রাউজানে হামলায় বিএনপির ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ
Published: 6th, November 2025 GMT
চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসী হামলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কুইয়াপাড়া চৌধুরী পাড়া এলাকায় তাদের ওপর হামলা হয়।
রাউজান ও রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
শরীয়তপুরে এনসিপি নেতার অফিসে ককটেল হামলা
নামাজরত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ৩ পুলিশ আহত
গুলিতে আহতরা হলেন- রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল, বাগোয়ান ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, বাগোয়ান ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রবিউল হোসেন রুবেল ও বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল। তারা সবাই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের অনুসারী বলে জানা গেছে।
রাউজান উপজেলা বিএনপির সভাপতি জসীম উদ্দিন চৌধুরী বলেন, “গিয়াস কাদের চৌধুরীর অনুসারী সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়েছে, এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সুমনের অবস্থা আশঙ্কাজনক।”
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, “এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।”
ঢাকা/রেজাউল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হ মল ব এনপ আহত ক দল র দল র স ব এনপ উপজ ল ন ইউন
এছাড়াও পড়ুন:
জরাজীর্ণ ভোটকেন্দ্রের তালিকা চেয়েছে ইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জরাজীর্ণ ভোটকেন্দ্র সংস্কার ও মেরামতের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে দেশের সব সংশ্লিষ্ট দপ্তর থেকে তথ্য চেয়েছে সংস্থাটি।
বুধবার (৫ নভেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
আজকের মধ্যে প্রবাসী ভোটারদের আবেদন তদন্ত শেষ করার নির্দেশ ইসির
এনসিপিসহ ৩ দল পেল চূড়ান্ত নিবন্ধন
চিঠিতে জানানো হয়েছে, গত ২০ অক্টোবর ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা গেছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান- যেগুলো ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, বাউন্ডারি ওয়াল নেই, দরজা-জানালা নষ্ট বা জরাজীর্ণ অবস্থায় রয়েছে, কিংবা অল্প পরিসরে মেরামতের প্রয়োজন আছে। এসব কেন্দ্রের তালিকা নির্ধারিত ছক অনুযায়ী তৈরি করে ১২ নভেম্বরের মধ্যে নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠাতে বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট জেলা বা উপজেলা নির্বাচন অফিসগুলোকে এ তথ্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রেরণ করতে হবে। তালিকার হার্ড কপির পাশাপাশি নিকস ফন্টে সফট কপি জমা দিতে হবে।
ইসি বলছে, এই পদক্ষেপের লক্ষ্য হলো ভোটের দিন ভোটারদের জন্য নিরাপদ, সুষ্ঠু ও সহনশীল পরিবেশ নিশ্চিত করা। জরাজীর্ণ বা অনুপযুক্ত ভবনে ভোটগ্রহণের কারণে যেন কোনো নিরাপত্তা বা প্রশাসনিক জটিলতা না হয়, সে বিষয়েও সতর্কতা নেওয়া হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই তথ্য সংগ্রহের পর দ্রুত সংস্কার কার্যক্রমের বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করবে ইসি।
ঢাকা/এএএম/মাসুদ