জাতীয় দলের প্রস্তুতি শুরুর ছয় দিন পর অবশেষে আজ খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে প্রথমে জানানো হয়, ক্যাম্পে ডাক পেয়েছেন ২৬ জন। কিন্তু তালিকায় ছিল ২৭ জনের নাম। পরে সংশোধন করে সংখ্যাটিও ২৭ করা হয়।

৩১ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের প্রথম দিনে ডাকা হয়েছিল ১৪ জন ফুটবলারকে। পরে আবাহনীর গোলকিপার পাপ্পু হোসেনকে ডাকা হলে সংখ্যা দাঁড়ায় ১৫।

এরপর জানানো হয়, বসুন্ধরা কিংসের ১০ জন খেলোয়াড় যোগ দেবেন ক্যাম্পে। তাঁদের যোগ দেওয়ার কথা ছিল ৪ নভেম্বর। তবে সর্বশেষ খবর, কিংসের খেলোয়াড়েরা যোগ দেবেন ৭ নভেম্বর।

এশিয়ান কাপের বাছাইপর্বে প্রথম চার ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ফলে চূড়ান্ত পর্বে ওঠার দৌড় থেকে ছিটকে গেছে দল। গ্রুপে বাংলাদেশের পঞ্চম ম্যাচ ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে। তার আগে ১৩ নভেম্বর একই মাঠে নেপালের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজরা। এই দুটি ম্যাচ সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করতে গিয়ে বাফুফের হয়েছে রীতিমতো লেজেগোবরে অবস্থা।

সর্বশেষ হংকং সফরে যাওয়া ২৩ জনের মধ্যে ফাহামিদুল ইসলাম বাদ পড়েছেন দুই হলুদ কার্ডের কারণে। ভারত ম্যাচে তিনি খেলতে পারবেন না। তবে হংকংয়ের বিপক্ষে চূড়ান্ত দল থেকে বাদ পড়া কাজেম শাহ ফিরেছেন প্রাথমিক দলে।

২৭ জনের প্রাথমিক দল

গোলকিপার মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন, মেহেদী হাসান।

ডিফেন্ডার তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মণ, তাজ উদ্দিন, সাদ উদ্দিন।

মিডফিল্ডার কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা (জুনিয়র), মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম।

ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, রাকিব হোসেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

স্বপ্ন, সাহস আর নেতৃত্বের উৎসবে অনুপ্রাণিত হলো হাজারো মানুষ

দেশের তরুণদের অনুপ্রাণিত করতে আবারও অনুষ্ঠিত হলো পাবলিক স্পিকিং ইভেন্ট ‘সুখী প্রেজেন্টস রাইজ অ্যাবাভ অল ২০২৫ পাওয়ার্ড বাই এমটিবি।’ ৩১ অক্টোবর ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানটিতে একত্র হয়েছিলেন হাজারো শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও উদ্যোক্তা।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য রুবানা হকের অনুপ্রেরণাদায়ী বক্তৃতা দিয়ে শুরু হয় আয়োজন। এরপর লিডারশিপ, লেগে থাকা ও লক্ষ্য তৈরি করা নিয়ে আলোচনা করেন ব্যাংকিং খাতের মোহাম্মদ মামদুদুর রশিদ, নাসের এজাজ ও নাসিমুল বাতেন।

আরও পড়ুন‘সেক্সিয়েস্ট ম্যান’ খেতাব পেলেন যে তারকা৮ ঘণ্টা আগে

‘ব্যাংকিং লিজেন্ডারি ডুয়ো’ সেশনে কীভাবে নৈতিকতা ও দূরদর্শিতা দিয়ে সহজে নেতৃত্বের পথে এগিয়ে থাকা যায়, সে বিষয়ে সৈয়দ মাহবুবুর রহমান ও আলি রেজা ইফতেখার তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।

এদিন তরুণদের অনুপ্রাণিত করতে উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় দুই অভিনয়শিল্পী আরিফিন শুভ ও তাসনিয়া ফারিন। নিজের সংগ্রাম ও শেখার গল্প বলে বাকিদের অনুপ্রাণিত করেন শুভ। আর ফারিন বলেন, ‘তুমি যদি নিজের স্বপ্নে বিশ্বাস রাখো, তবে সবকিছুই সম্ভব।’

সারা দিন টেকনোলজি, স্টার্টআপ, ইনফ্লুয়েন্সার কালচার আর হোলিস্টিক ওয়েলনেস–বিষয়ক বিভিন্ন সেশনে অংশগ্রহণকারীরা পেয়েছেন ব্যবহারিক জ্ঞান ও নেটওয়ার্কিংয়ের সুযোগ। দিনভর এ আলোচনা অনুষ্ঠান শেষ হয় নেমেসিস ব্যান্ডের পরিবেশনার মাধ্যমে। অনুষ্ঠানের স্ট্র্যাটেজিক পার্টনার ছিল প্রথম আলো ডটকম।

আরও পড়ুনব্যাগ বিক্রি করেই কালিন্দীর মাসে আয় আট লাখ টাকা৯ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ