নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ অঞ্চলে বসবাসরত এমবিবিএস ও বিডিএস চিকিৎসকদের সংগঠন "সিদ্ধিরগঞ্জ ডক্টর'স ইউনিটি" এর ইফতার মাহফিল ও সংক্ষিপ্ত সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৫ টায় হীরাঝিল আবাসিক এলাকার স্কাইফ্লাই হোটেল এন্ড রেস্টুরেন্টে এ ইফতার অনুষ্ঠিত হয়। 

সেমিনারে রমজান মাসে রোগীদের পেটের বিভিন্ন সমস্যা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন ডা.

আল ওয়াজেদুর রহমান। পরবর্তীতে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ডা.মো. শফিকুল ইসলাম ভূঁইয়া সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। সবশেষ উক্ত সংগঠনের সকল চিকিৎসক, তাদের পরিবার, দেশবাসী এবং মুসলিম উম্মাহর জন্য দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফাতেমাতুজ জোহরা (রা:) মাদ্রাসা ও এতিমখানার কয়েকজন হাফেজ ও এতিম ছাত্ররা অংশগ্রহণ করেন।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য অনেক কিছুরই শেষ সুযোগ আজ

অনুশীলন তখন প্রায় শেষ দিকে। নেট বোলারদের সবাই ব্যস্ত ড্রেসিংরুমের আশপাশের নেটে ব্যাটসম্যানদের বোলিং করায়। এর মধ্যেই শামীম হোসেনকে নিয়ে উল্টো দিকের নেটে এলেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। সেখানে আর কোনো ব্যাটসম্যান নেই, বোলারও আশরাফুল একাই।

দীর্ঘ সেই অনুশীলনের ফাঁকে শামীম কাভারের দিকে ড্রাইভ খেলতেই আশরাফুল বলে উঠলেন, ‘এটা উড়িয়ে মারতে গেলেই কিন্তু ক্যাচ হয়ে যেত।’ শামীমের শটের প্রশংসাও করলেন তিনি। আশরাফুল শামীমের কাছে জানতে চাইলেন আর কোনো শট ঝালিয়ে নেওয়ার ইচ্ছে আছে কি না তাঁর।

আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আজ শেষ টি–টোয়েন্টি ম্যাচের আগে শামীমকে নিয়ে ব্যাটিং কোচের মতো বাড়তি মনোযোগ সবারই। প্রথম দুই ম্যাচের দলে না থেকেও আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন শামীম। শামীমকে আলোচনায় নিয়ে এসেছিলেন আসলে অধিনায়ক লিটন দাসই।

প্রথম দুই টি–টোয়েন্টির দলে শামীমকে না রাখায় প্রধান নির্বাচকের প্রতি ক্ষোভ জানিয়েছিলেন সংবাদ সম্মেলনে। অথচ শামীমকে বাদ দিয়ে যাঁকে নেওয়া হয়েছে, সেই মাহিদুল ইসলাম কিনা আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচের একাদশে সুযোগই পাননি! বিশ্বকাপের আগে তাঁকে পরখ করে দেখতে চাওয়া নির্বাচকদের ভাবনাটা কি তাহলে উপেক্ষিতই থেকে গেল টিম ম্যানেজমেন্টের কাছে?

কাল অনুশীলনের অবসরে শামীম হোসেন

সম্পর্কিত নিবন্ধ