দক্ষিণ সিরিয়ার একটি গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে শুক্রবার সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। 

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী দামেস্কের দক্ষিণে অবস্থিত বেইত জিন এলাকায় ইসরায়েলি অভিযান এক বছর আগে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে সবচেয়ে মারাত্মক ঘটনাগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, ভোর ৩টা ৪০ মিনিটে ইসরায়েলি বাহিনী বেইত জিনে গোলাবর্ষণ করে এবং ইসরায়েলি সেনারা গ্রামে প্রবেশ করে। বাসিন্দারা ইসরায়েলি বাহিনীর মুখোমুখি হয়।

সেনাবাহিনী এবং স্থানীয় একজন সিরিয়ান কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী দুইজনকে গ্রেপ্তার করেছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বেইত জিন শহরে ইসরায়েলের অনুপ্রবেশের ‘কঠোর ভাষায়’ নিন্দা জানিয়েছে এবং একে ‘সম্পূর্ণ যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, “এই গুরুতর আগ্রাসন এবং এর ফলে হতাহত ও ধ্বংসযজ্ঞের জন্য ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষকে সম্পূর্ণরূপে দায়ী করা হচ্ছে। এই অপরাধমূলক হামলার ধারাবাহিকতা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ এবং পরিস্থিতি অস্থিতিশীল করার ও বলপ্রয়োগের মাধ্যমে একটি আক্রমণাত্মক বাস্তবতা চাপিয়ে দেওয়ার একটি নিয়মতান্ত্রিক নীতির প্রেক্ষাপটে আসে।”
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য

এছাড়াও পড়ুন:

শিক্ষাবৃত্তি পেল প্রয়াত সাংবাদিকদের সন্তানরা

কর্মরত থাকাকালীন মৃত্যুবরণকারী সাংবাদিকদের সন্তানদের লেখাপড়ার জন্য শিক্ষাবৃত্তি দিয়েছে এনআরবিসি ব্যাংক-ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে ডিআরইউয়ের প্রয়াত ৩৩ জন সদস্যের সন্তানদের জনপ্রতি মাসিক ৩ হাজার টাকা হারে বার্ষিক ৩৬ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে। এই বৃত্তি প্রদানের জন্য এনআরবিসি ব্যাংক সর্বমোট ১১ লাখ ৮৮ হাজার টাকা অর্থ সহায়তা করবে।

আরো পড়ুন:

ডিআরইউ লেখক সম্মাননা পেলেন ২৯ সাংবাদিক

বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান: ফখরুল

বৃহস্পতিবার ডিআরইউ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃত্তির চেক হস্তান্তর করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

এ সময় এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, কমিউনিকেশন বিভাগের প্রধান মো. হারুন-অর-রশিদ, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, কল্যাণ সম্পাদক রফিক মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, “উন্নত জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। সব পর্যায়ের মানুষকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। মহান পেশা সাংবাদিকতায় নিযুক্ত ছিলেন তাদের সন্তানরা আজ বৃত্তিপ্রাপ্ত হচ্ছেন। ব্যাংকিং সেক্টর নানা চ্যালেঞ্জের মধ্যেও যে অঙ্গীকার নিয়ে এনআরবিসি ব্যাংক এই সামাজিক দায়িত্ব বহন করছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। সব প্রতিষ্ঠান এ ধরনের দায়িত্বশীলতার পরিচয় দিলে একজন শিশুও আর্থিক সংকটের কারণে শিক্ষা থেকে বঞ্চিত হবে না।”

এনআরবিসি ব্যাংকের ডিএমডি বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। তাদের লেখনীর মাধ্যমে অসঙ্গতিগুলো যেমন বেরিয়ে আসে তেমনি উন্নয়নের পথনকশাও পাওয়া যায়। আমরা এনআরবিসি ব্যাংক সমাজের একেবারে পিছিয়েপড়া মানুষদের এগিয়ে নিতে কাজ করছি। আমাদের বিস্তৃত প্রায় ৬০০ নেটওয়ার্কের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষকে অর্থায়ন করে তাদের আর্থিক উন্নয়নে কাজ করছি। পাশাপাশি সিএসআর তহবিলের আওতায় শিক্ষা ও চিকিৎসায় সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের কল্যাণে অর্থব্যয় করা হচ্ছে।”

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, “সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করেন। কিন্তু নানা কারণে তাদের আর্থিক নিরাপত্তা নেই। আমাদের ডিআরইউয়ের ৩৩ জন সদস্য অকালে মৃত্যুবরণ করায় তাদের পরিবার সংকটে পড়েছে। আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এনআরবিসি ব্যাংককে ধন্যবাদ অসহায় পরিবারদের সন্তানদের বৃত্তি প্রদানে এগিয়ে আসার জন্য।”

সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, “এনআরবিসি ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সাংবাদিকদের কল্যাণমূলক কাজে এগিয়ে আসার জন্য। ভবিষ্যতে এ ধরনের কাজে সহযোগিতা অব্যাহত রাখবে বলে আমরা প্রত্যাশা করি।”

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ