বেড়ানো শেষে তিন সহকর্মী বানেশ্বরে গিয়েছিলেন আম কিনতে, পথে মৃত্যু
Published: 21st, June 2025 GMT
রাজশাহীতে আম কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের তিনজনই গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। নিহত ব্যক্তিদের সবার পরিচয় জানা গেছে। তাঁদের মরদেহ নিতে নাটোর ও রাজশাহীতে অবস্থান করছেন বন্ধু ও স্বজনেরা।
নিহত ব্যক্তিরা হলেন ঢাকার মিরপুরের সাগর আহমেদ (৩০), কাজীপাড়ার শহিদুল ইসলাম (৩০) ও গাজীপুরের রাজেন্দ্রপুরের আতিক হোসেন (৩০)। তাঁরা তিনজনই গাজীপুরের একটি পোশাক কারখানায় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সাগর আহমেদ ২০২১ সালে (৪৬তম ব্যাচ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। অন্য নিহত ব্যক্তি নাটোর সদর উপজেলার বনবেলঘরিয়ার বাসিন্দা সিএনজিচালক মো.
গতকাল শুক্রবার বিকেলে নাটোর সদর উপজেলার বনবেলঘরিয়া এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাঁদের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ও নিহত সাগরের বন্ধু মাসুম আহমেদ।
নাটোরের বনবেলঘরিয়া এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশাউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘দ্য ওয়াকিং ডেড’ অভিনেত্রী কেলি ম্যাক মারা গেছেন
মার্কিন টিভি অভিনেত্রী কেলি ম্যাক মারা গেছেন। শনিবার (২ আগস্ট) যুক্তরাষ্ট্রের সিনসিনাটি শহরে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৩৩ বছর। সিএনএন এ খবর প্রকাশ করেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) কেলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, “অপরিসীম দুঃখের সঙ্গে আমরা আমাদের প্রিয় কেলির মৃত্যুর খবর ঘোষণা করছি। এমন এক উজ্জ্বল, উষ্ণ আলো পরপারে পাড়ি জমিয়েছে, একসময় যেখানে আমাদের সবাইকেই পৌঁছাতে হবে।”
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, পোস্ট-অ্যাপোক্যালিপটিক জম্বি ড্রামা ‘দ্য ওয়াকিং ডেড’ সিরিজে অভিনয়ের জন্য পরিচিতি লাভ করেন কেলি। দীর্ঘদিন ধরে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গ্লিওমা নামক এক ধরনের টিউমারের সঙ্গে লড়াই করছিলেন কেলি ম্যাক। গ্লিওমা হলো একটি টিউমার যা মস্তিষ্ক বা মেরুদণ্ডে হয়ে থাকে।
আরো পড়ুন:
জনপ্রিয় অভিনেত্রী লনি অ্যান্ডারসন মারা গেছেন
লাইভ কনসার্টে স্কার্ট খুলে পড়ল জেনিফার লোপেজের (ভিডিও)
সহকর্মী, বন্ধু এবং ভক্ত-অনুরাগীরাও কেলির মৃত্যুতে সমবেদনা প্রকাশ করেছেন। যারা তাকে ‘প্রতিভাবান’ এবং ‘সুইট সোল’ বলে মন্তব্য করছেন। ‘দ্য ওয়ার্কিং ডেড’ সিরিজে কেলির সহকর্মী ছিলেন আলানা মাস্টারসন। এ অভিনেত্রী লেখেন, “আমি খুব গর্বিত শেষ পর্বে একসঙ্গে লড়াই করেছি।”
অভিনয় ছাড়াও বিজ্ঞাপন ও ভয়েস-ওভার আর্টিস্ট হিসেবেও কাজ করেছেন কেলি। ‘ড. পেপার’, ‘রজ স্টোর’, ‘ডেইরি কুইন’, ‘চিক-ফিল-আ’-এর মতো ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেন এই অভিনেত্রী। ছোটবেলায় জন্মদিনে ছোট একটি ভিডিও ক্যামেরা উপহার পান কেলি। তারপর থেকেই তার গল্প বলার প্রতি ভালোবাসা গড়ে ওঠে। শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনে অভিনয় শুরু করেন।
ঢাকা/শান্ত