বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর বান্দরবান জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন।

আজ বুধবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে তিনি জেলা শহরের স্টেডিয়ামে উপস্থিত হয়ে মাঠের সার্বিক অবস্থা, সুযোগ-সুবিধা এবং খেলোয়াড়দের অনুশীলন পরিবেশ দেখেন।

আরো পড়ুন:

অভ‌্যন্তরীণ আলোচনার পর সালাহউদ্দিনকে নিয়ে মন্তব‌্য: বিসিবি

বাংলাদেশের ফর্ম নিউ জিল্যান্ডেও ধরে রাখল উইন্ডিজ

পরিদর্শনকালে আসিফ আকবর পাহাড়ি অঞ্চলের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, খেলোয়াড় তৈরির পরিবেশ, প্রশিক্ষণের অভাব, মাঠ ব্যবস্থাপনা এবং লজিস্টিক সুবিধা নিয়ে স্থানীয় ক্রীড়াবিদ, সংগঠক, কোচ ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ‘‘আমি বান্দরবানে পরিদর্শন করতে এসেছি এখানকার বাস্তবচিত্র বোঝার জন্য। তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি ক্রীড়ার শক্তির আঁধার। এই শক্তিকে কাজে লাগাতে পারলে দেশের ক্রিকেট আরো সমৃদ্ধ হবে। পাহাড়ে অসংখ্য প্রতিভাবান তরুণ রয়েছে, যাদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে জাতীয় পর্যায়ে ভালো ফলাফল পাওয়া সম্ভব।’’

তিনি আরো বলেন, ‘‘এখানে কোচের সংকট রয়েছে, পর্যাপ্ত লজিস্টিক সাপোর্টেরও অভাব। তবে এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতেই আমি এসেছি। বিসিবি স্থানীয় পর্যায়ে কোচ নিয়োগ, প্রশিক্ষণ সুবিধা ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে কাজ করবে।’’ 

আসিফ আকবর আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘‘বিসিবি বিশেষ পরিকল্পনা নেওয়ার মাধ্যমে বান্দরবানসহ পার্বত্য জেলাগুলো থেকে তরুণ প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে উঠে আসবে এবং দেশের ক্রিকেটকে আরো এগিয়ে নিয়ে যাবে।’’

পরিদর্শনকালে চট্টগ্রাম বিভাগের ক্রীড়া কর্মকর্তারা, বান্দরবান জেলা সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজাহারুল বাবুল, সহ-সভাপতি এসিংপ্রু লুবু, জেলা স্থানীয় কোচ, খেলোয়াড় এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

ঢাকা/চাইমং/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব ন দরব ন

এছাড়াও পড়ুন:

আকবররা যাচ্ছেন কাতার

আগামী ১৪ নভেম্বর থেকে কাতারে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্ট। যেখানে খেলবে বাংলাদেশও। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ রাইজিং স্টারসে অংশগ্রহণের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আকবর আলীর নেতৃত্বে খেলতে যাবে বাংলাদেশ 'এ' দল।

দলে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আলো ছড়ানো জিসান আলম, আরিফুল ইসলাম, জাওয়াদ আবরার, মেহেরব হাসান অহিনদের ক্রিকেটারদের। আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাসম্পন্ন আবু হায়দার রনি, ইয়াসির আলি চৌধুরি, মাহিদুল ইসলাম ভুঁইয়া ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরিকে নেওয়া হয়েছে দলে। 

প্রতিযোগিতায় বাংলাদেশের গ্রুপে রয়েছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। 'বি' গ্রুপের চার দল ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। দুই গ্রুপের সেরা দুই দলকে নিয়ে ২১ নভেম্বর হবে সেমি-ফাইনালের দুই ম্যাচ। আর ২৩ তারিখ শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।

প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে চলতে থাকা ইমার্জিং টিমস এশিয়া কাপের নামই এবার বদলে করা হয়েছে রাইজিং স্টারস এশিয়া কাপ।

বাংলাদেশ স্কোয়াড:
জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম অঙ্কন, রাকিবুল হাসান, মেহেরব হাসান অহিন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, মোহাম্মদ স্বাধীন ইসলাম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

বাংলাদেশের ম্যাচের সূচি:
বাংলাদেশ বনাম হংকং: ১৫ নভেম্বর
বাংলাদেশ বনাম আফগানিস্তান: ১৭ নভেম্বর
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: ১৯ নভেম্বর

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ

  • সন্তানের সামনেই অভিনেত্রীকে হেনস্তা
  • রাইজিং এশিয়া কাপে বাংলাদেশ দলে আছেন কারা
  • আকবররা যাচ্ছেন কাতার
  • শেরপুরে কৃষককে বেঁধে নির্যাতনের অভিযোগ