সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আ‌ন্দোলন অব্যাহত রে‌খে‌ছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। রবিবার (২২ জুন) সচিবালয়ে বিক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ শে‌ষে তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। নতুন কর্মসূচি অনুযায়ী, সোমবার (২৩ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পাল‌ন করবেন তারা। 

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ‌কো-চেয়ারম্যান মো.

নূরুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা ক‌রেন।

তি‌নি বলেন, ‍“শুনেছি, চাকরি অধ্যাদেশ সংশোধন করা হবে। আমরা কোনো ধরনের সংশোধন মানব না। এই কালো আইন বাতিল করতে হবে।”

আরো পড়ুন:

স‌চিবালয় আ‌ন্দোলন
বৃহস্প‌তিবার গণসং‌যোগ, রবিবার থেকে কঠোর কর্মসূচি

স‌চিবাল‌য়ে আন্দোলন
দা‌বি আদায় না হওয়া পর্যন্ত বি‌ক্ষোভ চা‌লি‌য়ে যা‌বেন কর্মচারী‌রা

তি‌নি আরো ব‌লেন, “জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে সোমবা‌র দুই ঘণ্টা কর্ম‌বির‌তি‌তে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানা‌চ্ছি।”

এসময় সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের অপর কো-চেয়ারম্যান মো. বাদিউল কবীর, কো-মহাসচিব মো. নজরুল ইসলাম. নিজাম উ‌দ্দিন আহ‌মেদসহ অন্য নেতারা বক্তব্য রা‌খেন।

এর আ‌গে, আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা অর্থ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করতে শুরু করেন। তারা মিছিল বের করেন। মি‌ছি‌ল থে‌কে ‘অবৈধ কালো আইন মানি না, মানব না’, ‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদী কালো আইন মানি না মানব না’, ‘আপস না লড়াই, লড়াই লড়াই’, ‘সারা বাংলার কর্মচারী এক হও লড়াই করো’ স্লোগান দেন। মিছিলটি সচিবালয়ের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে আবারো অর্থ মন্ত্রণালয়ের সামনে গি‌য়ে শেষ হয়। সং‌ক্ষিপ্ত সমা‌বেশ শে‌ষে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

ঢাকা/নঈমুদ্দীন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত

এছাড়াও পড়ুন:

স্যালভো কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডে চল‌তি হিসাব বছ‌রের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্র‌তি‌বেদন প্রকাশ ক‌রা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৭.৬৯ শতাংশ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১৪ টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.১৩ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০১ টাকা বা ৭.৬৯ শতাংশ।

এদিকে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১.৫৫ টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৮৫ টাকা।

আর ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৭০ টাকা।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ