ছবি: প্রথম আলো

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রংপুরের ইসলামী আট দলের সমাবেশ থেকে ফেরার পথে প্রাণ গেল ২ জনের

সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত সমমনা ইসলামী আট দলের রংপুর বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধায় রংপুর থেকে ফেরার পথে ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ থানাধীন মাদারহাটের এলাকায় চাকা ফেটে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।

আরো পড়ুন:

নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় সাংবাদিকের ভাইয়ের মৃত্যু

নাটোরে ট্রাকের ধাক্কায় সেনা সদস্য নিহত

নিহতরা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়ী থানা শাখার কর্মী উমর ফারুক মৌলভী (৪০) ও নীলফামারীর ডোমার উপজেলার মো. জোবেদ আলী।

উমর ফারুক মৌলভী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর দক্ষিণপাড়া গ্রামের হাজী মোহাম্মদ বাবুর ছেলে। এ দুর্ঘটনায় আহত ৮-৯ জনকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অপর দুর্ঘটনাটি রংপুর-নীলফামারী মহাসড়কে ঘটে। এতে মো. জোবেদ আলী নামে আরেকজনের মৃত্যু হয়। তিনি নীলফামারীর ডোমার উপজেলার সবুজপাড়া গ্রামের নছিয়া আলীর ছেলে।

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি মৃত উমর ফারুক ও জোবেদ আলীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

ঢাকা/আমিরুল/রাসেল 

সম্পর্কিত নিবন্ধ