নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ অঞ্চলে বসবাসরত এমবিবিএস ও বিডিএস চিকিৎসকদের সংগঠন "সিদ্ধিরগঞ্জ ডক্টর'স ইউনিটি" এর ইফতার মাহফিল ও সংক্ষিপ্ত সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৫ টায় হীরাঝিল আবাসিক এলাকার স্কাইফ্লাই হোটেল এন্ড রেস্টুরেন্টে এ ইফতার অনুষ্ঠিত হয়। 

সেমিনারে রমজান মাসে রোগীদের পেটের বিভিন্ন সমস্যা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন ডা.

আল ওয়াজেদুর রহমান। পরবর্তীতে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ডা.মো. শফিকুল ইসলাম ভূঁইয়া সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। সবশেষ উক্ত সংগঠনের সকল চিকিৎসক, তাদের পরিবার, দেশবাসী এবং মুসলিম উম্মাহর জন্য দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফাতেমাতুজ জোহরা (রা:) মাদ্রাসা ও এতিমখানার কয়েকজন হাফেজ ও এতিম ছাত্ররা অংশগ্রহণ করেন।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

টি-টোয়েন্টির পর প্রথম শ্রেণির ক্রিকেটেও চ‌্যাম্পিয়ন রংপুর

নিজেরদের কাজটা রংপুর বিভাগ আগের দিনই করে রেখেছিল। ইকবাল হোসেনের সেঞ্চুরিতে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খুলনা বিভাগকে তিন দিনেই তারা হারিয়ে দেয় ৭ উইকেটে।

লিগের শেষ রাউন্ডের জয় পাওয়ায় জাতীয় ক্রিকেট লিগে চ‌্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে তারাই এগিয়ে ছিল। অপেক্ষা ছিল কেবল সিলেট বিভাগ ও বরিশাল বিভাগের ম‌্যাচের ফলাফলের। সিলেট ম‌্যাচ জিতে গেলে রংপুর ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হবে। আর সিলেট যদি ম‌্যাচ ড্র করে তাহলে রংপুর ৩১ পয়েন্ট নিয়ে চ‌্যাম্পিয়ন। ২৮ পয়েন্ট নিয়ে সিলেট দ্বিতীয়।

আরো পড়ুন:

জাতীয় ক্রিকেট লিগ: শেষ রাউন্ডে শিরোপার ফয়সালা

সেঞ্চুরির অপেক্ষায় মুশফিকুর, তিন দিনেই জয় রাজশাহীর

রংপুরের চোখ ছিল রাজশাহী স্টেডিয়ামে। তীব্র লড়াইয়ের পর সিলেট ও বরিশালের ম‌্যাচ শেষ পর্যন্ত ড্র হয়েছে। সিলেটের ড্রয়ে নিশ্চিত হয়ে যায় রংপুরের শিরোপা। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির পর বড় দৈর্ঘর প্রতিযোগিতার শিরোপাও রংপুর ঘরে তুলল।

দুই প্রতিযোগিতাতেই আকবর আলী দলকে নেতৃত্ব দিয়েছেন। তার হাতেই উঠল জোড়া শিরোপা।

লিগে ৭ ম‌্যাচে ৩১ পয়েন্ট রংপুরের। ৩টিতে তারা জিতেছে। ড্র করেছে ৩টি। হেরেছে ১ ম‌্যাচ। ৭ ম‌্যাচে কোনোটিতে হারেনি সিলেট। জিতেছে ২টি। ড্র করেছে ৫টি। তাদের পয়েন্ট ২৮। প্রথমবারের মতো খেলতে নামা ময়মনসিংহ বিভাগ ২৪ পয়েন্ট নিয়ে হয়েছে তৃতীয়।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ