বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহনের জন্য বি-টেক সিনার্জি লিমিটেড এনেছে দেশের প্রথম স্মার্ট ব্যাটারি সোয়াপিং স্টেশন ও লিথিয়াম ব্যাটারি সিস্টেম। রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলমান ইলেকট্রিক ভেহিকল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশনে এটি উদ্বোধন করা হবে।

বি-টেক সিনার্জির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। আজ থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই প্রদর্শনীতে বি-টেক সিনার্জি প্রদর্শন করছে ব্যাটারি সোয়াপিং নেটওয়ার্ক। যা ইলেকট্রিক দুই ও তিন চাকার যানবাহনের জন্য মিনিটের মধ্যে ব্যাটারি পরিবর্তনের সুবিধা দেবে। প্রচলিত চার্জিং পদ্ধতির তুলনায় এটি দ্রুত, সাশ্রয়ী ও আরও সুবিধাজনক।

বি-টেক সিনার্জির স্টলে দর্শনার্থীরা সরাসরি দেখতে পাবেন স্মার্ট চার্জিং ক্যাবিনেট, লিথিয়াম ব্যাটারি প্যাক ও ইভি কানেক্টিভিটি সলিউশনস। যা বাংলাদেশের পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানি যাত্রাকে আরও গতিশীল করবে।

বি-টেক সিনার্জি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা লাবিক কামাল বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে পরিচ্ছন্ন পরিবহনকে সবার জন্য সহজ ও বাস্তবসম্মত করে তোলা। বি-টেক সিনার্জির ব্যাটারি সোয়াপিং ইকোসিস্টেমের মাধ্যমে আমরা স্থানীয় উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করছি। পাশাপাশি দেশের ইভি শিল্পকে এগিয়ে নেওয়া হচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

শেরপুরে কৃষি কর্মকর্তাকে মারধর করা সেই ছাত্রদল নেতা বহিষ্কার 

শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে মারধর করা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম সিদ্দিকী বাবু।

আরো পড়ুন:

কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, মামলা

গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, নিহত ৩

আরো পড়ুন: কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, মামলা

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেরপুর জেলা শাখার অধীনস্থ নকলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।”

ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের রাহাতের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

গতকাল বুধবার দুপুরে শেরপুরের নকলায় কৃষি প্রণোদনার তালিকায় নিজের পছন্দের লোকদের নাম না থাকায় নকলা উপজেলা কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ ওঠে উপজেলার ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমের বিরুদ্ধে। এ ঘটনায় রাহাত এবং তার সহযোগী ফজলুকে আসামি করে মামলা হয়। 

ঢাকা/তারিকুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ