অভয়নগরে একাধিক মামলার পলাতক আসামি ও মাদক বিক্রেতা গ্রেপ্তার
Published: 22nd, October 2025 GMT
যশোর অভয়নগরে পৃথক অভিযানে হত্যা চেষ্টা, মাদকসহ একাধিক মামলার পলাতক আসামি রুহুল আমিন (৩৮) এবং গাঁজাসহ মাদক কারবারি সুমন বিশ্বাসকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) মধ্যরাতে উপজেলার নওয়াপাড়া রেলস্টেশন এলাকা থেকে রুহুল আমিন এবং শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রাম থেকে সুমন বিশ্বাসকে আটক করা হয়। বুধবার (২২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম।
আরো পড়ুন:
পুলিশকে জখম করে আসামি ছিনতাই: ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার
মুসলিম ছাত্রীকে ধর্ষণ করে রেড-ইটে বুয়েট শিক্ষার্থীর স্বীকারোক্তি
আটক রুহুল আমিন নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন বৌবাজার এলাকার মৃত ইব্রাহিম ওরফে খলিল কসাইয়ের ছেলে। তিনি তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানা গেছে।
অপর আসামি সুমন বিশ্বাস শংকরপাশা গ্রামের বিশ্বাসপাড়ার মৃত আবুল হাসান বিশ্বাসের ছেলে। অভিযানে পুলিশ তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করে।
পুলিশ জানায়, আটক রুহুল আমিনের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মাদকসহ সাতটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অভয়নগরের আলোচিত ব্যবসায়ী শাহনেওয়াজ কবির টিপুর দায়ের করা ৪ কোটি টাকার চাঁদাবাজি মামলাও রয়েছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মামলার পলাতক আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ১০০ গ্রাম গাঁজাসহ অপর এক মাদক বিক্রেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। দুইজনের বিরুদ্ধে পৃথম মামলা দায়ের করা হয়েছে।”
ঢাকা/প্রিয়ব্রত/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আস ম র হ ল আম ন
এছাড়াও পড়ুন:
কেশবপুরে পিস্তল-গুলি-মাদকসহ গ্রেপ্তার ৪
যশোরের কেশবপুরে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল, গুলি, রামদা, চাকু, মাদক ও বিভিন্ন সরঞ্জামসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় গ্রেপ্তারকৃতদের যশোর আদালতে সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার ভোগতী ও আলতাপোল এলাকায় বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর পৃথক অভিযানে পৌরসভার ভোগতী এলাকার আলমগীর হোসেনের (৪০) কাছ থেকে একটি পিস্তল, পাঁচটি গুলি, একটি ম্যাগাজিনসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
এছাড়া ভোগতী এলাকার জাহাঙ্গীর হোসেন পলাশ (৩৫) ও মূলগ্রামের রাসেলের (২৩) কাছ থেকে ৩০ পিস ইয়াবা, একটি রামদা, একটি চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি বার্মিজ চাকু, দুইটি ইলেকট্রিক শর্ক মেশিন ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
পরে আলতাপোল এলাকার উজ্জ্বল বিশ্বাসের (৩৯) কাছ থেকে একটি রামদা, তিনটি হাসুয়া ও একটি চাপাতি উদ্ধার করে পুলিশ।
এদের মধ্যে জাহাঙ্গীর হোসেন পলাশ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, আলমগীর হোসেন ও উজ্জ্বল বিশ্বাস পৌর যুবদল থেকে বহিষ্কৃত।
কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উজ্জামান বলেন, “গ্রেপ্তারকৃত ওই চারজনের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।”
ঢাকা/রিটন/এস