সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ কারাগারে
Published: 4th, February 2025 GMT
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিএনপির সাবেক সংসদ সদস্যের গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আব্দুল আজিজকে তাড়াশ আমলি আদালতে হাজির করে পুলিশ। আদালতের জিআরও শিউলী খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।
শিউলী খাতুন বলেন, “আসামির পক্ষের আইনজীবীরা তার (আব্দুল আজিজ) জামিনের আবেদন করেন। মামলার মূল নথিপ্রাপ্তি সাপেক্ষে পরবর্তী সময়ে জামিনের শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক মো.
আরো পড়ুন:
ফেনীতে যুবলীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্ররা
দিনাজপুরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে আব্দুল আজিজসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা করেন। এই মামলায় সোমবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর কলাবাগান থেকে সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। আজ আব্দুল আজিজকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
ঢাকা/অদিত্য/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ সদস য
এছাড়াও পড়ুন:
উন্মোচিত হলো দেশীয় রোগীদের ছবি দিয়ে বই ‘স্কিন ডিজিজ অ্যাটলাস’
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মেডিকেল ইভেন্ট ‘ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ অব কমন ডারমাটোলজিক ইমার্জেন্সিস’ গত শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০০ জন চর্মরোগ বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক এ জেড এম মাইদুল ইসলাম এবং অধ্যাপক সৈয়দ আতিকুল হক। উপস্থিত ছিলেন অধ্যাপক রোবেদ আমিন, অধ্যাপক এম এন হুদা, অধ্যাপক শহিদুল্লাহ সিকদার, অধ্যাপক কামরুল হাসান জায়গীরদার, অধ্যাপক শহিদুল্লাহ, অধ্যাপক মুজিবুর রহমান, অধ্যাপক নার্গিস আক্তার, অধ্যাপক মাসুদা খাতুন, অধ্যাপক শায়লা আহমেদসহ দেশের প্রখ্যাত অনেক চিকিৎসক।
অনুষ্ঠানে দেশের সাতজন বিশেষজ্ঞ চিকিৎসক সাতটি ভিন্ন ত্বকরোগ–সংক্রান্ত জরুরি বিষয়ের ব্যবস্থাপনা চিকিৎসা সম্পর্কে আলোচনা করেন। তবে দিনের সবচেয়ে আলোচিত অংশ ছিল কবির অ্যান্ড হাসিবস ডায়গনস্টিক অ্যাটলাস: কমন স্কিন ডিজিজেস অব বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন। বইটির লেখকেরা হলেন বাংলাদেশের খ্যাতনামা চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এম ইউ কবির চৌধুরী ও অধ্যাপক হাসিবুর রহমান।
বইটি বহু বছরের রোগীদের ছবি সংগ্রহ ও অভিজ্ঞতার সমন্বয়ে তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বিদেশি স্ট্যান্ডার্ড টেক্সট বুকগুলো বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার মানুষের স্কিন ডিজিজের বাস্তব চিত্র সঠিকভাবে প্রতিফলিত করতে পারে না। তাই এতে ব্যবহার করা হয়েছে দেশীয় রোগীদের বাস্তব ছবি।
লেখক অধ্যাপক এম ইউ কবির চৌধুরী বলেন, ‘বিদেশি অ্যাটলাসের ছবি সাদা চামড়ার রোগ দেখায়, যা বাংলাদেশের মানুষের জন্য প্রযোজ্য নয়। তাই আমাদের দেশীয় অ্যাটলাসের প্রয়োজন ছিল।’
অধ্যাপক হাসিবুর রহমান জানান, বইটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এর ছবি দেখে সহজেই শনাক্ত করা যায় এবং একই রোগের বৈচিত্র্যময় প্রকাশ হতে পারে যা এখানে সন্নিবেশ করা হয়েছে। এটি চিকিৎসক ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বইয়ের মোড়ক উন্মোচনের সময় জ্যেষ্ঠ চিকিৎসকেরা বইটি সম্পর্কে তাঁদের মতামত শেয়ার করেন। এ সময় চর্মরোগ বিশেষজ্ঞরা ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন অধ্যাপক এম এ মান্নান (এন্ডোক্রাইনোলজিস্ট), অধ্যাপক আখতার উন নাহার (মাইক্রোবায়োলজিস্ট), অধ্যাপক পারভিন শাহিদা আক্তার (অনকোলজিস্ট) ও অধ্যাপক নাজমা পারভীন আনসারী (প্যাথোলজিস্ট)।
অনুষ্ঠানটির আয়োজন করে অনলাইনভিত্তিক মেডিকেল প্লাটফর্ম ডারবাং ও বিডি ফিজিশিয়ানস। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ এহসানুজ্জামান খান।
সার্বিক সহযোগিতা করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এসকেএফের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন মহাব্যবস্থাপক (বিপণন) মাসুদ মহিউদ্দিন খসরু। তিনি বলেন, এসকেএফ সব সময় চেষ্টা করে সবচেয়ে গুণগত মানসম্পন্ন ওষুধ বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানগুলোয় এসকেএফ সব সময় চিকিৎসকদের পাশে থাকবে বলে জানান তিনি।