নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি গিয়াস উদ্দিনকে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দাবিতে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। 

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ফতুল্লার ধর্মগঞ্জ থেকে মিছিলটি বের করে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পঞ্চবটি এসে শেষ করে। 

এদিকে বিক্ষোভ মিছিলকে সফল করতে এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ধর্মগঞ্জে এসে জড়ো হয়। তারা গিয়াস উদ্দিনকে এমপি হিসাবে দেখতে চায় সহ নানা ধরনের স্লোগান দিয়ে মুখরিত করে তোলে। 

বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠানে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সভাপতিত্বে ফতুল্লা থানা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক এড: আকতার খন্দকার, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল ইসলাম রতন, ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সৈরাচার হাসিনার শাসন  আমলে আমরা যারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি। হামলা মামলার শিকার হয়েও হাসিনার পতনের আন্দোলন থেকে পিছু হটি নাই। জেল জুলুম নির্যাতন সহ্য করে রাজপথে ছিলাম।

আমরা সাবেক এমপি গিয়াস উদ্দিনের নেতৃত্বে বিএনপির আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম। এবং তিনি একমাত্র নেতা যিনি তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়ন করেছেন। দলের নেতাকর্মীদের সব সময় খোজ খবর রেখেছেন এবং সকল সহযোগিতা সহ বিপদে সাহস যুগিয়েছিলেন।

নারায়ণগঞ্জ-৪ আসনে ধানের শীষকে বাচিয়ে রাখতে হলে বিএনপি থেকে প্রার্থী ঘোষণা করতে হবে। তাই তারেক রহমান সাহেবের কাছে আমাদের একটাই দাবি তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের  মূল্যায়ন করুন এবং তাদের প্রত্যাশা পূরণ করুন। 

বক্তারা আরো বলেন, কোন অসাংগঠনিক ব্যক্তিকে ধানের শীষের দায়িত্ব না দিয়ে সাংগঠনিক ব্যক্তির হাতে দায়িত্ব নিতে হবে। আর নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি হিসাবে যোগ্য এবং সাংগঠনিক ব্যক্তি হলো গিয়াস উদ্দিন সাহেব।

তাকে মনোনয়ন দিয়ে তারেক রহমান সাহেব যেন তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ করেন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র ন ত কর ম দ র গ য় স উদ দ ন ন র য়ণগঞ জ ব এনপ র স ন ব এনপ র গঠন ক রহম ন

এছাড়াও পড়ুন:

কারাবন্দি আইভী আরও ৫ মামলায় গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত চারটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের পৃথক দুʼটি আমলী আদালতে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

তিনি বলেন, ফতুল্লা থানার চারটি হত্যা মামলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম সেলিনা খাতুন এবং সদর থানার সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার মামলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাইমানাহ আক্তার মনির আদালতে শুনানি হয়।

শুনানির সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত হন অভিযুক্ত সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মামলাগুলোর শুনানি হবার কথা থাকলোও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের লকডাউন” কর্মসূচির কারণে তা পেছানো হয়।

গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে গত ৬ মাস ধরে আইভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি। পরে আরও চারটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট” দেখায় পুলিশ।

গত ৯ নভেম্বর হাই কোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে পাঁচটি মামলায় জামিন দেন।

ওইদিনই নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের উপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে একটি মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করে।

পরদিন ফতুল্লা মডেল থানা পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আরও চারটি মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করে। তবে, এ পাঁচ মামলার একটিতেও আইভী এজাহারনামীয় আসামি নন।

এদিকে, পাঁচ মামলায় আইভীকে জামিন দিয়ে হাই কোর্টের আদেশ গত বুধবার স্থগিত করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত।

মঙ্গলবার আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আওলাদ হোসেন। তিনি বলেন, এ মামলাগুলোতে আইভী আসামি নন, কোথাও তার নাম নেই। গ্রেপ্তার কোনো আসামিও ঘটনাগুলোর সঙ্গে তার জড়িত থাকার কোনো স্বীকারোক্তিও দেয়নি।

আইভী হাইকোর্টে পাঁচটি মামলায় জামিন পেয়েছিলেন, কেবলমাত্র তার কারামুক্তি বিলম্বিত করতেই পুলিশ তড়িঘড়ি করে নতুন ৫টি মামলায় শ্যোন অ্যারেস্টের আবেদন করে।”এ ব্যাপারে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান।

 

সম্পর্কিত নিবন্ধ

  • না’গঞ্জে বালক (অনূর্ধ্ব -১৫) ডেভেলপমেন্ট ফুটবল প্রতিযোগিতার বাছাই ও প্রশিক্ষণ
  • মান্নানকে বাদ দিতে তারেকের কাছে চিঠি
  • ১১ ও ১২ নং ওয়ার্ডে মহানগর বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
  • ১১ ও ১২ নং ওয়ার্ডে ৩১ দফার লিফলেট বিতরণে মহানগর বিএনপি
  • নাসিক ৬নং ওয়ার্ডে মান্নানের গণসংযোগ ও লিফলেট বিতরণ 
  • ফতুল্লায় ৩ কোটি টাকার কারেন্ট জাল জব্দ, জরিমানা : আটক ২  
  • সোনারগাঁয়ে প্রতিবন্ধী শিশুদের মূলধারায় অর্ন্তভূক্তিতে উপবৃত্তি
  • মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যুবদল নেতাদের বিরুদ্ধাচারণ : কারণ দর্শানোর নোটিশ
  • কারাবন্দি আইভী আরও ৫ মামলায় গ্রেপ্তার