দুটি ফ্ল্যাট বিক্রি করে কত লাভ করলেন অমিতাভ বচ্চন
Published: 6th, November 2025 GMT
অমিতাভ বচ্চন সব সময়ই হিসাবি ও পরিমিত জীবনযাপন করা মানুষ। তাঁর বিনিয়োগপ্রীতি নতুন কিছু নয়। কিন্তু গত এক বছরে জমি ও বাড়ির ওপর তাঁর আগ্রহ যেন আরও বেড়েছে। একদিকে যেমন তিনি নতুন নতুন সম্পত্তি কিনেছেন, তেমনি এবার একসঙ্গে বিক্রিও করেছেন দুটি বিলাসবহুল ফ্ল্যাট। কেন এই সিদ্ধান্ত, তা নিয়েই চলছে জোর আলোচনা।
গোরেগাঁওয়ের দুটি ফ্ল্যাট বিক্রি
মুম্বাই শহরের পূর্ব গোরেগাঁওয়ের এক বিলাসবহুল আবাসনে থাকা দুটি ফ্ল্যাট বিক্রি করেছেন অমিতাভ বচ্চন। এই ফ্ল্যাট দুটি কিনেছিলেন বাংলাদেশি মুদ্রায় মোট ১১ কোটি ৬০ লাখ টাকায়। ফ্ল্যাট দুটি বিক্রি করেছেন ১৭ কোটি ১৬ লাখ টাকায়। একটি ফ্ল্যাটের বিক্রয়মূল্য ৮ কোটি ৫৮ লাখ টাকা, অন্যটিও একই দামে বিক্রি হয়েছে। এই হিসাবে তিনি ক্রয়মূল্যের তুলনায় প্রায় ৪৭ শতাংশ লাভ করেছেন।
প্রথম ফ্ল্যাটটি বিক্রি হয়েছে গত ৩১ অক্টোবর, যার স্ট্যাম্প ডিউটি ছিল ৪৩ লাখ টাকা। দ্বিতীয় ফ্ল্যাটটি বিক্রি হয়েছে ১ নভেম্বর। দুটির সঙ্গেই গাড়ি রাখার আলাদা জায়গা রয়েছে, যা ফ্ল্যাটগুলোর মূল্যের সঙ্গে যুক্ত ছিল বলে জানা গেছে একাধিক ভারতীয় গণমাধ্যম সূত্রে।
এর আগেও বিক্রি করেছিলেন ডুপ্লেক্স
এর আগে চলতি বছরের জানুয়ারিতে মুম্বাইয়ের আন্ধেরির ৫ হাজার ১৮৫ বর্গফুট আয়তনের একটি ডুপ্লেক্স ফ্ল্যাট বিক্রি করেন অমিতাভ। সেই ফ্ল্যাট বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৬ কোটি টাকায়। এই বিক্রি তখনো আলোচনার জন্ম দেয়। কারণ, ফ্ল্যাটটির অবস্থান ছিল শহরের অন্যতম অভিজাত এলাকায়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর ছ ন
এছাড়াও পড়ুন:
গাজীপুরে মহাসড়কে উল্টে পড়েছে ট্রাক, যানজটে দুর্ভোগ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে বালু ভর্তি একটি ট্রাক উল্টে গেছে। এ ঘটনায় মহাসড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বর্তমানে সড়কের এক লেনে গাড়ি চলাচল করছে।
এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ জানায়, গাজীপুর মহানগরের কড্ডা বালু মহাল থেকে আজ সকালে বালু নিয়ে টাঙ্গাইল শহরে যাচ্ছিল একটি ট্রাক। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাজারের পাশে বংশাই ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি। ফলে ট্রাকের ইঞ্জিনের অংশ ছিটকে পড়ে। এ কারণে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন মহাসড়কে চলাচলকারীরা। হাইওয়ে পুলিশ রেকার নিয়ে ট্রাকটি উদ্ধারের চেষ্টা করছে। পুলিশ সড়কের এক লেনে যানবাহন সচল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ট্রাকের চালক আবু বক্কর সিদ্দিক জানান, তিনি ট্রাকটি নিয়ে টাঙ্গাইল যাচ্ছিলেন। বংশাই ব্রিজের কাছে পৌঁছালে চাকা ফেটে ট্রাকটি উল্টে যায়। তিনি অক্ষত আছেন।
কোনাবাড়ি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাওগাতুল আলম বলেন, “গাজীপুরে মহাসড়কে উল্টে পড়েছে ট্রাক। ঘটনাস্থলে দুইটি রেকার পাঠানো হয়েছে। তারা বিকল হওয়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। সড়কের এক লেনে যানবাহন চলাচল করছে। কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে।”