অস্ট্রেলিয়া-ভারত চতুর্থ টি-টোয়েন্টি আজ। ওয়ানডেতে আজ আবার মুখোমুখি পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

২য় টি-টোয়েন্টি

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
দুপুর ১২-১৫ মি., টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১

৪র্থ টি-টোয়েন্টি

অস্ট্রেলিয়া-ভারত
বেলা ২-১৫ মি., স্টার স্পোর্টস ২

২য় ওয়ানডে

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা
বিকেল ৪টা, টি স্পোর্টস ও এ স্পোর্টস

ইউরোপা লিগ

জাগরেব-সেল্তা ভিগো
রাত ১১-৪৫ মি.

, সনি স্পোর্টস ২

বেতিস-লিওঁ
রাত ২টা, সনি স্পোর্টস ১

রেঞ্জার্স-রোমা
রাত ২টা, সনি স্পোর্টস ২

অ্যাস্টন ভিলা-ম্যাকাবি
রাত ২টা, সনি স্পোর্টস ৫

অ-১৭ বিশ্বকাপ ফুটবল

বলিভিয়া-ইতালি
সন্ধ্যা ৬-৩০ মি., ফিফা প্লাস

পর্তুগাল-মরক্কো
সন্ধ্যা ৬-৩০ মি., ফিফা প্লাস

আর্জেন্টিনা-তিউনিসিয়া
সন্ধ্যা ৭-৩০ মি., ফিফা প্লাস

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স প র টস

এছাড়াও পড়ুন:

নতুন দিনে সত্যই সাহস

হেমন্তের এই আলোকিত সকালে আপনারা আমাদের অভিবাদন গ্রহণ করুন। ৪ নভেম্বর ২০২৫ প্রথম আলোর ২৭ বছর পূর্ণ হলো। প্রথম আলোকে আপনারা ভালোবেসে গ্রহণ করেছেন। সুসময়ে ও দুঃসময়ে আমাদের পাশে থেকেছেন। প্রতিষ্ঠার সাড়ে তিন বছরের মধ্যে প্রথম আলোকে আপনারা দিয়েছেন দেশের সর্বাধিক পঠিত দৈনিকের সম্মান। আজও তা অব্যাহত আছে। ২০২৫ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপে দেখা যাচ্ছে, দেশের সংবাদপত্র পাঠকদের ৫৭ শতাংশ প্রথম আলো ছাপা কাগজ ও অনলাইন পাঠ করে থাকেন।

এল বিশ্বস্বীকৃতি

দেশের মানুষদের ভালোবাসার পাশাপাশি ২০২৫-এ প্রথম আলো অর্জন করেছে বিশ্বস্বীকৃতি। গত মাসে জার্মানির মিউনিখে বিশ্বের ১২০টি দেশের সংবাদ প্রকাশকদের সংগঠন ‘ওয়ান-ইফরা’র (ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স) বিশ্বমঞ্চে দুটি ক্যাটাগরিতে প্রথম আলো পেয়েছে বিশ্বসেরার পুরস্কার; ১. ‘নেক্সট জেন রিডার এনগেজমেন্ট’ অ্যাওয়ার্ড (নতুন প্রজন্মের পাঠক সম্পৃক্ততা পুরস্কার), এবং ২. প্রিন্ট অ্যাডভারটাইজিং ক্রিয়েটিভিটি অ্যাওয়ার্ড (ছাপা পত্রিকায় আঞ্চলিক বিজ্ঞাপনে সৃজনশীলতা পুরস্কার)।

বিশ্বের এক শর বেশি দেশের এক হাজারের বেশি সংবাদমাধ্যম নিয়ে গঠিত আরেক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন বা ‘ইনমা’। এ বছর মে মাসে যুক্তরাষ্ট্রে বসেছিল ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫-এর আসর। সেখানে বিশ্বের ৬টি অঞ্চলে সেরা সংবাদমাধ্যমের সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয় ৬টি প্রতিষ্ঠানকে। প্রথম আলো তাতে অর্জন করে দক্ষিণ এশিয়া অঞ্চলের সেরা হওয়ার গৌরব। জুলাই গণ-অভ্যুত্থানের ওপর ভিত্তি করে ‘প্রতিবাদের প্রতিধ্বনি: সত্য ও দৃঢ়তায় প্রজন্মকে প্রেরণা’ উদ্যোগের জন্য এই স্বীকৃতি পায় প্রথম আলো।

সাসটেইনিবিলিটি এবং প্রিন্ট ইনোভেশন অ্যাওয়ার্ডসে প্রথম আলোর পক্ষ থেকে দুটি পুরস্কার গ্রহণ করছেন সম্পাদক মতিউর রহমান, পাশে ওয়ান-ইফরার ওয়ার্ল্ড প্রিন্টার্স ফোরামের পরিচালক ইঙ্গি রাফন ওলাফসন ও অ্যাওয়ার্ডের প্রধান জুরি গুন্ডুলা উল্লাহ (ডানে)। গত মাসে জার্মানির মিউনিখ শহরে

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন শুরু
  • শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না সেন্ট্রাল ফার্মা
  • সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফায় বড় উত্থান
  • ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞাসহ মৌলিক পরিবর্তন এনে টেলিযোগাযোগ অধ্যাদেশের খসড়া প্রকাশ
  • ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ ঘোষণা
  • শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস
  • আজ টিভিতে যা দেখবেন (৫ নভেম্বর ২০২৫)
  • ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগে মাস্টার্স, শূন্য আসনে ভর্তি
  • নতুন দিনে সত্যই সাহস