টাঙ্গাইলের সখীপুরে প্রতিবন্ধী মেয়ে সাজেদা আক্তারকে (২৬) শ্বাসরোধে হত্যার পর মা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার এলাকায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নেত্রকোণায় চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

পিঁড়ির আঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী আটক

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের কৃষক শামছুল আলমের স্ত্রী শাহনাজ বেগম (৫৮) দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। একইসঙ্গে প্রতিবন্ধী ও অসুস্থ মেয়ে সাজেদাকে নিয়েও তিনি চরম মানসিক ও শারীরিক চাপে ছিলেন। এর জেরে, মঙ্গলবার রাতে তিনি প্রথমে মেয়েকে শ্বাসরোধে হত্যা করেন এবং পরে রান্নাঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সখীপুর থানার ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘‘বুধবার দুপুরে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, মা ও প্রতিবন্ধী মেয়ে দুইজনই অসুস্থ ছিলেন। শারীরিক ও মানসিক চাপে মেয়েকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/কাওছার/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য

এছাড়াও পড়ুন:

৮ দলের নতুন কর্মসূচি, বিভাগীয় শহরে সমাবেশ

নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবিতে ৭ দিনের নতুন কর্মসূচি দিয়েছে জামায়াতসহ ইসলামি ৮ দল। আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সাত বিভাগে সমাবেশ করবে দলগুলো।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ।

আরো পড়ুন:

যশোরে জামায়াতে ইসলামীর হিন্দু সম্মেলন অনুষ্ঠিত

শিমুল বিশ্বাসেই আস্থা বিএনপির, জামায়াতে ‘বিভাজন’

এ সময় তিনি বলেন, “নির্বাচন সুষ্ঠু, সুন্দর, অংশগ্রহণমূলক করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিকল্প নেই।”

গণভোটে হ্যাঁ বিজয়ী করতে আট দল প্রচারণা চালাবে উল্লেখ করে তিনি বলেন, “আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা ব্যাতিত সব বিভাগে সমাবেশ করা হবে।”

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “বিগত সময়ে যে পরিমাণ অপরাধ সংঘটিত হয়েছে তাতে এক-দুজনের ফাঁসির রায় খুব অল্প বিচার।”

আট দলের জোটের পরিধি বিস্তৃত করার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “আট দলের মধ্যে সমঝোতার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়া হবে। অন্য দলের জন্যও দরজা উন্মুক্ত রয়েছে।”

একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন করার সক্ষমতা সরকারের রয়েছে কি না তা নিয়েও সন্দিহান বলে মন্তব্য করেছেন জামায়াতের এই নেতা।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ