নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ অঞ্চলে বসবাসরত এমবিবিএস ও বিডিএস চিকিৎসকদের সংগঠন "সিদ্ধিরগঞ্জ ডক্টর'স ইউনিটি" এর ইফতার মাহফিল ও সংক্ষিপ্ত সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৫ টায় হীরাঝিল আবাসিক এলাকার স্কাইফ্লাই হোটেল এন্ড রেস্টুরেন্টে এ ইফতার অনুষ্ঠিত হয়। 

সেমিনারে রমজান মাসে রোগীদের পেটের বিভিন্ন সমস্যা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন ডা.

আল ওয়াজেদুর রহমান। পরবর্তীতে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ডা.মো. শফিকুল ইসলাম ভূঁইয়া সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। সবশেষ উক্ত সংগঠনের সকল চিকিৎসক, তাদের পরিবার, দেশবাসী এবং মুসলিম উম্মাহর জন্য দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফাতেমাতুজ জোহরা (রা:) মাদ্রাসা ও এতিমখানার কয়েকজন হাফেজ ও এতিম ছাত্ররা অংশগ্রহণ করেন।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

ফ্রান্সের ওপর চটেছেন ট্রাম্প

এবার ফ্রান্সের ওপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মার্কিন সম্প্রচারক ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে তিনি ফ্রান্সের ওপর ক্ষোভ ঝেড়েছেন। ট্রাম্প সাফ বলেছেন, “ফরাসিদের সাথে আমাদের অনেক সমস্যা রয়েছে।”

ফক্স নিউজের উপস্থাপিকা লরা ইনগ্রাহাম মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে চীনা শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করে বলেন, “তারা ফরাসি নয়, তারা চীনা। তারা আমাদের উপর গুপ্তচরবৃত্তি করে। তারা আমাদের বৌদ্ধিক সম্পত্তি চুরি করে।”

কিন্তু ট্রাম্প তার কথার মাঝে বলে ওঠেন, “আপনি কি মনে করেন ফরাসিরা আসলেই ভালো? আমি আপনাকে বলব, আমি নিশ্চিত নই।”

বেইজিংয়ের সাথে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়া ট্রাম্পের সাথে তার ফরাসি প্রতিপক্ষ ইমানুয়েল ম্যাক্রোঁর টক-মিষ্টি সম্পর্ক রয়েছে। সেপ্টেম্বরে ম্যাক্রোঁ যখন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন তখননকি মার্কিন নেতাকে সরাসরি ফোন করে জানান, ট্রাম্পের গাড়িবহরের কারণ পুলিশ তাকে রাস্তায় আটকে রেখেছে। অবশ্য শেষ পর্যন্ত মার্কিন পুলিশ ম্যাক্রোঁর জন্য রাস্তা ছেড়ে দেয়নি। ট্রাম্প ম্যাক্রোঁর ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি এবং জলবায়ু নীতির বিরোধিতা করেছেন।

ফক্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, “ফরাসিদের সাথে আমাদের অনেক সমস্যা হয়েছে যেখানে আমাদের প্রযুক্তির উপর অন্যায্যভাবে কর আরোপ করা হয়।”

ট্রাম্প এর আগে জানিয়েছেন, তিনি ‘বৈষম্যমূলক’ ডিজিটাল কর চালুকারী দেশগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপ করবেন।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ