চট্টগ্রামে নির্বাচনী প্রচারণার সময় নগর বিএনপির আহ্বায়ক গুলিবিদ্ধ
Published: 5th, November 2025 GMT
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণার সময় নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। আজ বুধবার বিকেলে নগরের চান্দগাঁও চালিতাতলী খন্দকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। এতে আরেকজন আহত হন। এরশাদ উল্লাহ চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী।
জানতে চাইলে এরশাদ উল্লাহর ছেলে ইমাদ এরশাদ প্রথম আলোকে বলেন, ‘আমার বাবাকে গুলি করা হয়েছে শুনেছি। বাবাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি সেখানে যাচ্ছি।’
আরও পড়ুনকোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন০৩ নভেম্বর ২০২৫চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, নির্বাচনী প্রচারণাকালে নগর বিএনপির আহ্বায়কসহ তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।
আরও পড়ুনচট্টগ্রামের ১০টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, ৬টিতে বাকি, মহাসড়ক অবরোধ০৩ নভেম্বর ২০২৫৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেন। সেখানে চট্টগ্রাম–৮ আসন থেকে এরশাদ উল্লাহর নাম ঘোষণা করা হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র
এছাড়াও পড়ুন:
বিএনপি প্রার্থী এরশাদকে হামলার স্থানে থাকা গুলিবিদ্ধ বাবলার মৃত্যু
চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগকালে গুলির ঘটনায় সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
হাসপাতালে লড়ছেন গুলিবিদ্ধ এরশাদ উল্লাহ
স্ত্রী ও প্রেমিক মিলে হত্যা করে জহুরুলকে: পুলিশ
তিনি বলেন, ‘‘গুলিবিদ্ধ বাবলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে, তার কোনো দলীয় পরিচয় পাওয়া যায়নি।’’
এর আগে, সন্ধ্যায় নগরীর পূর্ব বায়েজিদের হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। তবে, কে বা কারা গুলি করেছে তাৎক্ষণিকভাবে সে তথ্য জানা যায়নি।
স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্ল্যাহ। হঠাৎ সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে। এতে এরশাদ উল্লাহ, বাবলাসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। দ্রুত তাদের উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবলা নামের একজন মারা গেছেন।
গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন এরশাদ উল্লাহ। আসনটি জেলার বোয়ালখালী উপজেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত।
আরো পড়ুন
হাসপাতালে লড়ছেন গুলিবিদ্ধ এরশাদ উল্লাহ
চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
ঢাকা/রেজাউল/রাজীব