আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘‘বিএনপি ক্ষমতায় গেলে দেশে টেকসই উন্নয়ন হবে।’’

বুধবার (৫ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ৩১ দফা রাষ্ট্রসংস্কারের লিফলেট বিতরণকালে তিনি এ সব কথা বলেন।

আরো পড়ুন:

মাদারীপুরে খোকন তালুকদারের মনোনয়ন, বিএনপির আনন্দ শোভাযাত্রা

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘‘টাঙ্গাইলকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা হবে। টাঙ্গাইলকে উন্নয়নের মডেল হিসেবে ঘোষণা করা হবে।’’

তিনি বলেন, ‘‘আজকে লিফলেট বিতরণ অনুষ্ঠানে বাঁধভাঙা জোয়ারের মতো মানুষ এসেছে। আগামীতে সকলে ঐক্যবদ্ধ হয়ে সামনের পথ চলব।’’

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ। পরে শত শত নেতাকর্মী নিয়ে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে মিছিল বের করা হয়।

ঢাকা/কাওছার/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার তিন সংবাদকর্মী

ছবি: ভিডিও থেকে সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ