ক্যারিয়ারে প্রথমবার কোনো আইটেম গানে নাচলেন মডেল ও অভিনেত্রী সায়রা আকতার জাহান। পবিত্র ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ফিকশন ‘খালিদ’-এ ‘কখনো আসো না’ গানে নাচতে দেখা যাবে তাঁকে।

ফিকশনটি নির্মাণ করেছেন নির্মাতা তানিম রহমান। ফিকশনটি ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

সায়রা আকতার জাহান.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মালদ্বীপ থেকে ফিরে বড় ঘোষণা, চরকিতে প্রথমবার মিম

মালদ্বীপের নীল জলরাশি আর ছুটির আমেজ পেরিয়ে দেশে ফিরেই সুখবর দিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। কাজ থেকে কিছুদিন বিরতিতে থাকলেও নতুন কোনো গল্পের খোঁজ যে থেমে ছিল না, সেটাই এবার স্পষ্ট হলো। দেশে ফিরেই জানা গেল, প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকির’ একটি অরিজিনাল ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গ্ল্যামারের চেনা ছক ভেঙে ভিন্ন এক চরিত্রে মিমকে দেখার প্রস্তুতি শুরু হলো চরকিতে।
দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলোয় এখন নিয়মিতভাবেই যুক্ত হচ্ছেন বড় পর্দার তারকারা। সিরিজ ও অরিজিনাল ফিল্ম—দুই মাধ্যমেই পরিচিত মুখগুলোর উপস্থিতি বাড়ছে। সেই ধারাবাহিকতায় চরকির নতুন এই প্রজেক্টে যুক্ত হওয়াকে বিদ্যা সিনহা মিমের ক্যারিয়ারের একটি নতুন অধ্যায় হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। কারণ, এই ফিল্মে তাঁকে দেখা যাবে তাঁর পরিচিত গ্ল্যামার ইমেজের বাইরে, এক ভিন্ন ধরনের চরিত্রে।
১৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নাম চূড়ান্ত না হওয়া এই চরকি অরিজিনাল ফিল্মে চুক্তিবদ্ধ হন মিম। ছবিটি পরিচালনা করছেন নির্মাতা কাজী আসাদ। এর আগে তিনি চরকির জন্য নির্মাণ করেছিলেন আলোচিত সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’, যেখানে অভিনয় করেছিলেন মোশাররফ করিম।

নতুন সিনেমাটি প্রসঙ্গে কাজী আসাদ জানান, এটি একটি আবেগনির্ভর গল্প। চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তিনি আরও বলেন, ‘এটা ইমোশনাল একটা গল্প। বিদ্যা সিনহা মিম আমাদের ইন্ডাস্ট্রির একজন পরীক্ষিত, মেধাবী ও গ্ল্যামারাস অভিনেত্রী। আমরা তাঁকে সাধারণত গ্ল্যামার লুকেই দেখি। কিন্তু মজাটা হচ্ছে—এই গ্ল্যামারের বাইরেও তাঁকে ভেঙে একেবারে নতুন ধরনের চরিত্রে কীভাবে উপস্থাপন করা যায়। আমরা সেই চ্যালেঞ্জটাই নিয়েছি।’

১৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নাম চূড়ান্ত না হওয়া এই চরকি অরিজিনাল ফিল্মে চুক্তিবদ্ধ হন মিম। ছবিটি পরিচালনা করছেন নির্মাতা কাজী আসাদ

সম্পর্কিত নিবন্ধ

  • মালদ্বীপ থেকে ফিরে বড় ঘোষণা, চরকিতে প্রথমবার মিম