রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, দেখে নিন বিস্তারিত তথ্য
Published: 6th, November 2025 GMT
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন ২০ নভেম্বর শুরু হবে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে। দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক বা স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনকারীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট –এ প্রকাশিত নিয়মাবলি অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে আবেদন করতে হবে। রাজশাহীসহ মোট ছয়টি বিভাগীয় শহরে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনকানাডায় পোস্টগ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট, যে ১০ ভুলে বাতিল হয় আবেদন ৪ ঘণ্টা আগেকোন ইউনিটের পরীক্ষা কবেআবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আগামী ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) ও ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সময়সীমা হবে ১ (এক) ঘণ্টা। ভর্তি পরীক্ষা দুই শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ও বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
ভর্তিতে আবেদনের যোগ্যতা১.
২. কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে ডিপ্লোমা–ইন–ইঞ্জিনিয়ারিং পাস করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবেন, তবে তাঁদের প্রাপ্ত জিপিএ–৫.০০ স্কেলে নির্ধারিত হবে।
৩. মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ–৩.০০ সহ মোট জিপিএ–৭.০০ পেতে হবে।
৪. বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ–৩.০০ সহ মোট জিপিএ–৭.০০ পেতে হবে।
৫. বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ–৩.৫০ সহ মোট জিপিএ–৮.০০ পেতে হবে।
৬. জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেল পরীক্ষায় ন্যূনতম দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে ‘বি’ গ্রেড এবং তিনটি বিষয়ে কমপক্ষে ‘সি’ গ্রেড পেতে হবে। ‘ও’ লেভেল, ‘এ’ লেভেল ও ইংলিশ ভার্সন (ন্যাশনাল কারিকুলাম) পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনূদিত প্রশ্নপত্র সরবরাহ করা হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে ভর্তি পরীক্ষার আবেদন করার সময় অনলাইনে থাকা সংশ্লিষ্ট অপশনটি অবশ্যই পূরণ করতে হবে।
আরও পড়ুনজার্মানিতে পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ: জেনে নিন নিয়ম ও সুবিধা২ ঘণ্টা আগেভর্তি পরীক্ষার পূর্ণমান, সময় ও পরীক্ষা গ্রহণের পদ্ধতিএইচএসসি ২০২৪ ও ২০২৫ সালের শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত পাঠ্যসূচি অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক বা স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা থেকে ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা A, B ও C তিনটি ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। আবেদনকারী যে ইউনিটেই আবেদন করুক না কেন, তিনি যে শাখা থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সে শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে।
১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় হবে ১ (এক) ঘণ্টা। পরীক্ষায় প্রতিটি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। পরীক্ষায় নেগেটিভ মার্কিং প্রযোজ্য হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। একই প্রশ্নের একাধিক উত্তর ভুল উত্তর বলে বিবেচিত হবে। ‘এ’ ইউনিটের চারুকলা অনুষদের বিভাগগুলো নাট্যকলা ও সংগীত বিভাগ এবং ‘সি’ ইউনিটের শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের উত্তরপত্রে (ওএমআর) তাঁদের পছন্দের বিষয়টি পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। এ ছাড়া ইউনিট বা বিভাগ বা ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্ত প্রযোজ্য হবে। অনলাইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কোটার প্রার্থীদের আবেদন করতে হবে।
ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল আঞ্চলিক কেন্দ্রগুলোয় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আবেদনের সময় অবশ্যই পরীক্ষা অঞ্চলের নাম নির্বাচন করতে হবে।
আরও পড়ুনশাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা০৩ নভেম্বর ২০২৫আবেদন ফি কতইউনিট ‘A’ (মানবিক) ১০ শতাংশ সার্ভিস চার্জ ১২০ টাকাসহ সর্বমোট ১ হাজার ৩২০ টাকা, ইউনিট ‘B’ (বাণিজ্য) ১০ শতাংশ সার্ভিস চার্জ ১০০ টাকাসহ সর্বমোট ১ হাজার ১০০ টাকা ও ইউনিট ‘C’ (বিজ্ঞান) ১০ শতাংশ সার্ভিস চার্জ ১২০ টাকাসহ সর্বমোট ১ হাজার ৩২০ টাকা।
ইউনিট বা বিভাগ বা ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্তগুলো, অনলাইনে আবেদনের পদ্ধতি, ভর্তি পরীক্ষার রুটিন ও প্রয়োজনীয় তথ্যাবলি যথাসময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট –এ প্রকাশিত হবে।
পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, যেমন মুঠোফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমোরিযুক্ত ঘড়ি ইত্যাদি সঙ্গে রাখা যাবে না। দুই কানসহ মুখমণ্ডল আবৃত ও হিজাব পরিহিতা নারী পরীক্ষার্থীদের পরিচয় শনাক্তকরণের ক্ষেত্রে প্রয়োজনে নারী পরিদর্শক দ্বারা শনাক্তকরণ করা হবে।
আরও পড়ুনরাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, দ্বিতীয়বার সুযোগ, দেখুন বিস্তারিত২৭ অক্টোবর ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র পর ক ষ য় ইউন ট র ন য নতম প রব ন সহ ম ট ম নব ক র জন য প রক শ কর ত ক সমম ন র সময়
এছাড়াও পড়ুন:
ঢাকায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন শুরু
ঢাকা জেলার (মহানগরসহ) আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের সময়সীমা ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামী ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত লাইসেন্সধারীরা তাদের অস্ত্রের নবায়ন করতে পারবেন।
ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় বুধবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ২ নভেম্বর ২০২৫ থেকে নবায়ন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী বছরের জানুয়ারির শেষ দিন পর্যন্ত। নবায়নের সময় আগ্নেয়াস্ত্র গুলিবিহীন অবস্থায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে।
আরো পড়ুন:
কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য
অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে: উপদেষ্টা
বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইসেন্স নবায়নের জন্য অনলাইন চালানের মাধ্যমে নির্ধারিত খাতে ফি, ভ্যাট ও উৎসে কর জমা দিতে হবে। এরপর চালানের কপি, টিআইএন সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, লাইসেন্সের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মূল লাইসেন্স জমা দিতে হবে।
নবায়নের জন্য ব্যক্তি পর্যায়ে পিস্তল ও রিভলভারের ফি ২০ হাজার টাকা, আর বন্দুক, শটগান ও রাইফেলের জন্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য হবে।
প্রতিষ্ঠান পর্যায়ে লং ব্যারেলের অস্ত্রের ফি ২০ হাজার টাকা এবং আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের ক্ষেত্রে ১০ হাজার টাকা ধার্য করা হয়েছে।
অস্ত্র মেরামতকারী প্রতিষ্ঠান ও ডিলিং ফার্মের ফি ১০ হাজার টাকা এবং সেফ কিপিং লাইসেন্সের জন্য ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়নে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০২৫’ অনুযায়ী এই নবায়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ঢাকা/এএএম/এসবি