‘আমরা এখানে এসেছি কারণ আমরা সেটা প্রাপ্য’
Published: 7th, May 2025 GMT
আজ বুধবার (৭ মে) দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ফিরতি লেগে মুখোমুখি হচ্ছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) এবং ইংলিশ ক্লাব আর্সেনাল। প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকা পিএসজি খেলবে নিজেদের ঘরের মাঠে। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি, কৌশল ও খেলোয়াড়দের অবস্থা নিয়ে খোলামেলা কথা বলেছেন কোচ লুইস এনরিক।
দলের প্রস্তুতি ও কৌশল:
এনরিক বলেন, “আমরা এখানে এসেছি কারণ আমরা তা প্রাপ্য। প্রথম লেগে জয় আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। কিন্তু দ্বিতীয় লেগেও আমাদের জিততে হবে। আমাদের সমর্থকদের যে বিশ্বাস ও সমর্থন আমরা পেয়েছি, সেটার প্রতিদান দিতে হবে।”
দলের সামগ্রিক শক্তি:
তিনি দলের সমন্বিত পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, “আমি মনে করি না দলের কোনো একটি অংশ অন্যদের চেয়ে শ্রেষ্ঠ। আমাদের শক্তি আমাদের সমন্বিত খেলা এবং প্রতিটি খেলোয়াড়ের অবদান।”
আরো পড়ুন:
‘আমরা এসেছি ইতিহাস গড়তে’ –আত্মবিশ্বাসে বলীয়ান আর্তেতা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন শমিত
ওসমানে ডেম্বেলের অবস্থা:
প্রথম লেগে গোলদাতা ওসমান ডেম্বেলে হ্যামস্ট্রিং ইনজুরির পর সুস্থ হয়ে দলে ফিরেছেন। এনরিক নিশ্চিত করেছেন, “তিনি গত দুই দিন ধরে আমাদের সঙ্গে অনুশীলন করেছেন এবং আগামীকাল (আজ) খেলার জন্য প্রস্তুত।”
আর্সেনাল ও মিকেল আর্তেতা সম্পর্কে মন্তব্য:
এনরিক তার সাবেক সতীর্থ ও আর্সেনালের কোচ মিকেল আর্তেতার প্রশংসা করে বলেন, “তিনি একজন দুর্দান্ত খেলোয়াড় ছিলেন এবং এখন একজন চমৎকার কোচ। ম্যাচটি কঠিন হবে, যেমনটি প্রথম লেগেও ছিল।”
দলের মানসিকতা ও সমর্থকদের ভূমিকা:
তিনি দলের মানসিকতা নিয়ে বলেন, “আমরা আগ্রাসী হতে চাই, বলের উপর নিয়ন্ত্রণ রাখতে চাই এবং আমাদের খেলার ধারা বজায় রাখতে চাই। আমাদের সমর্থকদের আত্মবিশ্বাস আমাদের অনুপ্রাণিত করে।”
পিএসজি প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে রয়েছে। দ্বিতীয় লেগে নিজেদের মাঠে খেলার সুবিধা এবং ডেম্বেলের প্রত্যাবর্তন দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এনরিকের নেতৃত্বে দলটি ফাইনালে পৌঁছানোর লক্ষ্যে প্রস্তুত।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল চ য ম প য়নস ল গ প রথম ল গ প রস ত ত আম দ র এনর ক
এছাড়াও পড়ুন:
সাংবাদিক ভাইদের জীবনের নিরাপত্তা কে দিবে, প্রশ্ন তমা মির্জার
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে তাকে হত্যা করা হয়। এ ঘটনার পর সমালোচনার ঢেউ বইছে সোশ্যাল মিডিয়ায়। নেক্কারজনক এ ঘটনা নিয়ে জোরোলো প্রতিবাদ জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে তমা মির্জা একটি খবরের স্ক্রিনশট পোস্ট করেন। তার ক্যাপশনে লেখেন, “উনার দোষটা কী ছিল একটু জানাবেন? কেন এত নির্মমভাবে একজন সাংবাদিককে খুন করা হলো?”
প্রশ্ন ছুড়ে দিয়ে তমা মির্জা বলেন, “আবার এটা নিয়ে কারো কিছু বলারও নেই, চুপ করে দেখছে, শুনছে, কেউ কিছু বলছে না, কারো কিছু করারও নেই, আমাদের সাংবাদিক ভাইদের জীবনের নিরাপত্তা তাহলে কে দিবে?”
আরো পড়ুন:
কমল হাসানের পায়ের ধুলোরও যোগ্য নন শাহরুখ: লিলিপুট
ছবি ও ভিডিও বিকৃতি নিয়ে সোচ্চার মেহজাবীন
তমা মির্জার এ পোস্টে দেশের আইনশৃঙ্খলা নিয়ে হতাশা ব্যক্ত করেছেন নেটিজেনরা। ফরহাদ নামে একজন লেখেন, “এদেশে আবার কিসের নিরাপত্তা এদেশ বিক্রি হয়ে গেছে।” রবিউল নামে একজন লেখেন, “কারণ এটা বাংলাদেশ।” শিবলি নামে একজন লেখেন, “বাংলাদেশে জন্ম নেওয়ার থেকে বড় দোষ আর কি করা লাগবে। তার উপর আবার সে অন্যায়ের বিরুদ্ধে কাজ করার চেষ্টা করেছে।”
গোলাম রাব্বি লেখেন, “এটাই আমার সোনার বাংলাদেশ।” সুজন তালুকদার লেখেন, “উনার দোষটা ছিল গণমাধ্যম এখন স্বাধীন।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।
ঢাকা/শান্ত