প্রথমবারের মতো পুণ্ড্রনগর সাহিত্য উৎসব অনুষ্ঠিত
Published: 10th, May 2025 GMT
সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে প্রথমবারের মতো পুণ্ড্রনগর সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উডবার্ণ সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে দিনব্যাপী সাহিত্য উৎসবের উদ্বোধন করেন বগুড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার মোতাহার হোসেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক মুহম্মদ শহীদুলাহ। শতাধিক কবি এতে অংশ নেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। বাচিকশিল্পী অলক পালের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বগুড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান রিপন, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ও সাহিত্য সমালোচক আনোয়ার মলিক, বগুড়া পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মুজাহিদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক কামরুল বাহার আরিফ, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন ও বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর ইসলাম পলাশ, নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন, জয়পুরহাট সাহিত্য পরিষদের সভাপতি মোসতাফা আনসারী।
অনুষ্ঠানে কবি মুহম্মদ শহীদুলাহর কাব্যগ্রন্থ ‘বিদীর্ণ কথামালা’র মোড়ক উন্মোচন করা হয়।
দিনব্যাপী সাহিত্য উৎসবে কথা, কবিতা ও আবৃত্তির দুটি পর্ব, কবিতা ও গল্প বিষয়ক দুটি পর্ব, দল অন্যরকমের পরিবেশনায় গানাবৃত্তি পরিবেশিত হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স হ ত য উৎসব অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
উইম্বলডন এখন ‘ডিজিটাল’, ১৪৮ বছরের ইতিহাসে এবারই প্রথম যা নেই
টেনিস বিশ্বের চোখ এখন উইম্বলডনে। বছরের অন্যতম মর্যাদাপূর্ণ লড়াইটি যে আজ শুরু হয়েছে। উইম্বলডনে টানা তৃতীয় শিরোপা জয়ের জন্য ফেবারিট কার্লোস আলকারাজ। তবে তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দেবেন ইয়ানিক সিনার, নোভাক জোকোভিচরা। সিনারের মতো মেয়েদের মধ্যে বিশ্বসেরা আরিনা সাবালেঙ্কা খুঁজছেন তাঁর প্রথম উইম্বলডন ট্রফি।
যাঁরা এরই মধ্যে টেলিভিশন পর্দায় চোখ রেখেছেন বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম দেখতে, তাঁরা কি কোর্টে ব্যতিক্রমী কিছু দেখছেন? যদি চোখে না পড়ে, আবার খেয়াল করুন, লাইনকল দেওয়ার জন্য কোনো লাইন জাজ কিন্তু নেই।
এমনিতেই অন্য তিন গ্র্যান্ড স্লামের চেয়ে একটু আলাদা উইম্বলডন—খেলোয়াড়দের পরতে হয় সাদা পোশাক। তবে এবার প্রথমবারের মতো একটি বড় পরিবর্তন এসেছে অল ইংল্যান্ড ক্লাবে। ১৪৮ বছরের ইতিহাসে প্রথমবার উইম্বলডনে নেই লাইন জাজ।
কেন নেই লাইন জাজ?২০২৪ সালে সিদ্ধান্ত হয়েছে ২০২৫ উইম্বলডনে ব্যবহার করা হবে ইলেকট্রনিক লাইন কলিং প্রযুক্তি। এটি এখন নিয়মিতই দেখা যায় এটিপি ও বেশ কিছু ডব্লুটিএ টুর্নামেন্টে।
এই দৃশ্য এবার নেই উইম্বলডনে