গাজীপুরে দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’
Published: 15th, January 2025 GMT
দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের আয়োজনে গাজীপুরের চন্দ্রায় শুরু হয়েছে দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’।
এ সামিটের উদ্দেশ্য— স্টেকহোল্ডার ও পরিবেশকদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরো সুদৃঢ় করার পাশাপাশি বিক্রয় প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে বাজার পরিস্থিতি পর্যালোচনার মাধ্যমে সময়োপযোগী ব্যবসায়িক কলাকৌশল নির্ধারণ করা।
বুধবার (১৫ জানুয়ারি, ২০২৫) সকালে গাজীপুরের চন্দ্রায় মার্সেল হেডকোয়ার্টার্সে বেলুন উড়িয়ে ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম শামছুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
সামিট উপলক্ষে মার্সেল হেডকোয়ার্টার্সে তৈরি করা হয়েছে সুবিশাল সম্মেলন কক্ষ। নির্মাণ করা হয়েছে সুদৃশ্য মঞ্চ। বর্ণিল ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে পুরো হেডকোয়ার্টার্স।
সামিটে অংশ নিতে বুধবার সকালে দেশজুড়ে মার্সেলের সঙ্গে যুক্ত প্রায় ৬০০ ডিস্ট্রিবিউটরসহ বিভিন্ন পর্যায়ের বিক্রয় প্রতিনিধি এবং কর্মকর্তারা হেডকোয়ার্টার্স প্রাঙ্গণে সমবেত হয়েছেন। তাদের আগমনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে মার্সেল হেডকোয়ার্টার্স আঙিনায়।
সামিটে অন্যদের মধ্যে উপস্থিত আছেন—প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, মার্সেলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, মার্সেলের হেড অব বিজনেস মতিউর রহমান, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক উত্তর জোনের ইনচার্জ কুদরত-ই খুদা ও দক্ষিণ জোনের ইনচার্জ নূরুল ইসলাম রুবেল। অনুষ্ঠান সঞ্চালনা করছেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্রয়ের মধ্যে দিয়ে সমাপ্ত হবে দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’।
ঢাকা/একরাম/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বেসরকারি সংস্থায় ঢাকার বাইরে চাকরি, বেতন ৮০ হাজার
বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি খুলনা ও মৌলভীবাজারে সিনিয়র অফিসার পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: সিনিয়র অফিসার-কমিউনিটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি সলুশন আন্ডার নেচার বেজড অ্যাডাপ্টেশন টুওয়ার্ডস প্রসপারাস অ্যান্ড অ্যাডাপ্ট লাইভস অ্যান্ড লাইভলিহুডস ইন বাংলাদেশ (নবপল্লব)
পদসংখ্যা: ৩ (খুলনায় ১টি ও মৌলভীবাজারের কুলাউড়ায় ২টি)
যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অথবা ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রিনিউয়েবল এনার্জি সলুশনস সেক্টরসহ ভবন মেরামত বা নির্মাণকাজে পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে। শেল্টার বা ডিআরআর প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটারে দক্ষতাসহ এমএস অফিস, ইন্টারনেট ও অটোক্যাডের কাজ জানতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় যোগাযোগ ও রিপোর্ট রাইটিংয়ে দক্ষ হতে হবে।
কর্মস্থল: খুলনা রিজিওনাল অফিস ও কুলাউড়া, মৌলভীবাজার রিজিওনাল অফিস
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
বেতন-ভাতা: মাসিক বেতন ৮০,০০০ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, অর্জিত ছুটি ভাতা, জীবন ও স্বাস্থ্যবিমা এবং কর্মজীবী মায়ের জন্য সুযোগ-সুবিধা আছে।
আরও পড়ুনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ১৪২০৫ ফেব্রুয়ারি ২০২৫আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৫।
আরও পড়ুননেসকোতে চাকরি, মূল বেতন ১ লাখ ৫ হাজার০৫ ফেব্রুয়ারি ২০২৫