মাইলস্টোন ট্র্যাজেডি: পাইলটের ভুলে বিমান বিধ্বস্ত
Published: 5th, November 2025 GMT
পাইলটের ভুলের কারণে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিধ্বস্ত হয়। বিমানের উড্ডয়নের সময় ত্রুটি ছিল। প্রশিক্ষণের জন্য পাইলট ফ্লাই করার পর পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়।
গত ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বুধবার তদন্ত কমিটির প্রধান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে.
প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ওই ঘটনায় পাইলটসহ অন্তত ৩৫ জন নিহত ও শতাধিক আহত হন। ঘটনা তদন্তে ২৭ জুলাই ৯ সদস্যের একটি কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। তিন মাস তদন্ত শেষে কমিটি এ রিপোর্ট দেয়।
প্রেস সচিব শফিকুল আলম জানান, তদন্ত কমিটি ১৫০ জনের সঙ্গে কথা বলেছে। এর মধ্যে বিশেষজ্ঞ ও ভুক্তভোগীরা আছেন। সবার সঙ্গে কথা বলে তারা ১৬৮টি তথ্য উদঘাটন করেছেন। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সে জন্য তদন্ত কমিটি ৩৩টি সুপারিশ করেছে। প্রধান সুপারিশ হলো, জননিরাপত্তার স্বার্থে এখন থেকে বিমানবাহিনীর সব প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালিত হবে।
শফিকুল আলম বলেন, ‘দুর্ঘটনার মূল করণ ছিল পাইলটের উড্ডয়নের ত্রুটি। ট্রেনিংয়ের সময় যখন তিনি ফ্লাই করছিলেন, পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়। এটা হচ্ছে কনক্লুশন।’
প্রতিবেদনের বরাত দিয়ে শফিকুল আলম আরও বলেন, ‘এই স্কুল রাজউকের বিল্ডিং কোডের অনুমোদনে হয়নি। বিল্ডিংয়ে ন্যূনতম তিনটি সিঁড়ি থাকার কথা ছিল, সেখানে মাইলস্টোনের বিধ্বস্ত বিল্ডিংয়ে ছিল একটি সিঁড়ি, মাঝ বরাবর। বিশেষজ্ঞ কমিটি বলছে, তিনটি সিঁড়ি থাকলে হতাহতের সংখ্যা আরও কম হতো।’
এছাড়া অন্য সুপারিশের মধ্যে বরিশাল ও বগুড়ায় রানওয়ে সম্প্রসারণের কথা বলা হয়েছে। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেওয়ার সময় এ ব্যাপারে তিনি নির্দেশনাও দিয়েছেন। রাজউকের বিল্ডিং কোড যাতে নতুন সম্প্রসারিত এলাকায় পালিত হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
প্রেস সচিব বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবাহিনীর বিমানের স্বল্পতা আছে। এয়ারপোর্টের আশেপাশে যেন ‘ফোম টেন্ডার’ (বিশেষ ধরনের অগ্নিনির্বাপক গাড়ি যা দাহ্য তরল পদার্থে লাগা আগুন নেভাতে ব্যবহৃত হয় থাকে) সে বিষয়ে সুপারিশ করা হয়েছে। এটা করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে টেক অফ এবং ল্যান্ডিংয়ের জন্য বাড়ি বানানোর ক্ষেত্রে উচ্চতার একটা বিধিনিষেধ আছে। অন্যান্য দেশে দেখা গেছে, টেক অফ এবং ল্যান্ডিংয়ের পথে কিছু স্থাপনার ক্ষেত্রে বিধিনিষেধ আছে, যেমন হাসপাতাল, স্কুল, ওয়ারহাউজ, ক্ষুদ্র শিল্প স্থাপনের ক্ষেত্রে বিধিনিষেধ আছে, এই দিকে যাতে সিভিল এভিয়েশন নজর রাখে, সে বিষয়ে বলা হয়েছে।
তিনি জানান, প্রতিবেদনে বলা হয়েছে, দেশে অনেক জায়গায় বিমানবন্দর আছে, সেগুলো যাতে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: ম ইলস ট ন ট র য জ ড ম ইলস ট ন ব ধ বস ত প ইলট
এছাড়াও পড়ুন:
স্বপ্ন, সাহস আর নেতৃত্বের উৎসবে অনুপ্রাণিত হলো হাজারো মানুষ
দেশের তরুণদের অনুপ্রাণিত করতে আবারও অনুষ্ঠিত হলো পাবলিক স্পিকিং ইভেন্ট ‘সুখী প্রেজেন্টস রাইজ অ্যাবাভ অল ২০২৫ পাওয়ার্ড বাই এমটিবি।’ ৩১ অক্টোবর ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানটিতে একত্র হয়েছিলেন হাজারো শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও উদ্যোক্তা।
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য রুবানা হকের অনুপ্রেরণাদায়ী বক্তৃতা দিয়ে শুরু হয় আয়োজন। এরপর লিডারশিপ, লেগে থাকা ও লক্ষ্য তৈরি করা নিয়ে আলোচনা করেন ব্যাংকিং খাতের মোহাম্মদ মামদুদুর রশিদ, নাসের এজাজ ও নাসিমুল বাতেন।
আরও পড়ুন‘সেক্সিয়েস্ট ম্যান’ খেতাব পেলেন যে তারকা৮ ঘণ্টা আগে‘ব্যাংকিং লিজেন্ডারি ডুয়ো’ সেশনে কীভাবে নৈতিকতা ও দূরদর্শিতা দিয়ে সহজে নেতৃত্বের পথে এগিয়ে থাকা যায়, সে বিষয়ে সৈয়দ মাহবুবুর রহমান ও আলি রেজা ইফতেখার তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।
এদিন তরুণদের অনুপ্রাণিত করতে উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় দুই অভিনয়শিল্পী আরিফিন শুভ ও তাসনিয়া ফারিন। নিজের সংগ্রাম ও শেখার গল্প বলে বাকিদের অনুপ্রাণিত করেন শুভ। আর ফারিন বলেন, ‘তুমি যদি নিজের স্বপ্নে বিশ্বাস রাখো, তবে সবকিছুই সম্ভব।’
সারা দিন টেকনোলজি, স্টার্টআপ, ইনফ্লুয়েন্সার কালচার আর হোলিস্টিক ওয়েলনেস–বিষয়ক বিভিন্ন সেশনে অংশগ্রহণকারীরা পেয়েছেন ব্যবহারিক জ্ঞান ও নেটওয়ার্কিংয়ের সুযোগ। দিনভর এ আলোচনা অনুষ্ঠান শেষ হয় নেমেসিস ব্যান্ডের পরিবেশনার মাধ্যমে। অনুষ্ঠানের স্ট্র্যাটেজিক পার্টনার ছিল প্রথম আলো ডটকম।
আরও পড়ুনব্যাগ বিক্রি করেই কালিন্দীর মাসে আয় আট লাখ টাকা৯ ঘণ্টা আগে