ট্যাঙ্ক নিয়ে সিরিয়ার অভ্যন্তরে প্রবেশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বুধবার তারা দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা গ্রামাঞ্চলে প্রবেশ করেছে বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুটি ট্যাঙ্ক এবং চারটি সামরিক যানবাহনের সহায়তায় ইসরায়েলি সেনারা জুবাতা আল-খাশাব শহরে অগ্রসর হয়েছে। তারা উত্তর কুনেইত্রার আইন আল-বায়দা যাওয়ার রাস্তায় একটি চেকপয়েন্ট স্থাপন করেছে।

সিরিয়া বারবার ইসরায়েলের অনুপ্রবেশের নিন্দা জানিয়েছে। সিরিয়ার সরকার জানিয়েছে, তারা ১৯৭৪ সালের চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মাধ্যমে উভয় পক্ষের মধ্যে একটি বাফার জোন প্রতিষ্ঠিত হয়েছিল।

সিরিয়া জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ইসরায়েল এক হাজারেরও বেশি বিমান হামলা এবং ৪০০ আন্তঃসীমান্ত অভিযান চালিয়েছে।

গত বছরের শেষের দিকে আসাদ সরকারের পতনের পর থেকে, ইসরায়েল গোলান হাইটসের দখলকে সামরিকীকরণমুক্ত অঞ্চলে প্রসারিত করেছে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রব শ ইসর য

এছাড়াও পড়ুন:

নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে কাল স্মারকলিপি দেবে জামায়াত

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সরকারকে স্মারকলিপি দেবে জামায়াতে ইসলামী। নির্বাচনের আগে যেকোনো দিন এটি হতে পারে। এতে দলটির কোনো আপত্তি নেই।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের এ কথা বলেন।

জামায়াতের এই নেতা বলেন, ‘নির্বাচনের আগে অ্যানি ডে (যেকোনো দিন) সরকার যদি এটা (গণভোট) অ্যারেঞ্জমেন্ট করে, ইলেকশন কমিশনকে বলে দেয়...উনারা (নির্বাচন কমিশন) বলেছেন, গভর্মেন্ট যদি বলে, তাহলে অবশ্যই গভর্মেন্টের নির্দেশনা অনুযায়ী আমরা সেটা বাস্তবায়ন করতে প্রস্তুত আছি। আমরা করব। আমরা সরকারকে এই দাবি আগামীকাল ফরমালি (আনুষ্ঠানিক) স্মারকলিপি প্রদান করার মাধ্যমে জানাব।’

হামিদুর রহমান আযাদ বলেন, ‘আগামীকাল বেলা ১১টায় মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা লিখিতভাবে তুলে ধরব। এ জন্য আমাদের দাবি আগের মতোই একেবারে সুস্পষ্ট, গণভোট যেন অবশ্যই নির্বাচনের আগে হয় এবং পৃথক দিবসে হয়।’

আট দল মিলে পাঁচ দফা দাবির ভিত্তিতে আন্দোলন চলমান আছে উল্লেখ করে হামিদুর রহমান আযাদ বলেন, ‘আন্দোলন চলমান আছে। সে আন্দোলনের মধ্যে আমরা মেইন ফোকাস (প্রধান লক্ষ্য) দিয়েছি, জুলাই সনদের অধ্যাদেশ নয়, আদেশ জারি। অনেক বিলম্ব হয়েও গেছে। আমরা জানি, এ ধরনের আদেশ জারি করতে এক বা দুই দিন লাগে, সে জায়গায় আজকে অনেক দিন হয়ে গেল, প্রায় সপ্তাহ অতিক্রম করে গেছে।’ দ্রুত সকারকে আদেশ জারি করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘গণভোটটা এই আদেশকে আরও শক্তিশালী করবে, মজবুত করবে।’

সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হলে, গণভোট উপেক্ষিত থাকবে জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, একই দিনে ভোট মানে হচ্ছে, কোনো কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হলে গণভোটের ফলাফল স্থগিত হয়ে যাবে। এ ছাড়া মানুষের মনোযোগ না থাকার শঙ্কাও করছেন তিনি। নির্বাচনের দিনে গণভোটের চেষ্টাকে পাতানো ফাঁদ বলেও আখ্যা করেন তিনি।

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াতের পক্ষ থেকে প্রবাসীদের ভোট, গণপ্রতিনিধিত্ব আদেশ, আইনশৃঙ্খলা, নির্বাচনি জোটসহ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বলেও জানান হামিদুর রহমান আযাদ।

সম্পর্কিত নিবন্ধ