সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আ‌ন্দোলন অব্যাহত রে‌খে‌ছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। রবিবার (২২ জুন) সচিবালয়ে বিক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ শে‌ষে তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। নতুন কর্মসূচি অনুযায়ী, সোমবার (২৩ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পাল‌ন করবেন তারা। 

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ‌কো-চেয়ারম্যান মো.

নূরুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা ক‌রেন।

তি‌নি বলেন, ‍“শুনেছি, চাকরি অধ্যাদেশ সংশোধন করা হবে। আমরা কোনো ধরনের সংশোধন মানব না। এই কালো আইন বাতিল করতে হবে।”

আরো পড়ুন:

স‌চিবালয় আ‌ন্দোলন
বৃহস্প‌তিবার গণসং‌যোগ, রবিবার থেকে কঠোর কর্মসূচি

স‌চিবাল‌য়ে আন্দোলন
দা‌বি আদায় না হওয়া পর্যন্ত বি‌ক্ষোভ চা‌লি‌য়ে যা‌বেন কর্মচারী‌রা

তি‌নি আরো ব‌লেন, “জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে সোমবা‌র দুই ঘণ্টা কর্ম‌বির‌তি‌তে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানা‌চ্ছি।”

এসময় সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের অপর কো-চেয়ারম্যান মো. বাদিউল কবীর, কো-মহাসচিব মো. নজরুল ইসলাম. নিজাম উ‌দ্দিন আহ‌মেদসহ অন্য নেতারা বক্তব্য রা‌খেন।

এর আ‌গে, আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা অর্থ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করতে শুরু করেন। তারা মিছিল বের করেন। মি‌ছি‌ল থে‌কে ‘অবৈধ কালো আইন মানি না, মানব না’, ‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদী কালো আইন মানি না মানব না’, ‘আপস না লড়াই, লড়াই লড়াই’, ‘সারা বাংলার কর্মচারী এক হও লড়াই করো’ স্লোগান দেন। মিছিলটি সচিবালয়ের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে আবারো অর্থ মন্ত্রণালয়ের সামনে গি‌য়ে শেষ হয়। সং‌ক্ষিপ্ত সমা‌বেশ শে‌ষে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

ঢাকা/নঈমুদ্দীন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিহতের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী ও একজন পিকআপের চালক। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

ঢাকা/কাওছার/এস

সম্পর্কিত নিবন্ধ