‘আমরা এখানে এসেছি কারণ আমরা সেটা প্রাপ্য’
Published: 7th, May 2025 GMT
আজ বুধবার (৭ মে) দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ফিরতি লেগে মুখোমুখি হচ্ছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) এবং ইংলিশ ক্লাব আর্সেনাল। প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকা পিএসজি খেলবে নিজেদের ঘরের মাঠে। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি, কৌশল ও খেলোয়াড়দের অবস্থা নিয়ে খোলামেলা কথা বলেছেন কোচ লুইস এনরিক।
দলের প্রস্তুতি ও কৌশল:
এনরিক বলেন, “আমরা এখানে এসেছি কারণ আমরা তা প্রাপ্য। প্রথম লেগে জয় আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। কিন্তু দ্বিতীয় লেগেও আমাদের জিততে হবে। আমাদের সমর্থকদের যে বিশ্বাস ও সমর্থন আমরা পেয়েছি, সেটার প্রতিদান দিতে হবে।”
দলের সামগ্রিক শক্তি:
তিনি দলের সমন্বিত পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, “আমি মনে করি না দলের কোনো একটি অংশ অন্যদের চেয়ে শ্রেষ্ঠ। আমাদের শক্তি আমাদের সমন্বিত খেলা এবং প্রতিটি খেলোয়াড়ের অবদান।”
আরো পড়ুন:
‘আমরা এসেছি ইতিহাস গড়তে’ –আত্মবিশ্বাসে বলীয়ান আর্তেতা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন শমিত
ওসমানে ডেম্বেলের অবস্থা:
প্রথম লেগে গোলদাতা ওসমান ডেম্বেলে হ্যামস্ট্রিং ইনজুরির পর সুস্থ হয়ে দলে ফিরেছেন। এনরিক নিশ্চিত করেছেন, “তিনি গত দুই দিন ধরে আমাদের সঙ্গে অনুশীলন করেছেন এবং আগামীকাল (আজ) খেলার জন্য প্রস্তুত।”
আর্সেনাল ও মিকেল আর্তেতা সম্পর্কে মন্তব্য:
এনরিক তার সাবেক সতীর্থ ও আর্সেনালের কোচ মিকেল আর্তেতার প্রশংসা করে বলেন, “তিনি একজন দুর্দান্ত খেলোয়াড় ছিলেন এবং এখন একজন চমৎকার কোচ। ম্যাচটি কঠিন হবে, যেমনটি প্রথম লেগেও ছিল।”
দলের মানসিকতা ও সমর্থকদের ভূমিকা:
তিনি দলের মানসিকতা নিয়ে বলেন, “আমরা আগ্রাসী হতে চাই, বলের উপর নিয়ন্ত্রণ রাখতে চাই এবং আমাদের খেলার ধারা বজায় রাখতে চাই। আমাদের সমর্থকদের আত্মবিশ্বাস আমাদের অনুপ্রাণিত করে।”
পিএসজি প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে রয়েছে। দ্বিতীয় লেগে নিজেদের মাঠে খেলার সুবিধা এবং ডেম্বেলের প্রত্যাবর্তন দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এনরিকের নেতৃত্বে দলটি ফাইনালে পৌঁছানোর লক্ষ্যে প্রস্তুত।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল চ য ম প য়নস ল গ প রথম ল গ প রস ত ত আম দ র এনর ক
এছাড়াও পড়ুন:
নিজের টাকায় সোহানকে সেরা ফিল্ডারের পুরস্কার দেন আশিক
দারুণ উদ্যোগ নিয়ে প্রশংসিত হচ্ছেন বাংলাদেশ ‘এ’ দলের ফিল্ডিং কোচ আশিকুর রহমান। সিলেটে নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে ম্যাচের সেরা ফিল্ডারকে মেডেল দেয়ার রীতি চালু করেন দেশি এই কোচ।
গতকাল কিউইদের বিপক্ষে দাপুটে জয়ের পর সেরা ফিল্ডারের মেডেল পান অধিনায়ক নুরুল হাসান সোহান। একটি স্ট্যাম্পিং ও চারটি ক্যাচ ধরে সেরা ফিল্ডারের পুরস্কার বাগিয়ে নেন এ দলের অধিনায়ক।
আশিক সেই মেডেল বানিয়েছেন নিজের টাকায়। এমন তথ্য দিলেন ‘এ’ দলের হেড কোচ মিজানুর রহমান বাবুল। মঙ্গলবার (০৬ মে) সংবাদমাধ্যমে বাবুল বলেন, “এখানে আসার আগে দেখলাম সে একটা পয়সা দিয়ে মেডেল বানিয়ে এনেছে। তো এটা একটা সুন্দর মুহূর্ত, সেরা ফিল্ডার হলে তাদের মধ্যে একটা কম্পিটিশন থাকে।’’
আরো পড়ুন:
নতুন মুখ ও পুরনোদের নিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা
দ. আফ্রিকার বিপক্ষে পারলো না নারী ইমার্জিং দল
“একটা ছোট মেডেল যাই হোক না কেন। এটা একটা জিনিস এটা তো পুরস্কার। এই পুরস্কারটা নেয়ার জন্য সবাই উদগ্রীব হয়ে থাকে। এটা দলের মধ্যে খুব ভালো একটা পজেটিভ দিক। এটা নেয়ার জন্য সবাই ভালো ফিল করতে থাকে।’’ -আরও যোগ করেন বাবুল।
বিভিন্ন দেশের ম্যাচের সেরা ফিল্ডার কিংবা সেরা খেলোয়াড়কে ড্রেসিংরুমে পুরস্কৃত করার বিষয়টি হারহামেশা দেখা যায়। বাংলাদেশে এমন উদ্যোগ নিশ্চিতভাবে ক্রিকেটারদের আরও উৎসাহ দেবে বলে মনে করেন ‘এ’ দলের কোচ।
আশিকের প্রশংসা করে বাবুল বলেন, “আশিক আমাদের দেশের খুবই একজন... সেই ফিল্ডিংটা দেখে। সে খুবই উন্নতমানের একজন কোচ। তার এরকম অনেক চিন্তাভাবনা নিজে থেকেই আসে। এতদিন সে বিভিন্নভাবে উজ্জীবিত করত দলকে। চকলেট দিয়ে, বিস্কিট দিয়ে, টাকা দিয়ে। সেরা ফিল্ডারকে পুরস্কৃত করা যেটা ছেলেদের মোটিভেটেড করে।“
এদিকে বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের র্যাংকিংয়ে অবনমন হওয়ায় মন খারাপ বাবুলের। বাংলাদেশের অবস্থান এখন দশে। ষষ্ঠ স্থানে থাকা আফগানিস্তানের সঙ্গে পয়েন্টের ব্যবধান ৭৪! আর নয়ে থাকা উইন্ডিজের সঙ্গে ব্যবধান ৪১।
“অবশ্যই হতাশাজনক যে শুধু কোচ হিসেবে না। এটা একজন বাংলাদেশি হিসেবে খারাপ লাগে। অনেক উন্নতির কথা বলি হয়তো, কিন্তু মাঠে যদি সেই খেলাটা খেলতে না পারি র্যাঙ্কিংয়ে যদি উন্নতি করতে না পারি অবশ্যই খারাপ লাগে।’’ —বলেছেন বাবুল।
ঢাকা/রিয়াদ/আমিনুল