ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক দুলাল শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

বুধবার (৫ নভেম্বর) রাত ১২টার দিকে পৌরসভার পূর্ব মালিপুর এলাকার নিজ বাড়ি থেকে দুলাল শরীফকে গ্রেপ্তার করা হয়। 

আরো পড়ুন:

চট্টগ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান রিমন গ্রেপ্তার

ফরিদগঞ্জ যুবলীগের সাবেক আহ্বায়ক শাহীন গ্রেপ্তার 

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি (তদন্ত) আশ্রাফ আলী জানান, রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার (৬ নভেম্বর) আদালতে পাঠানো হবে।

ঢাকা/অলোক/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য বল গ

এছাড়াও পড়ুন:

এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলায় অভিযোগ গঠন, সাক্ষ্য শুরু ২০ জানুয়ারি

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আদালত মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আগামী ২০ জানুয়ারি।

ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

আরও পড়ুনএস কে সুরের স্বর্ণালংকার-অর্থ বাংলাদেশ ব্যাংকের লকারেই থাকবে২৮ জানুয়ারি ২০২৫

দুদকের পাবলিক প্রসিকিউটর শামসুদ্দিন মোহাম্মদ আবুল কালাম বলেন, গত ২৫ অক্টোবর এস কে সুরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন। ওই দিন তাঁর উপস্থিতিতে অভিযোগ গঠনের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

আজ এস কে সুরকে আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে অভিযোগপত্র সংক্ষেপে পড়ে শোনান। এরপর বিচারক অভিযোগ গঠন করেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২০ জানুয়ারি দিন ধার্য করেন।

গত বছরের ২৩ ডিসেম্বর এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন।

আরও পড়ুনসাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, তাঁর স্ত্রী ও কন্যার বিরুদ্ধে দুদকের মামলা২৩ ডিসেম্বর ২০২৪

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২৭ অক্টোবর আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিলের জন্য দুদকের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়। কিন্তু নিয়ম অনুযায়ী, ২১ কর্মদিবস অর্থাৎ ২৫ নভেম্বর পর্যন্ত সম্পদের বিবরণী দাখিল না করায় এস কে সুর চৌধুরী দুদক আইনের ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।

আরও পড়ুনএস কে সুর চৌধুরী পরিবারের ব্যাংক লকার জব্দের আদেশ২২ জানুয়ারি ২০২৫আরও পড়ুনসাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের সম্পদ ক্রোকের আদেশ২০ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ