Prothomalo:
2025-11-28@13:56:16 GMT

বড় ঘোষণা দিলেন আমির খান

Published: 28th, November 2025 GMT

আজ শেষ হচ্ছে ভারতের ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শেষ দিনের ‘ফায়ারসাইড চ্যাট’ যেন পরিণত হয়েছিল এক অনন্য সিনেমা-মাস্টারক্লাসে। জনাকীর্ণ মিলনায়তনে সেই আলোচনায় উপস্থিত ছিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। চলচ্চিত্র সমালোচক ভরদ্বাজ রঙ্গনের সঞ্চালনায় আয়োজিত এ অধিবেশনের শিরোনাম ছিল—‘দ্য ন্যারেটিভ আর্কিটেক্ট অব সোশ্যাল ট্রান্সফরমেশন অ্যান্ড ইনক্লুসিভিটি’। অনুষ্ঠানে ক্যারিয়ার নিয়ে বড় ঘোষণা দিয়েছেন অভিনেতা।
আলোচনার শুরুতেই আমির ফিরে যান নিজের শৈশবে। দাদির মুখে শোনা গল্প আর রেডিওতে ‘হাওয়া মহল’-এর সেই জাদুকরি অভিজ্ঞতা—এসবই নাকি তাঁর গল্পপ্রেম এবং সৃজনশীল মানস গড়ে তুলেছে। তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই গল্পের প্রতি ভীষণ আকৃষ্ট ছিলাম। সেই ভালোবাসাই আমাকে একজন অভিনেতা হিসেবে প্রতিটি সিদ্ধান্ত নিতে পথ দেখিয়েছে।’

আলোচনায় উঠে আসে তাঁর কাজের মূল দর্শন—পরিকল্পনার চেয়ে অন্তর্দৃষ্টির ওপর বেশি ভরসা করেন তিনি। আমির বলেন, ‘আমি নিজেকে পুনরাবৃত্তি করতে পারি না। এক ধরনের সিনেমা করলে আমি পরেরবার নতুন কিছু খুঁজতে থাকি। আমি এমন গল্প চাই, যেগুলো নতুন, আলাদা এবং আমাকে সৃজনশীলভাবে রোমাঞ্চিত করে।’ তিনি আরও যোগ করেন, ‘ট্রেন্ড অনুসরণ করে আমি সিনেমা বেছে নিই না। গল্পের প্রতি আমার আবেগপ্রবণ উত্তেজনাই আমার একমাত্র গাইড।’

আমির খান। এএফপি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় বাসের ধাক্কায় দুজনের মৃত্যু

কুমিল্লার দাউদকান্দি উপজেলার হুগুলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইট ভাঙার ট্রাক্টরে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—কুমিল্লার চান্দিনা উপজেলার ককড়িকান্দি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে তোফাজ্জল হোসেন (৪৫) এবং একজন অজ্ঞাত ব্যক্তি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হুগুলিয়া মার্কাজ মসজিদ এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা ইট ভাঙার ট্রাক্টরকে পিছন দিক থেকে ধাক্কা দেয় স্টার লাইন পরিবহনের একটি বাস। ট্রাক্টরটি সড়কের পাশে উল্টে পড়ে। ঘটনাস্থলেই ট্রাক্টরে থাকা দুজনের মৃত্যু হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেছেন, “নিহত একজনের পরিচয় শনাক্ত করা গেছে। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। মরদেহ দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।”

ঢাকা/রুবেল/রফিক

সম্পর্কিত নিবন্ধ