ইরান-ইসরায়েল সংঘাতে নিজেদের সরাসরি জড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা অনেকটা পিছু হটার মতো ব্যাপার। সামাজিক যোগাযোগমাধ্যমে এটাকে অনেকে ট্রাম্পের দুর্বলতা হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের শাসকদের কঠোর মনোভাব নতুন নয়। তা ছাড়া মধ্যপ্রাচ্যের মতো অশান্ত একটি অঞ্চলে আবার যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত বেশ জটিল। তাই ইরানে ওয়াশিংটনের বোমা হামলা চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ট্রাম্পের মতো মার্কিন প্রেসিডেন্টের দুবার ভাবার বিষয়টি দুর্বলতা নয়।

প্রশ্ন হলো, এই পক্ষকাল সময় ট্রাম্প কতটা সফলভাবে কাজে লাগাতে পারবেন? কারণ, এই সময়টা যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইরান ও ইসরায়েলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। এর মধ্যে সব পক্ষ বিপরীত পক্ষের মনোভাব যতটা সম্ভব বুঝতে চাইবে। মনস্তাত্ত্বিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ের ভুল সিদ্ধান্ত বা পদক্ষেপ ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক শীর্ষ কর্মকর্তা ব্রেট ম্যাকগার্ক সিএনএনের অ্যান্ডারসন কুপারকে বলেছেন, ‘আমরা চাই, কূটনৈতিকভাবে একটা সমাধান আসুক। সময় বেঁধে দিলে কূটনৈতিকভাবে সমাধান পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। দুই সপ্তাহের মধ্যে কোনো সমাধান না এলে প্রেসিডেন্ট শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত থাকবেন। এটি একটি কার্যকর কৌশল।’

ট্রাম্প প্রথম মেয়াদেও বিভিন্ন বিষয়ে সময়সীমা বেঁধে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি। বাণিজ্য চুক্তি কিংবা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে তাঁকে এমন আচরণ করতে দেখে গেছে। ইরানের ক্ষেত্রেও তিনি এমনটি করবেন কি না, এখন সেটাই দেখার বিষয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে) ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসের ইস্ট রুমে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাব দিচ্ছেন। ৪ ফেব্রুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

স্যালভো কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডে চল‌তি হিসাব বছ‌রের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্র‌তি‌বেদন প্রকাশ ক‌রা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৭.৬৯ শতাংশ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১৪ টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.১৩ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০১ টাকা বা ৭.৬৯ শতাংশ।

এদিকে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১.৫৫ টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৮৫ টাকা।

আর ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৭০ টাকা।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ