প্রথমবারের মতো পুণ্ড্রনগর সাহিত্য উৎসব অনুষ্ঠিত
Published: 10th, May 2025 GMT
সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে প্রথমবারের মতো পুণ্ড্রনগর সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উডবার্ণ সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে দিনব্যাপী সাহিত্য উৎসবের উদ্বোধন করেন বগুড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার মোতাহার হোসেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক মুহম্মদ শহীদুলাহ। শতাধিক কবি এতে অংশ নেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। বাচিকশিল্পী অলক পালের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বগুড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান রিপন, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ও সাহিত্য সমালোচক আনোয়ার মলিক, বগুড়া পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মুজাহিদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক কামরুল বাহার আরিফ, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন ও বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর ইসলাম পলাশ, নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন, জয়পুরহাট সাহিত্য পরিষদের সভাপতি মোসতাফা আনসারী।
অনুষ্ঠানে কবি মুহম্মদ শহীদুলাহর কাব্যগ্রন্থ ‘বিদীর্ণ কথামালা’র মোড়ক উন্মোচন করা হয়।
দিনব্যাপী সাহিত্য উৎসবে কথা, কবিতা ও আবৃত্তির দুটি পর্ব, কবিতা ও গল্প বিষয়ক দুটি পর্ব, দল অন্যরকমের পরিবেশনায় গানাবৃত্তি পরিবেশিত হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স হ ত য উৎসব অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা- বাংলাদেশ ও বিশ্বপরিচয় : পাটকে সোনালি আঁশ বলে
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন
প্রশ্ন: লালবাগ কেল্লার দুটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর: লালবাগ কেল্লার দুটি বৈশিষ্ট্য হলো:
১. দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি।
২. দুর্গের দক্ষিণে গোপন প্রবেশপথ ও একটি তিন গম্বুজবিশিষ্ট মসজিদ রয়েছে।
প্রশ্ন: আহসান মঞ্জিলের দুটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর: আহসান মঞ্জিলের দুটি বৈশিষ্ট্য হলো:
১. এ প্রাসাদের উত্তর ও দক্ষিণে রয়েছে দুটি লম্বা বারান্দা। ২. এ ছাড়া রয়েছে জলসাঘর, দরবার হল ও রংমহল।
প্রশ্ন: ‘পুণ্ড্রনগর’ কী এবং এটি কোথায় অবস্থিত?
উত্তর: মৌর্য আমলে মহাস্থানগড় ঐতিহ্যটি ‘পুণ্ড্রনগর’ নামে পরিচিত ছিল। বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত।
প্রশ্ন: উয়ারী–বটেশ্বরে প্রাপ্ত দুটি নিদর্শন সম্পর্কে লিখ।
উত্তর: উয়ারী–বটেশ্বরে প্রাপ্ত নিদর্শন হলো:
১. এখানে প্রাচীন রাস্তাঘাট পাওয়া গেছে।
২. এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে রৌপ্যমুদ্রা, হাতিয়ার ও পাথরের পুঁতি।
প্রশ্ন: বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য কী? প্রধান তিনটি ধানের নাম লিখ।
উত্তর: বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ভাত। এ দেশে প্রধানত আউশ, আমন ও বোরো—এই তিন ধরনের ধানের চাষ হয়।
প্রশ্ন: গম চাষের উপযোগী ঋতু কোনটি এবং কোন কোন অঞ্চলে গম উত্পাদন বেশি হয়?
উত্তর: শীতকাল গম চাষের জন্য উপযোগী ঋতু। বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে গম উত্পাদন বেশি হয়।
প্রশ্ন: ‘সোনালি আঁশ’ কাকে বলে? পাটের তৈরি কয়েকটি জিনিসের নাম লিখ।
উত্তর: পাটকে ‘সোনালি আঁশ’ বলা হয়। পাটের তৈরি কয়েকটি জিনিস হলো—রশি, চট বা বস্তা, পাটের ব্যাগ, কার্পেট ইত্যাদি।
প্রশ্ন: পাটকলগুলো প্রধানত কোন কোন জেলায় অবস্থিত এবং নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত কেন?
উত্তর: পাটকলগুলো প্রধানত নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনার দৌলতপুরসহ নদীতীরবর্তী জেলায় অবস্থিত। এর অন্যতম কারণ হচ্ছে এসব অঞ্চলের পরিবহন–সুবিধা।
রাবেয়া সুলতানা, িশক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা