রাজনৈতিক সমঝোতায় কমিটি গঠন জামায়াতের
Published: 5th, November 2025 GMT
নির্বাচনী কাঠামো, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট বিষয়ে 'সমঝোতামূলক রূপরেখা' তৈরিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য দুই সদস্যের কমিটি গঠন করেছে জামায়াতে ইসলামী। কমিটির সদস্যরা হলেন, দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
বুধবার জামায়াতের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দলের নির্বাহী পরিষদের সিদ্ধান্তে জামায়াত আমির ডা.
জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে সমঝোতায় গত রোববার জামায়াত সংবাদ সম্মেলন থেকে আলোচনার জন্য বিএনপিকে আহ্বান জানায়। পরের দিন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক থেকে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান জানানো হয়। আলোচনার জন্য এক সপ্তাহ সময় দিয়েছে সরকার।
সরকার এবং জামায়াতের আহ্বানে আলোচনা বসতে সাড়া দেয়নি বিএনপি। দলটি জুলাই সনদে থাকা নোট অব ডিসেন্টসহ গণভোট চায় নির্বাচনের দিনে। জামায়াত নোট অব ডিসেন্ট মুক্ত গণভোট চায় নভেম্বরে। এ বিরোধ নিষ্পত্তিতে দলটি আলোচনার জন্য সরকারকে মধ্যস্ততার আহ্বান জানিয়ে ছিল। তবে সরকার জানিয়েছে, তারা এই ভূমিকা পালন করবে না। সরকার এক সপ্তাহ পর নিজের মত সিদ্ধান্ত জানাবে।
তিনদিন পার হতে চললেও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার লক্ষণ দেখা যাচ্ছে না। যদিও হামিদুর রহমান আযাদ সমকালকে বলেছেন, অনানুষ্ঠানিক কথা চলছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: জ ম য় ত ইসল ম র জন ত ক আহ ব ন সমঝ ত সরক র গণভ ট
এছাড়াও পড়ুন:
ছবি ফ্লপ, তবু ৬০ কোটি টাকার মালিক এই তারকা–কন্যা
২০১৫ সালে অভিষেকের পর পেরিয়ে গেছে এক দশক। তবু বলার মতো বড় কোনো হিট সিনেমা দিতে পারেননি। তিনি বলিউড অভিনেতা সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি। আজ ৫ নভেম্বর অভিনেত্রীর জন্মদিন। এ উপলক্ষে ইন্ডিয়াডটকম অবলম্বনে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু জানা–অজানা তথ্য।
শুরুর গল্প
চলচ্চিত্রে খুব বেশি সাফল্য না পেলেও আথিয়া শেঠি এখনো আলোচনায় রয়েছেন তাঁর বাড়তে থাকা বিলাসী জীবনযাপন ও বিনিয়োগের কারণে। বাবা অভিনেতা সুনিল শেঠি; তাই চলচ্চিত্রে তাঁর প্রবেশ ছিল সহজ, কিন্তু অনেক তারকা–সন্তানের মতো তাঁর পথটা একেবারে মসৃণ ছিল না।