কুয়েটে শিক্ষার্থীকে অস্ত্রাঘাত, অপর শিক্ষার্থী বহিষ্কার
Published: 28th, November 2025 GMT
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করার অভিযোগে অপর এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা উপলক্ষে স্ট্রিট পেইন্টিং ও স্টলের জায়গা নির্ধারনকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে।
আরো পড়ুন:
পাবনায় প্রাথমিক সহকারী শিক্ষকদের কর্মবিরতি, ক্ষুব্ধ অভিভাবকরা
পাবিপ্রবিতে ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ কর্মশালা
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্ট্রিট পেইন্টিং ও স্টলের স্থান নির্ধারণকে কেন্দ্র করে ২৪তম ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী কাজী সাদিক মাহমুদ এবং একই ব্যাচের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো.
আহত জহিরুল ইসলামকে সহপাঠীরা দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাকসুদ হেলালী বিশ্ববিদ্যালয়ের ডিন, ইনস্টিটিউট পরিচালক, হল প্রভোস্ট, ছাত্রকল্যাণ পরিচালক, বিভাগীয় প্রধান ও নিরাপত্তা কমিটির সদস্যদের নিয়ে জরুরি সমন্বয় সভা আহ্বান করেন। সন্ধ্যা ৬টায় কুয়েটের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে পুরকৌশল বিভাগের শিক্ষার্থী কাজী সাদিক মাহমুদকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আহত শিক্ষার্থীর সব চিকিৎসা খরচ, উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং ক্যাম্পাসে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।
কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কাজী সাদিক মাহমুদ কর্তৃক লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলামকে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। ঘটনাটির প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হলো। বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।
অপর এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে স্ট্রিট পেইন্টিং ও স্টল সংক্রান্ত সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আহত অভ য গ তদন ত
এছাড়াও পড়ুন:
রাঙামাটির কাপ্তাইয়ে বাসের ধাক্কায় যুবক নিহত
রাঙামাটিতে বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে কাপ্তাই জেটিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. ইলিয়াস (৪৫)। তিনি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিলছড়ি এলাকার মৃত নুর আহামদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ইলিয়াস কাপ্তাইয়ের জেটিঘাট এলাকার একটি বাস কাউন্টারে টিকিট বিক্রি করতেন। গতকাল রাতে তিনি সড়কে হাঁটছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাস তাঁকে ধাক্কা দেয়। ওই বাসের মালামাল রাখার বাক্স খোলা ছিল। এটিতেই আঘাতপ্রাপ্ত হন তিনি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুইহ্লা অং মারমা প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই ইলিয়াসের মৃত্যু হয়েছে।’
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, বাসের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।