পল্লবীতে যুবদল নেতা হত্যায় ‘ফোর স্টার’ গ্রুপের যুক্ততা দেখছে র্যাব
Published: 19th, November 2025 GMT
ঢাকার মিরপুর অঞ্চলের রাজনৈতিক কোন্দল, চাঁদাবাজি, মাদকসহ আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব থেকে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে র্যাব। পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া হত্যা মামলার এজাহারে নাম থাকা দুজনকে গ্রেপ্তারের পর র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
আজ বুধবার ঢাকার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-৪–এর অধিনায়ক লেফটেন্যান্ট মাহবুব আলম বলেন, গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্যসচিব হওয়ার কারণে এই অঞ্চলের রাজনীতিতে অনেক বেশি সক্রিয় ছিলেন। এ অঞ্চলে রাজনৈতিক মেরুকরণের পর কিবরিয়ার আগে যাঁদের সঙ্গে সখ্য ছিল, তাঁদের বিরুদ্ধে কাজ করছিলেন তিনি। এ কারণে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছেন তাঁরা।
শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান ওরফে মামুনের সঙ্গে গোলাম কিবরিয়ার (৪৭) সখ্য ছিল বলে জানিয়েছে র্যাব। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে মামুনের সম্পর্ক আছে কি না, সেটি তদন্ত করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানান র্যাব কর্মকর্তা মাহবুব আলম। তিনি জানান, গ্রেপ্তার দুজন হলেন মনির হোসেন ওরফে পাতা সোহেল (৩০) ও মো.
গত সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে মুখোশধারী তিন সন্ত্রাসী মিরপুর ১২ নম্বরের বি ব্লকে ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের একটি দোকানে ঢুকে খুব কাছ থেকে গুলি করে গোলাম কিবরিয়াকে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনার পর দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে এবং দ্রুত না চালানোয় চালক আরিফ হোসেনের (১৮) কোমরে গুলি করে তাঁকে আহত করে। এ সময় স্থানীয় বাসিন্দারা জনি ভূঁইয়া (২৫) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ বলেছে, কিবরিয়াকে হত্যা করতে জনি ভূঁইয়াসহ কয়েকজনকে ভাড়া করা হয়েছিল। হত্যায় সরাসরি অংশ নেওয়া অপর দুজনকেও শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গোলাম কিবরিয়াকে এলোপাতাড়ি গুলি করে দুর্বৃত্তরাউৎস: Prothomalo
কীওয়ার্ড: গ ল ম ক বর য় ক বর য় ক য বদল
এছাড়াও পড়ুন:
নেতানিয়াহু নিউইয়র্কে এলেই গ্রেপ্তার হবে: মামদানি
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছেন। গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আইসিসি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মামদানি বলেন, নিউইয়র্ক আন্তর্জাতিক আইনের শহর এবং এখানে আইসিসির পরোয়ানা বহাল থাকবে। এর আগে, মেয়র নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি আইনি অনুমতি থাকলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের কথা বলেছিলেন।