ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে চলচ্চিত্রজগতের সম্মানজনক অন্যতম আসর কান চলচ্চিত্র উৎসব। এ আসরের আলোচিত অংশ রেড কার্পেট বা লাল গালিচা। বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রীরা যেমন অদ্ভুত পোশাক পরেন, তেমনি খোলামেলা পোশাকেও এই লাল গালিচায় হেঁটে থাকেন। সাধারণত, চিত্রগ্রাহকদের নজর কাড়তে এ ধরনের পোশাক পরে থাকেন তারা।   

তবে ৭৮তম এই আসরে পোশাক নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন কান কর্তৃপক্ষ। নগ্নতা এবং ট্রেন পোশাককে নিষিদ্ধ করেছেন। গত ১২ মে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এজন্য বিপাকে পড়েছেন অনেক অভিনেত্রী। অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি কানের জন্য তৈরি পোশাকটি পরতে পারেননি। খবর রয়টার্সের।

কান কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, যে নতুন ড্রেস কোড অনুসরণ করবেন না, তাকে রেড কার্পেটে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

আরো পড়ুন:

ট্রাম্পকে ‘শিল্পের শত্রু’ বললেন ডি নিরো

জমজ সন্তানের মা হলেন অ্যাম্বার হার্ড

কানের এই আসরে ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশের নেতৃত্বাধীন জুরি টিমে রয়েছেন আটজন। তার মধ্যে একজন হলেন অভিনেত্রী হ্যালি বেরি। তাকেও তার পোশাকটি পরার অনুমতি দেননি। হ্যালি বেরি বলেন, “আমার কাছে চমৎকার একটি পোশাক ছিল। এটি তৈরি করেছেন গৌরব গুপ্তা (ভারতীয়)। কিন্তু পোশাকটি পরতে পারছি না। কারণ ট্রেনটি অনেক বড়।”

নগ্ন পোশাক ছাড়াও ট্রেন পোশাক পরিধানে নিষেধাজ্ঞা এসেছে। ট্রেন  পোশাক বলতে পোশাকের পিছনের দীর্ঘ অংশকে বোঝায়। যা পরিধানকারীর পিছনে চলে যায়। এ ধরনের পোশাক পরিধানকারীকে ধীরে হাঁটতে হয়। ফলে লাল গালিচায় জ্যাম তৈরি হয়।

শালীনতা বজায় রাখতে ‘নগ্নতাকে’ পরিহার করার সিদ্ধান্ত নিয়েছেন কান কর্তৃপক্ষ। আর অভিনেত্রী হ্যালি বেরি একটিকে ‘ভালো সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন।

পৃথিবীর অন্যতম বড় এ উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ২২টি সিনেমা লড়ছে। বাংলাদেশের ‘আলী’ সিনেমাও এ উৎসবে প্রদর্শিত হবে। তবে আদনান আল রাজীব নির্মিত এই চলচ্চিত্র স্বল্পদৈর্ঘ্য বিভাগে লড়বে। গত ১৩ মে কান চলচ্চিত্র উৎসেবর পর্দা উঠেছে, চলবে ২৪ মে পর্যন্ত।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক ন চলচ চ ত র উৎসব চলচ চ ত র প শ ক পর

এছাড়াও পড়ুন:

দিনভর আনন্দ আয়োজনে সাফল্য উদ্‌যাপন

ভালো ফলাফলের পাশাপাশি প্রথমে ভালো মানুষ হয়ে উঠতে হবে। দেশ ও মানুষকে ভালোবাসতে হবে। বই ও জ্ঞানের কোনো সীমা-পরিসীমা নেই। যুগের সঙ্গে তাল মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তির জ্ঞান আহরণ করতে হবে। পাশাপাশি গান, আবৃত্তি, অভিনয়ের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা বাড়াতে হবে।

শুক্রবার রংপুরে ‘প্রেসিডেন্সি ইউনিভার্সিটি-প্রথম আলো কৃতী শিক্ষার্থী উৎসব-২০২৫’-এ কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে আমন্ত্রিত অতিথিরা এ কথাগুলো বলেন। ‘স্বপ্ন থেকে সাফল্যের পথে, একসাথে’ স্লোগানে প্রথম আলোর আয়োজনে ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে।

চট্টগ্রামের পর আজ রংপুরে ছিল দ্বিতীয় আয়োজন। অন্য ছয়টি বিভাগীয় শহরে এ সংবর্ধনা দেওয়া হবে। রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ২ হাজার ৪০০ শিক্ষার্থী নিবন্ধন করেন। সকাল থেকেই কৃতী শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। নির্ধারিত বুথ থেকে ক্রেস্ট, স্ন্যাকস ও ডিজিটাল সার্টিফিকেট সংগ্রহ করে বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা।

রংপুর পুলিশ লাইনস স্কুল থেকে পাস করা শিক্ষার্থী আরেফা খানম এসেছেন এক দিনের জন্য চাপমুক্ত থাকতে। তিনি বলেন, ভর্তি পরীক্ষা পড়াশোনার চাপে বেড়ানোর সুযোগ হয় না। তাই আজকের দিন বন্ধুদের সঙ্গে আনন্দে কাটাতে চান। কুড়িগ্রামের আবদুর রহিম এসএসসিতেও জিপিএ-৫ পেয়েছিলেন। প্রথম আলোর সংবর্ধনার কথা উল্লেখ করে বলেন, এইচএসসির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার এই আয়োজন তাঁর ভালো লাগছে।

রংপুরে ‘প্রেসিডেন্সি ইউনিভার্সিটি-প্রথম আলো কৃতী শিক্ষার্থী উৎসব-২০২৫’-এ আগত অতিথিরা। শুক্রবার রংপুর জিলা স্কুল মাঠে

সম্পর্কিত নিবন্ধ

  • ইবিতে অভয়ারণ্যের মেহেদি উৎসব
  • জানা গেল রাজামৌলির ছবির নাম, থাকছেন মহেশ বাবু-প্রিয়াঙ্কা
  • দেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদারের জয়ের গল্প আসছে
  • নানা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আদি নববর্ষ’ উদ্‌যাপন
  • মুগ্ধ করল নবান্ন উৎসবে ধান কাটার প্রতিযোগিতা
  • নবান্নের পিঠায় সুবাসিত রাবি
  • ঘূর্ণির জাদুতে বিশ্বজয় 
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব রোববার
  • পয়লা অগ্রহায়ণে ‘নববর্ষ’ উদ্‌যাপন করবে ডাকসু
  • দিনভর আনন্দ আয়োজনে সাফল্য উদ্‌যাপন