ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর দুই দেশের সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৩০ জন কিশোর-কিশোরী।

বুধবার (১৯ নভেম্বর ) সন্ধ্যার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

আরো পড়ুন:

দিল্লিতে খলিলুর রহমান-অজিত দোভালের দ্বিপক্ষীয় বৈঠক 

প্রতারণার অভিযোগে যশের মায়ের মামলা

মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস বলেন, ‘‘ফেরত আসারা অবৈধভাবে ভারতে প্রবেশের পর কলকাতার একাধিক থানা পুলিশের হাতে আটক হয় এবং পরে কলকাতার সেন্ট্রাল কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করে। পরে দুই দেশ সরকারের অনুমোদনে ট্রাভেল পারমিট পেয়ে আজ তারা দেশে ফিরে এসেছে।’’

তিনি আরো বলেন, ‘‘ফেরত আসাদের তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে এবং কেউ আইনি সহযোগিতা চাইলে করা হবে।’’ 

সাংবাদিক ও এনজিও কর্মী শামসুল হুদা জানান, ১১ জন শিশু, ১৯ জন কিশোর-কিশোরী দেশে ফিরে এসেছে। তারা বিভিন্ন সময়ে ভারতে যাওয়ার পর দেশটির পুলিশ আটক করে। তাদের বাড়ি খুলনাসহ বিভিন্ন এলাকায়।

আলাউদ্দিন হোসেন, রমজান শেখ, ইউসুফ শেখ, রাজু শেখ, রমজান গাজী, মলয় মন্ডল, সুদীপ্ত মন্ডল, নিজাম উদ্দিন, ইয়াছিন, সোহেল সর্দার আরমান মোল্লা তামিম গাইন, রিফাত হোসেন, আব্দুল্লাহ শেখ, কারিমুল খান, সিয়াম মল্লিক, স্বপ্না মন্ডল, শাহীন রেজা, অহনা শেখ, রুবি সর্দার, মিম খাতুন, শারমিন আলী, টুম্পা পারভিন, সাবা খান, রাবেয়া খাতুন, ঝর্না খাতুন, রুনা খাতুন, শামসুন্নাহার ও রাজিব ইসলামকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাখাওয়াত হোসেন বলেন, ‘‘আইনানুগ প্রক্রিয়ার পর তাদের বেনাপোল পোর্ট থানার পুলিশে হস্তান্তর করা হয়েছে। থানা থেকে তাদের তিনটি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হবে।’’ 
 

ঢাকা/রিটন/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

তাসকিনের ২ উইকেট, সাইফদের হার

৬ বলে দরকার ৮ রান, স্ট্রাইকে সাইফ হাসান। ততক্ষণে ৯ বলে ১৪ রান হয়ে গেছে তাঁর। ম্যাচ জেতানোর ভালো সুযোগ সামনে। কিন্তু শাহনওয়াজ দাহানির প্রথম বলে নিতে পারলেন সিঙ্গেল, তৃতীয় বলে স্ট্রাইকে ফিরে তুলে দিলেন ক্যাচ।

সাইফ পারলেন না, এরপর পারলেন না টাইমাল মিলস আর স্যাম বিলিংসরাও। শেষ ওভারে ৩ রান খরচে ২ উইকেট নিয়ে নায়ক হয়ে গেলেন দাহানি। আবুধাবি টি–টেন লিগে অ্যাসপিন স্ট্যালিয়নসের বিপক্ষে দাহানির দল নর্দার্ন ওয়ারিয়র্স জিতে যায় ৪ রানে।

দাহানি যদি নায়ক হন, তাহলে পার্শ্বনায়ক তাসকিন আহমেদ। শেষের আগের ওভারে স্ট্যালিয়নসের সর্বোচ্চ রান সংগ্রাহক আভিষ্কা ফার্নান্দোকে ফিরিয়েছেন বাংলাদেশি এ পেসারই। উইকেটও নিয়েছেন দাহানির মতো ২টি।

শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নর্দার্ন ওয়ারিয়র্স ১০ ওভারে করে ১ উইকেটে ১১৪। জনসন চার্লস ৩৪ বলে ৫৫ এবং কলিন মুনরো ২১ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের সাইফ ১ ওভার অফ স্পিন করে দেন ১৭ রান।

আরও পড়ুন৯৯-এ অপরাজিত মুশফিকের অপেক্ষা কাল সকালের, শততম টেস্টে নাটকীয় প্রথম দিন২ ঘণ্টা আগে

তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে আন্দ্রে ফ্লেচারকে হারায় স্ট্যালিয়নস। সাবেক ওয়েস্ট ইন্ডিজ ব্যটসম্যান বোল্ড হন তাসকিনের বলে। তাসকিনের ওভারটি থেকে মাত্র ৯ রান হলেও প্রথম ৫ ওভার শেষে স্ট্যালিয়নসের স্কোরবোর্ডে জমা হয় ২ উইকেটে ৬৫ রান। ষষ্ঠ ওভারের প্রথম বলে স্ট্যালিয়নসের লুইস ডি প্লয় আউট হলে মাঠে নামেন সাইফ।

আভিষ্কা ফার্নান্দোর সঙ্গে তাঁর ১৮ বলের জুটিতে দল পায় ৩০ রান। আভিষ্কা ২০ বলে ৩৩ রান করে তাসকিনের বলে শিমরন হেটমায়ারের হাতে ক্যাচ দিয়ে আউট হন। এই ওভারে তাসকিনের বিপক্ষে ১ বল খেলে ১ রান নেন সাইফ। তাসকিন তাঁর ২ ওভারের স্পেল শেষ করেন ২১ রানে ২ উইকেট নিয়ে।

এর পরের ওভারেই দাহানি সাইফদের ফিরিয়ে ম্যাচ জেতান ওয়ারিয়র্সকে।

আরও পড়ুনআয়ারল্যান্ড কি ইচ্ছা করেই আজ মুশফিককে সেঞ্চুরি করতে দেয়নি১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ