অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলল উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব। সব দল খেলে ফেলেছে চারটি করে ম্যাচ। চার ম্যাচের চারটিতেই জিতেছে তিনটি দল—বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ইন্টার মিলান। চতুর্থ ম্যাচ ডেতে হেরে চারে চার করার সুযোগ হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও টুর্নামেন্টের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ।

বায়ার্ন, আর্সেনাল ও ইন্টার মিলানের পয়েন্ট সমান হলেও সবার ওপরে জার্মান পরাশক্তি বায়ার্ন। পয়েন্টের মতো বায়ার্ন ও আর্সেনালের গোল ব্যবধানও সমান, তবে বাভারিয়ান ক্লাবটি ওপরে আছে গোল বেশি করায়। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের প্রথম ১৬টি ম্যাচই জেতা বাভারিয়ান ক্লাবটি মঙ্গলবার পিএসজিকে হারিয়ে পেয়েছে সর্বশেষ জয়।

আর্সেনাল আছে দুইয়ে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর স ন ল

এছাড়াও পড়ুন:

জরাজীর্ণ ভোটকেন্দ্রের তালিকা চেয়েছে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জরাজীর্ণ ভোটকেন্দ্র সংস্কার ও মেরামতের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে দেশের সব সংশ্লিষ্ট দপ্তর থেকে তথ্য চেয়েছে সংস্থাটি।

বুধবার (৫ নভেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে। 

আরো পড়ুন:

আজকের মধ্যে প্রবাসী ভোটারদের আবেদন তদন্ত শেষ করার নির্দেশ ইসির

এনসিপিসহ ৩ দল পেল চূড়ান্ত নিবন্ধন

চিঠিতে জানানো হয়েছে, গত ২০ অক্টোবর ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা গেছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান- যেগুলো ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, বাউন্ডারি ওয়াল নেই, দরজা-জানালা নষ্ট বা জরাজীর্ণ অবস্থায় রয়েছে, কিংবা অল্প পরিসরে মেরামতের প্রয়োজন আছে। এসব কেন্দ্রের তালিকা নির্ধারিত ছক অনুযায়ী তৈরি করে ১২ নভেম্বরের মধ্যে নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট জেলা বা উপজেলা নির্বাচন অফিসগুলোকে এ তথ্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রেরণ করতে হবে। তালিকার হার্ড কপির পাশাপাশি নিকস ফন্টে সফট কপি জমা দিতে হবে।

ইসি বলছে, এই পদক্ষেপের লক্ষ্য হলো ভোটের দিন ভোটারদের জন্য নিরাপদ, সুষ্ঠু ও সহনশীল পরিবেশ নিশ্চিত করা। জরাজীর্ণ বা অনুপযুক্ত ভবনে ভোটগ্রহণের কারণে যেন কোনো নিরাপত্তা বা প্রশাসনিক জটিলতা না হয়, সে বিষয়েও সতর্কতা নেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই তথ্য সংগ্রহের পর দ্রুত সংস্কার কার্যক্রমের বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করবে ইসি।

ঢাকা/এএএম/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ