বিতর্কিত সংসদ নির্বাচনে ‘অতি উৎসাহী’ কর্মকর্তাদের বিরুদ্ধে এ মাসে ব্যবস্থা নেওয়া হচ্ছে
Published: 6th, February 2025 GMT
ছবি: প্রথম আলো
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিখোঁজের ৩ দিন পর কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের তিনদিন পর আল-আমিন (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৭ ডিসেম্বর) উপজেলার ছাতিয়াইন এলাকার গোয়াইল্লা দিঘির পাড়ের বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আল-আমিন ছাতিয়াইন গ্রামের মাসুক মিয়ার ছেলে।
আরো পড়ুন:
পরিচয় শনাক্তে তোলা হচ্ছে ১১৪ জুলাই শহীদের লাশ
কালীগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার মোবাইল কেনা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আল-আমিনের মনোমালিন্য হয়। এরপর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সে। তিনদিন ধরে আল-আমিনের খোঁজ না থাকায় পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠায় ছিলেন।
রবিবার সকালে স্থানীয়রা বাঁশঝাড়ে তার ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মাধবপুর থানার আওতাধীন ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নান্নু মিয়া বলেন, ‘‘প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। তদন্ত চলছে।’’
ঢাকা/মামুন/রাজীব