ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে চলচ্চিত্রজগতের সম্মানজনক অন্যতম আসর কান চলচ্চিত্র উৎসব। এ আসরের আলোচিত অংশ রেড কার্পেট বা লাল গালিচা। বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রীরা যেমন অদ্ভুত পোশাক পরেন, তেমনি খোলামেলা পোশাকেও এই লাল গালিচায় হেঁটে থাকেন। সাধারণত, চিত্রগ্রাহকদের নজর কাড়তে এ ধরনের পোশাক পরে থাকেন তারা।   

তবে ৭৮তম এই আসরে পোশাক নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন কান কর্তৃপক্ষ। নগ্নতা এবং ট্রেন পোশাককে নিষিদ্ধ করেছেন। গত ১২ মে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এজন্য বিপাকে পড়েছেন অনেক অভিনেত্রী। অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি কানের জন্য তৈরি পোশাকটি পরতে পারেননি। খবর রয়টার্সের।

কান কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, যে নতুন ড্রেস কোড অনুসরণ করবেন না, তাকে রেড কার্পেটে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

আরো পড়ুন:

ট্রাম্পকে ‘শিল্পের শত্রু’ বললেন ডি নিরো

জমজ সন্তানের মা হলেন অ্যাম্বার হার্ড

কানের এই আসরে ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশের নেতৃত্বাধীন জুরি টিমে রয়েছেন আটজন। তার মধ্যে একজন হলেন অভিনেত্রী হ্যালি বেরি। তাকেও তার পোশাকটি পরার অনুমতি দেননি। হ্যালি বেরি বলেন, “আমার কাছে চমৎকার একটি পোশাক ছিল। এটি তৈরি করেছেন গৌরব গুপ্তা (ভারতীয়)। কিন্তু পোশাকটি পরতে পারছি না। কারণ ট্রেনটি অনেক বড়।”

নগ্ন পোশাক ছাড়াও ট্রেন পোশাক পরিধানে নিষেধাজ্ঞা এসেছে। ট্রেন  পোশাক বলতে পোশাকের পিছনের দীর্ঘ অংশকে বোঝায়। যা পরিধানকারীর পিছনে চলে যায়। এ ধরনের পোশাক পরিধানকারীকে ধীরে হাঁটতে হয়। ফলে লাল গালিচায় জ্যাম তৈরি হয়।

শালীনতা বজায় রাখতে ‘নগ্নতাকে’ পরিহার করার সিদ্ধান্ত নিয়েছেন কান কর্তৃপক্ষ। আর অভিনেত্রী হ্যালি বেরি একটিকে ‘ভালো সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন।

পৃথিবীর অন্যতম বড় এ উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ২২টি সিনেমা লড়ছে। বাংলাদেশের ‘আলী’ সিনেমাও এ উৎসবে প্রদর্শিত হবে। তবে আদনান আল রাজীব নির্মিত এই চলচ্চিত্র স্বল্পদৈর্ঘ্য বিভাগে লড়বে। গত ১৩ মে কান চলচ্চিত্র উৎসেবর পর্দা উঠেছে, চলবে ২৪ মে পর্যন্ত।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক ন চলচ চ ত র উৎসব চলচ চ ত র প শ ক পর

এছাড়াও পড়ুন:

যৌন নির্যাতনে অভিযুক্ত অভিনেতাকে লাল গালিচায় হাঁটতে দেওয়া হলো না

যৌন সহিংসতার অভিযোগে অভিযুক্ত হওয়ায় ফরাসি অভিনেতা থিও নাভারো-মুসিকে এবারের কান চলচ্চিত্র উৎসব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি পরিচালক ডমিনিক মলের চলচ্চিত্র ‘Dossier 137’-এ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন।

উৎসব শুরুর আগেই উৎসবের মহাসচিব থিয়েরি ফ্রেমো চলচ্চিত্রের প্রযোজনা দলের সঙ্গে একমত হয়ে, থিও নাভারো-মুসিকে লাল গালিচায় অংশ নেওয়া থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেন। যা কান চলচ্চিত্র উৎসবের ইতিহাসে একটি অভূতপূর্ব পদক্ষেপ।

জানা গেছে, তিনজন সাবেক সঙ্গিনী ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে থিওর বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক ও মানসিক সহিংসতার অভিযোগে মামলা করেছিলেন। দীর্ঘ তদন্তের পর ২০২৫ সালের এপ্রিল মাসে মামলা প্রমাণের অভাবে খারিজ হয়ে যায়।

তবে অভিযোগকারীরা জানিয়েছেন, তাঁরা আবারও মামলা করতে যাচ্ছেন। এইবার আদালতে নিজ উদ্যোগে (পার্টি সিভিল হিসেবে) অভিযোগ আকারে।

অভিনেতার আইনজীবী, মে পুজে-গালিয়ার্দি জানিয়েছেন, আমার মক্কেলকে এই মুহূর্তে আইনি দিক থেকে দোষী সাব্যস্ত করা হয়নি এবং তাঁর বিরুদ্ধে কোনো চলমান প্রক্রিয়া সম্পর্কে তাঁকে কিছু জানানোও হয়নি।”

কান উৎসব সম্প্রতি একটি নৈতিক সজাগতা নীতি চালু করেছে, যেখানে প্রতিটি চলচ্চিত্রের প্রযোজনা দলকে নিশ্চিত করতে হবে যে চিত্রগ্রহণের সময় নিরাপত্তা, মর্যাদা ও নৈতিকতা বজায় রাখা হয়েছে।

উৎসবের মহাসচিব থিয়েরি বলেন, যেহেতু মামলার ওপর আপিল হয়েছে এবং বিচারিক প্রক্রিয়া চলমান, তাই আমরা এটিকে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে ধরে নিতে পারি না। যখন বিচার প্রক্রিয়া শেষ হবে, তখন বিষয়টি ভিন্নভাবে দেখা হবে।”

তিনি আরও জানান, আরও একজন চলচ্চিত্র ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ এসেছে, এবং সেই সম্পর্কেও উৎসব কর্তৃপক্ষ তথ্য সংগ্রহ করছে।

সম্পর্কিত নিবন্ধ

  • পাঠাও নিয়ে এল ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন
  • পাঠাও নিয়ে এলো ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন
  • পাঠাও নিয়ে এলো ‘চলো দেশি ভাইবে-এ’ ক্যাম্পেইন
  • নিয়ম আটকাতে পারল না, রেড কার্পেটে জ্বলে উঠলেন হ্যালি বেরি
  • নতুন নিয়ম আটকাতে পারল না হেলি বেরিকে, রেড কার্পেটে জ্বলে উঠালেন ভিন্নভাবে
  • শিরোপা উদযাপনের মঞ্চ তৈরি বার্সার
  • চলচ্চিত্র ও রাজনীতি মিলেমিশে একাকার
  • শেষ মুহূর্তে রিয়ালের জয়, উৎসবের অপেক্ষা বাড়ল বার্সার
  • যৌন নির্যাতনে অভিযুক্ত অভিনেতাকে লাল গালিচায় হাঁটতে দেওয়া হলো না