পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ধরাশায়ী হয়েছে ইংল্যান্ড। অভিষেক শর্মার ঝড়ো সেঞ্চুরিতে ভর করে ভারত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে। জবাবে ইংল্যান্ড ১০.৩ ওভারে মাত্র ৯৭ রানে অলআউট হয়। ১৫০ রানের বিশাল জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নেয় ভারত।

রান তাড়া করতে নেমে ফিল সল্টের ব্যাটে ২ ওভারেই ২৩ রান তুলে ফেলে ইংল্যান্ড। কিন্তু তখনও কোনো বল খেলার সুযোগ পাননি আরেক উদ্বোধনী ব্যাটসম্যান বেন ডাকেট। দুর্ভাগ্য তার। প্রথম বল মোকাবিলা করেই আউট হয়ে যান গোল্ডেন ডাক মেরে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। তাতে ১০.

৩ ওভারেই তারা হয়ে যায় অলআউট।

ফিল সল্ট একমাত্র ফিফটি করেন। ২৩ বলে ৭টি চার ও ৩ ছক্কায় ৫৫ করেন তিনি। তার বাইরে জ্যাকব বেথেল করেন কেবল ১০ রান। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোটা। তাতে ভারতের ছুড়ে দেওয়া ২৪৮ রানের টার্গেটও ছোঁয়া হয়নি তাদের।

আরো পড়ুন:

পাওয়ার প্লে’তে ৯৫ রান তুলে ভারতের রেকর্ড

ঢাকা ছাড়ছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটার ও কোচরা

বল হাতে ভারতের মোহাম্মদ শামি ২.৩ ওভারে ২৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী, শিভম দুবে ও অভিষেক শর্মা।

বিস্তারিত আসছে…

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

চাকসু নির্বাচন: ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে শাখা ইসলামী ছাত্রশিবির।

‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ ব্যানারে এ প্যানেলে সহ-সভাপতি (ভিপি) হিসেবে মনোনীত হয়েছেন ইতিহাসের বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ ইব্রাহিম হোসেন রনি।

আরো পড়ুন:

রাকসু নির্বাচন বর্জনের বিন্দুমাত্র ইচ্ছা নেই ছাত্রদলের ভিপি প্রার্থীর

চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা শিবিরের সাহিত্য সম্পাদক সাইদ বিন হাবিব এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ও শাহজালাল হল সভাপতি সাজ্জাদ হোসাইন মুন্না মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম।

প্যানেলের অন্যান্য পদে প্রার্থী হয়েছেন- খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক শাহপরান মারুফ, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক  হারেজুল ইসলাম (হারেস মাতাব্বর), সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন (জিহাদ আহনাফ), দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-দপ্তর জান্নাতুল আদন নুসরাত, সমাজসেবা ও পরিবেশ তাহসিনা রহমান, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আনজুম শোভন, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি-বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, ছাত্রী কল্যাণ-বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দিপা, সহ-ছাত্রী কল্যাণ-বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা।

প্যানেলে আরো আছেন, স্বাস্থ্য-বিষয়ক সম্পাদক আফনান হোসেন ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন-বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহান, যোগাযোগ ও আবাসন-বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া, সহ-যোগাযোগ ও আবাসন-বিষয়ক সম্পাদক ওবায়দুল সালমান, আইন ও মানবাধিকার-বিষয়ক সম্পাদক তাওহিদ রাব্বি, পাঠাগার ও ক্যাফেটেরিয়া-বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।

প্যানেলে নির্বাহী সদস্য প্রার্থী হিসেবে আছেন- জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি, আকাশ দাশ, সোহানুর রহমান সোহান ও আদনান শরীফ।

প্যানেল ঘোষণার পর শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, “আমরা চেষ্টা করেছি সব পর্ষদের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব রাখার। প্যানেলে আমাদের সংগঠনের বাইরে জুলাইযোদ্ধা, প্রতিবন্ধী ও নারী শিক্ষার্থী এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেছেন এমন ব্যক্তিদের রেখেছি। নির্বাচিত হলে আমাদের এ প্যানেল সব পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে।”

ঢাকা/মিজান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ