প্রথমবার আইটেম গানে সায়রা, সঙ্গে পলাশ
Published: 27th, March 2025 GMT
ক্যারিয়ারে প্রথমবার কোনো আইটেম গানে নাচলেন মডেল ও অভিনেত্রী সায়রা আকতার জাহান। পবিত্র ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ফিকশন ‘খালিদ’-এ ‘কখনো আসো না’ গানে নাচতে দেখা যাবে তাঁকে।
ফিকশনটি নির্মাণ করেছেন নির্মাতা তানিম রহমান। ফিকশনটি ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
সায়রা আকতার জাহান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গণ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শিরোপা না এআইইউবির প্রথম
চার অঞ্চলে ২৫ দিনে ৪৪টি ম্যাচ শেষ। বাকি শুধু আর একটি ম্যাচ—ফাইনাল। সেই ফাইনাল হচ্ছে আজ। বেলা আড়াইটায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি গণ বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)।
এআইইউবির এটি টানা দ্বিতীয় ফাইনাল। সর্বশেষ আসরের ফাইনালে দলটি হেরেছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাছে। অন্যদিকে প্রথম আসরের চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয় এক বছর পর আবারও শিরোপা নির্ধারণী ম্যাচে ফিরেছে। আজ জিতলে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে গণ বিশ্ববিদ্যালয়ের এটি হবে দ্বিতীয় শিরোপা। আর এআইইউবি নামছে টুর্নামেন্টে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে।
সেই স্বপ্ন পূরণের জন্য অধীর অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন দলটির ম্যানেজার মো. জয়নাল আবেদীন, ‘এখন পর্যন্ত আমরা কোনো বিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারিনি। সেই আক্ষেপ ও ক্ষুধা আমাদের ভেতরে কাজ করছে। ভালো খেলে প্রথমবারের মতো ইস্পাহানি-প্রথম আলো টুর্নামেন্টে শিরোপা জিততে চাই।’ অন্যদিকে ২০১৯ সালে ফারাজ গোল্ডকাপসহ বিশ্ববিদ্যালয় ফুটবলে গণ বিশ্ববিদ্যালয় জিতেছে তিনটি শিরোপা, একবার হয়েছে রানার্সআপ। ট্রফি জয়ের অভিজ্ঞতায় এগিয়ে থাকা দলটির কোচ মো, হাবীব উদ্দীন আজও শিরোপায় রাখছেন চোখ, ‘আমরা ছন্দে আছি। ভালো খেলেই ফাইনালে এসেছি। আশা করি, চ্যাম্পিয়ন হতে পারব।’
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে প্রথম শিরোপা জয়ের হাতছানি