যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঝিকরগাছা-মনিরামপুর সড়কের বাকোশপোল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় বাজিতপুর শহীদ মুক্তিযোদ্ধা এ আর মহিলা কলেজের প্রভাষক রনজিত কুমার দাস (৪৯) ও তার স্ত্রী উপজেলার জনস্বাস্থ্য কর্মী পাপিয়া কুমার দাস (৪০)।

আরো পড়ুন:

সিলেটে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, যুবক নিহত

কক্সবাজার দেখার সাধ পূরণ হলো না তাদের

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে রনজিত কুমার দাস মোটরসাইকেলে স্ত্রী পাপিয়াকে নিয়ে ঝিকরগাছা থেকে মনিরামপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত পাওয়ার টিলার তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রনজিত ও পাপিয়াকে মৃত ঘোষণা করেন।

মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা/প্রিয়ব্রত/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত

এছাড়াও পড়ুন:

নেত্রকোণায় বাসচাপায় অটোরিকশাচালক নিহত

নেত্রকোণায় বাসচাপায় ইয়াসিন মিয়া (২১) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ঠাকুরাকোণায় এই দুর্ঘটনা ঘটে।

ইয়াসিন মিয়া ঠাকুরাকোণা গ্রামের ওয়ারেছ মিয়ার ছেলে। নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহ নেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

সিলেটে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, যুবক নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোণার কলমাকান্দা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা সাগরিকা নামের একটি যাত্রীবাহী বাস ঠাকুরাকোণা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশারচালক ইয়াসিন মারা যান।

ওসি বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’

ঢাকা/ইবাদ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ