হঠাৎ অসুস্থতায় বিপদ

হুট করে পরিবারের কেউ বড় ধরনের অসুস্থতায় পড়লে খরচ মেটাতে অনেকেই হিমশিম খান। অথচ তাঁদের অনেকেরই আয়রোজগার মন্দ না, জীবনও চলে স্বাচ্ছন্দ্যে। আকস্মিক বিপদ সামলানোর খরচটা জোগাতে গেলেই হয় মুশকিল।

রাতবিরেতে হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারেন যে কেউ। আর ওই মুহূর্তে পাশে দাঁড়ানোর মতো কোনো বন্ধু আপনি খুঁজে না-ই পেতে পারেন। ঋণ নেওয়ার সুযোগ থাকলেও পরিবারের মাথাতেই চাপে সেই ঋণের বোঝা।

এ দেশের বেশির ভাগ মানুষের স্বাস্থ্যবিমাও করা থাকে না। তাই হঠাৎ অসুস্থতার আর্থিক ধাক্কাটা সামলাতে মুশকিলে পড়ে বহু পরিবার। এমন বিপদ এড়াতেই প্রয়োজন হেলথ বাজেট।

ঘটতে পারে যেকোনো কিছু

জীবন যখন ছন্দে চলে, তখন খারাপ ভাবনা ভাবতে না চাওয়াটাই স্বাভাবিক। সুস্থ মস্তিষ্কের কেই–বা নিজের আপনজনদের অসুস্থতা কল্পনা করেন! তবে না ভাবতেও হাজির হতে পারে যেকোনো বিপদ। ঘটতে পারে আকস্মিক দুর্ঘটনা।

পথেঘাটে তো বটেই, বাড়িতেও হতে পারে বিপদ। ডেঙ্গু জ্বরের মতো রোগে বিপর্যস্ত হতে পারে শিশু, অন্তঃসত্ত্বা নারী কিংবা পরিবারের অন্য কেউ। অন্তঃসত্ত্বা নারীকে নানা কারণেই যেকোনো সময় হাসপাতালে নিতে হতে পারে।

যেকোনো মারাত্মক পরিস্থিতিতে পরিবারের যে কাউকেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) কিংবা হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি করানোর প্রয়োজন হতে পারে। আর এসব ক্ষেত্রে হেলথ বাজেট হতে পারে বিপদের বন্ধু।

আরও পড়ুনখরচ কমিয়ে ৭ দিনই যেভাবে পুষ্টিকর খাবার খাবেন০৬ নভেম্বর ২০২৪খরচটা বহুমুখীপরিবারের কারও হঠাৎ অসুস্থতায় অনেক টাকা খরচ হয়ে যেতে পারে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব র র

এছাড়াও পড়ুন:

নেত্রকোণায় বাসচাপায় অটোরিকশাচালক নিহত

নেত্রকোণায় বাসচাপায় ইয়াসিন মিয়া (২১) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ঠাকুরাকোণায় এই দুর্ঘটনা ঘটে।

ইয়াসিন মিয়া ঠাকুরাকোণা গ্রামের ওয়ারেছ মিয়ার ছেলে। নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহ নেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

সিলেটে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, যুবক নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোণার কলমাকান্দা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা সাগরিকা নামের একটি যাত্রীবাহী বাস ঠাকুরাকোণা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশারচালক ইয়াসিন মারা যান।

ওসি বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’

ঢাকা/ইবাদ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ