১৫ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে কোর কমিটি
Published: 5th, November 2025 GMT
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত কোর কমিটি আগামী ১৫ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে।
বুধবার (৫ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে কমিটির সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।
আরো পড়ুন:
পাইলটের ভুলে মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: তদন্ত প্রতিবেদন
বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে শুক্র ও শনিবার
কোর কমিটির ৫ নভেম্বর প্রতিবেদন দাখিলের কথা থাকলেও কমিটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য কমিটির মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভাপতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক)।
ফারুক ই আজম বলেন, “গত ১৯ অক্টোবর আমরা যে সভা করেছিলাম সেটার প্রেক্ষাপটে একটি কোর কমিটি গঠন করা হয়েছিল। তারা সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে দেখবে। তদন্ত কাজ চলমান আছে, বিদেশ থেকেও তদন্ত কর্মকর্তা আনার চেষ্টা করেছিল সরকার। তুরস্ক থেকে একটি টিম এসেছিলেন, তারা বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্ত করেছে। ফরেনসিক পরীক্ষার জন্য কিছু বিষয় (নমুনা) এখান থেকে তারা নিয়ে গেছেন। পরীক্ষা করার পর তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট এখন আমাদের কাছে আসেনি। আমরা সেটার জন্য অপেক্ষা করছি।”
আজকে তো কমিটির প্রতিবেদন দেওয়ার কথা ছিল-এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন,“সম্পূর্ণ প্রতিবেদনটা আসেনি। বাইরের ফরেন্সিকে একটা টিম এসেছিল তারা তদন্ত করে গেছেন তাদের কাছ থেকেও রিপোর্টটা পাওয়া যায়নি।”
কোর কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, “কমিটি এ মাসের পুরোটাই (৩০ নভেম্বর পর্যন্ত) কাজ করবে।”
ঢাকা/আসাদ/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর তদন ত কর ক র কম ট তদন ত ক মন ত র কম ট র
এছাড়াও পড়ুন:
জনগণই পরিবর্তনের মূলশক্তি: গণসংযোগকালে আমির হামজা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা গণসংযোগ করেছেন।
বুধবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী তিনি কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রাম এবং আশপাশের বিভিন্ন এলাকায় গিয়ে জনগণের সঙ্গে কুশল বিনিময় ও নির্বাচনি প্রতীক নিয়ে ভোট প্রার্থনা করেন।
আরো পড়ুন:
নির্বাচনের আগে গণভোট দাবি, বৃহস্পতিবার স্মারকলিপি দেবে জামায়াত
জোট গঠন করবে না জামায়াত: শফিকুর রহমান
এলাকাবাসীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতার মধ্য দিয়ে তিনি উন্নয়ন, ন্যায়বিচার ও পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন। গণসংযোগে জেলা জামায়াতের ইউনিট সদস্য হামিদুর রহমানসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
আমির হামজা বলেন, ‘‘জনগণই পরিবর্তনের মূলশক্তি। ইনশাআল্লাহ, তাদের দোয়া ও সমর্থন নিয়ে আমরা ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই।’’
স্থানীয়দের মধ্যে গণসংযোগ ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন স্থানে সাধারণ মানুষ প্রার্থীর সঙ্গে মতবিনিময়ে অংশ নেন এবং নির্বাচনি অঙ্গীকার সম্পর্কে জানতে চান।
ঢাকা/কাঞ্চন/বকুল