সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ কারাগারে
Published: 4th, February 2025 GMT
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিএনপির সাবেক সংসদ সদস্যের গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আব্দুল আজিজকে তাড়াশ আমলি আদালতে হাজির করে পুলিশ। আদালতের জিআরও শিউলী খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।
শিউলী খাতুন বলেন, “আসামির পক্ষের আইনজীবীরা তার (আব্দুল আজিজ) জামিনের আবেদন করেন। মামলার মূল নথিপ্রাপ্তি সাপেক্ষে পরবর্তী সময়ে জামিনের শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক মো.
আরো পড়ুন:
ফেনীতে যুবলীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্ররা
দিনাজপুরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে আব্দুল আজিজসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা করেন। এই মামলায় সোমবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর কলাবাগান থেকে সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। আজ আব্দুল আজিজকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
ঢাকা/অদিত্য/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ সদস য
এছাড়াও পড়ুন:
লালবাগ কেল্লার দুটি বৈশিষ্ট্য লিখ
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন
প্রশ্ন: ব্রিটিশদের ‘ভাগ করো শাসন করো’ নীতির ফলে কী হয়েছিল?
উত্তর: ব্রিটিশদের ‘ভাগ করো শাসন করো’ নীতির ফলে এ দেশের মানুষের মধ্যে ধর্ম, বর্ণ, জাতি ও অঞ্চলভেদে বিভেদ সৃষ্টি হয়।
প্রশ্ন: ‘ছিয়াত্তরের মন্বন্তর’ কী?
উত্তর: ব্রিটিশ শাসনামলে অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায়। এর ফলে বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এই ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা ১১৭৬ সালে (ইংরেজি ১৭৭০) হয়েছিল, ‘যা ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত।
প্রশ্ন: বাংলায় নবজাগরণ কাকে বলে?
উত্তর: ব্রিটিশ শাসন আমলে শিক্ষা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের ফলে উনিশ শতকে বাংলায় নবজাগরণ ঘটে। এ সময় সামাজিক সংস্কারসহ শিক্ষা, সাহিত্য ও জ্ঞান–বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে। এটিই বাংলায় নবজাগরণ।
আরও পড়ুনইংরেজির অগোছালো শব্দ গুছিয়ে নাও০৩ ডিসেম্বর ২০২৫প্রশ্ন: লালবাগ কেল্লার দুটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর: লালবাগ কেল্লার দুটি বৈশিষ্ট্য হলো:
১. দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি।
২. দুর্গের দক্ষিণে গোপন প্রবেশপথ এবং একটি তিন গম্বুজবিশিষ্ট মসজিদ রয়েছে।
প্রশ্ন: ‘সোমপুর মহাবিহার’ কী এবং এটি কোথায় অবস্থিত?
উত্তর: ‘সোমপুর মহাবিহার’ ২৪ মিটার উঁচু একটি গড়। এটি রাজশাহী বিভাগের নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত।
রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা
আরও পড়ুনশব্দের অর্থ একই—সমার্থক শব্দ০৩ ডিসেম্বর ২০২৫