জাতীয় নির্বাচন: ৯১ আসনে প্রার্থী ঘোষণা গণসংহতি আন্দোলনের
Published: 5th, November 2025 GMT
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৯১ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন।
দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলকে পাবনা ৪ ও ঢাকা ১০ আসনের প্রার্থী করা হয়েছে।
আরো পড়ুন:
মানুষ ধানের শীষের প্রার্থীকে জয়ী করবে: টুকু
মাদারীপুরে খোকন তালুকদারের মনোনয়ন, বিএনপির আনন্দ শোভাযাত্রা
বুধবার (৫ নভেম্বর) রাজধানীর হাতিরপুলে দলের প্রধান কার্যালয়ে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের এক দশক পূর্তিতে কর্মসূচি ঘোষণা, নতুন কমিটির পরিচিত ও সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে আয়োজিতক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, “বৃহত্তর স্বার্থে উদার ও মধ্যপন্থি কয়েকটি দলের সঙ্গে নির্বাচনি জোটের বিষয়ে আলোচনা চলছে, তা সফল হলে প্রার্থী তালিকা সমন্বয় করা হবে। ৩০০ আসন থেকে ৬ দলীয় জোট গণতন্ত্র মঞ্চ প্রার্থী দিবে। উদার মধ্যপন্থি দলগুলোর সঙ্গে জোটের বিষয়ে আলোচনা করছে। সফল হলে প্রার্থী তালিকা সমন্বয় করা হবে। নির্বাচনে জামানত বাড়ানোকে অগণতান্ত্রিক মনে করে গণসংহতি আন্দোলন। কোনো দল যদি চায় অন্যের প্রতীক নিয়ে নির্বাচন করার, সেটি রাখা উচিত। জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত ঐকমত্যে আসা দরকার।”
এছাড়াও একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন চাওয়ার কথাও জানান তিনি।
সংবাদ সম্মেলনে ৭ সদস্যের রাজনৈতিক পরিষদ গঠন করা হয়। এতে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। এছাড়াও ৫৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটিও গঠন করা হয়েছে। দল হিসেবে ১০ বছর পূর্তি উপলক্ষে সমাবেশ ও মাথাল র্যালি করার ঘোষণাও দিয়েছে গণসংহতি আন্দোলন।
যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়-
১.
২. পাবনা-৪ ও ঢাকা-১০: আবুল হাসান রুবেল
৩. ঢাকা-১২: তাসলিমা আখতার
৪. চট্টগ্রাম-৯: হাসান মারুফ রুমী
৫. বরিশাল-৫: দেওয়ান আব্দুর রশীদ নীলু
৬. নারায়ণগঞ্জ-৫: তরিকুল সুজন
৭. ঢাকা-৭: মনির উদ্দীন পাপ্পু
৮. ঢাকা-৩: বাচ্চু ভূঁইয়া
৯. পাবনা-২: জুলহাসনাইন বাবু
১০. রাজশাহী-২: অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ।
১১. লালমনিরহাট-২ ও ৩: দীপক কুমার রায়
১২. টাঙ্গাইল-৬: আলিফ দেওয়ান
১৩. নাটোর-১: সেন্টু আলী
১৪. ময়মনসিংহ-১০: একেএম শামসুল আলম
১৫. রংপুর-২: মোফাখখারুল ইসলাম মুন
১৬. রংপুর-৩: তৌহিদুর রহমান
১৭. মৌলভীবাজার-৪: সৈয়দ সাইফুল ইসলাম
১৮. ময়মনসিংহ-৪: মোস্তাফিজুর রহমান রাজীব
১৯. নওগাঁ-৫: তোসাদ্দেক হোসাইন (সৈকত আরিফ)
২০. চট্টগ্রাম-৪: জাহিদুল আলম আল-জাহিদ।
২১. চট্টগ্রাম-৬: নাসির উদ্দীন তালুকদার
২২. ঠাকুরগাঁও-২: আশরাফুল ইসলাম
২৩. ঢাকা-১: মিজানুর রহমান
২৪. খুলনা-২: মুনীর চৌধুরী সোহেল
২৫. রাজশাহী-৩: জুয়েল রানা
২৬. চাঁপাইনবাবগঞ্জ-৩: নুরুদ্দীন
২৭. খুলনা-১: অ্যাডভোকেট আজমল হোসেন
২৮. ব্রাহ্মণবাড়িয়া-৫: নাহিদা শাহান
২৯. পিরোজপুর-৩: অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম
৩০. ঢাকা-১৯: তানভীর আহমেদ।
৩১. পঞ্চগড়-১: সাজেদুর রহমান সাজু
৩২. চট্টগ্রাম-৩: তাহসিন মাহমুদ
৩৩. ঢাকা-১৩: মনিরুল হুদা বাবন
৩৪. ঢাকা-২: আব্দুল জলিল
৩৫. চট্টগ্রাম-১১: সৈয়দ সালাহউদ্দীন শিমুল
৩৬. খুলনা-১: আল-আমিন শেখ
৩৭. লক্ষ্মীপুর-২: হাসান আল-মেহেদী
৩৮. কক্সবাজার-১: আরমানুল হক
৩৯. নারায়ণগঞ্জ-১: নাজমা বেগম
৪০. নারায়ণগঞ্জ-৪: জাহিদ সুজন।
৪১. টাঙ্গাইল-৫: ফাতেমা রহমান বিথি
৪২. রাজশাহী-২: জিন্নাত আরা সুমু
৪৩. বরিশাল-১: সাকিবুল ইসলাম
৪৪. নীলফামারী-১: মহব্বত হোসেন মিলন
৪৫. ঢাকা-৮: রুবেল মিয়া (হিমু ভাই)
৪৬. নারায়ণগঞ্জ-৩: অঞ্জন দাস
৪৭. ঢাকা-৫: ময়েজ উদ্দীন
৪৮: কুষ্টিয়া-৩: এসএম ওয়াশিফ ফায়সাল
৪৯. নওগাঁ-৪: মোফাখখারুল ইসলাম মানিক
৫০. গাজীপুর-৬: আবু সাকের মোহাম্মদ জাকারিয়া।
৫১. বগুড়া-৪: আব্দুর রশীদ
৫২. জয়পুরহাট-২: আরিফুল ইসলাম
৫৩. দিনাজপুর-৫: সুলতান মাহমুদ শিশির
৫৪. গাইবান্ধা-১: গোলাম মোস্তফা
৫৫. নাটোর-৪: তাহমিদা ইসলাম তানিয়া
৫৬. দিনাজপুর-৪: দ্বিজেন্দ্রনাথ রায়
৫৭. কুড়িগ্রাম-১: সাইফুর রহমান দুলাল
৫৮. কুড়িগ্রাম-২: রুস্তম আলী
৫৯. শরীয়তপুর-৩: বেলায়েত শিকদার
৬০. পাবনা-৫: আজহারুল ইসলাম।
৬১. গাজীপুর-২: আমজাদ হোসেন
৬২. গাজীপুর-৩: অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ
৬৩. ঢাকা-১৪: এফএম নুরুল ইসলাম
৬৪. নীলফামারী-৩: প্রদীপ রায়
৬৫. মুন্সীগঞ্জ-৩: ইলিয়াস জামান
৬৬. ঢাকা-১৫: মাহবুব রতন
৬৭. কুমিল্লা-৬: ইমরাদ জুলকারনাইন ইমন
৬৮. মুন্সীগঞ্জ-২: বিপ্লব খান
৬৯. ব্রাহ্মণবাড়িয়া-৩: আবু রায়হান খান
৭০. ঢাকা-১৬: সাইফুল্লাহ সিদ্দিক রুমন।
৭১. পটুয়াখালী-২: আমজাদ হোসেন
৭২. মৌলভীবাজার-৩: জুনেদ আহমেদ
৭৩. সাতক্ষীরা-৪: আলতাফ হোসেন
৭৪. ঝিনাইদহ-১: নজরুল ইসলাম
৭৫. ফেনী-২: কায়কোবাদ সাগর
৭৬. কুমিল্লা-৯: জহির রায়হান সাগর
৭৭. বান্দরবান-১: অ্যাডভোকেট রিপন চক্রবর্তী
৭৮. ঢাকা-৮: সেলিমুজ্জামান
৭৯. ফেনী-২: রিপন
৮০. চট্টগ্রাম-১০: অপূর্ব নাথ।
৮১. জামালপুর-৬: কেরামত আলী
৮২. ঢাকা-৬: আবু বক্কর রিপন
৮৩. মানিকগঞ্জ-৩: অধ্যাপক আব্দুল কাদের
৮৪. ময়মনসিংহ-১১: খালেদ হোসাইন
৮৫. গাজীপুর-৪: জাহাঙ্গীর আলম পালোয়ান
৮৬. মাদারীপুর-২: রফিকুল ইসলাম রাসেল
৮৭. ঝালকাঠি-২: আবদুল কাদের খান
৮৮. রংপুর-৪: আব্দুল কাদের
৮৯. ময়মনসিংহ-৫: নজরুল ইসলাম সরকার
৯০. কিশোরগঞ্জ-৫: আল-আমীন রহমান
৯১. গাজীপুর-৫: লোকমান হোসেন।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব র হ মণব ড় ন র য়ণগঞ জ সমন বয়ক র র ল ইসল ম র রহম ন উদ দ ন
এছাড়াও পড়ুন:
নান্দাইলের ইউএনও’র দুর্নীতি তদন্তের দাবিতে মানববন্ধন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সদ্য সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তারের বিরুদ্ধে ওঠা ৩ কোটি টাকা দুর্নীতির অভিযোগ তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয়রা।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল নতুন বাজার এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।
আরো পড়ুন:
রাজশাহীতে ৫ কোল পরিবারকে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন
বিএলআরআই নিয়োগবিধিতে বৈষম্যের অভিযোগে গবিতে মানববন্ধন
উপজেলার শেরপুর ইউনিয়নের ইউপি সদস্য মাসহুদ পারভেজসহ অন্যান্য ইউপি সদস্যরা গত ২৮ মার্চ ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কাছে সারমিনা সাত্তারের বিরুদ্ধে ৩ কোটি টাকা দুর্নীতির অভিযোগ করেন।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালীনও সারমিনা সাত্তারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে। যা নিয়ে তখন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত বছরের ২৬ ডিসেম্বর নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সারমিনা সাত্তার যোগ দেন। এরপর থেকে সীমাহীন দুর্নীতি করেছেন। উপজেলার বিভিন্ন হাটবাজার ইজারা, পাথর কেলেঙ্কারি, খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ, নামজারিতে অতিরিক্ত টাকা আদায়, ভুয়া প্রকল্প থেকে টাকা উত্তোলনসহ নানা দুর্নীতি করেছেন।
বক্তব্যে ইউপি সদস্য মাসহুদ পারভেজ বলেন, ‘‘সারমিনা সাত্তার শুধু অনিয়ম-দুর্নীতিতে সীমাবদ্ধ ছিলেন না, ইউপি সদস্যদের সঙ্গে অসদাচরণসহ মিথ্যা মামলার হুমকিও দিয়েছেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়েছি।’’
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন খারুয়া ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস কদ্দুস মুন্সি, বাচ্চু মিয়া, শেরপুর ইউনিয়নের ইউপি সদস্য শাহজাহান প্রমুখ।
এ বিষয়ে জানতে সারমিনা সাত্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ঢাকা/মিলন/বকুল