধ্যরাতে উপজেলার নওয়াপাড়া রেলস্টেশন এলাকা থেকে রুহুল আমিন এবং শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রাম থেকে সুমন বিশ্বাসকে আটক করা হয়। বুধবার (২২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম।

আরো পড়ুন:

পুলিশকে জখম করে আসামি ছিনতাই: ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

মুসলিম ছাত্রীকে ধর্ষণ করে রেড-ইটে বুয়েট শিক্ষার্থীর স্বীকারোক্তি

আটক রুহুল আমিন নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন বৌবাজার এলাকার মৃত ইব্রাহিম ওরফে খলিল কসাইয়ের ছেলে। তিনি তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানা গেছে।

অপর আসামি সুমন বিশ্বাস শংকরপাশা গ্রামের বিশ্বাসপাড়ার মৃত আবুল হাসান বিশ্বাসের ছেলে। অভিযানে পুলিশ তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করে।

পুলিশ জানায়, আটক রুহুল আমিনের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মাদকসহ সাতটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অভয়নগরের আলোচিত ব্যবসায়ী শাহনেওয়াজ কবির টিপুর দায়ের করা ৪ কোটি টাকার চাঁদাবাজি মামলাও রয়েছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মামলার পলাতক আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ১০০ গ্রাম গাঁজাসহ অপর এক মাদক বিক্রেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। দুইজনের বিরুদ্ধে পৃথম মামলা দায়ের করা হয়েছে।”

ঢাকা/প্রিয়ব্রত/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আস ম র হ ল আম ন

এছাড়াও পড়ুন:

অভয়নগরে ট্রাকের চাকায় পিষ্ট কৃষক 

যশোরের অভয়নগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবুল কালাম (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে অভয়নগর উপজেলার চেংগুটিয়ায় আলিপুর ব্রিজের কাছে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আবুল কালাম অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত আনসার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ব্যবসায়ী জানিয়েছেন, স্থানীয় আনোয়ার মেম্বারের ভাই কৃষক আবুল কালাম সকালে বাইসাইকেলে করে নওয়াপাড়া বাজারে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন। আলিপুর ব্রিজের কাছে পৌঁছালে খুলনাগামী একটি ট্রাক তার বাইসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং ট্রাকটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নওয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান বলেছেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাকটি আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা/প্রিয়ব্রত/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • অভয়নগরে ট্রাকের চাকায় পিষ্ট কৃষক