যুবককে হত্যাচেষ্টার পর মৃত ভেবে মাটিচাপা, জীবিত উদ্ধার
Published: 23rd, June 2025 GMT
মাগুরার মহম্মদপুর উপজেলায় কমিরুল মোল্যা (৩০) নামের এক যুবককে শ্বাসরোধে হত্যাচেষ্টার পর মৃত ভেবে মাটিচাপা দেওয়া হয়েছে। পরে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রবিবার (২২ জুন) এ ঘটনায় মহম্মদপুর থানায় মামলা দায়ের করেছেন কমিরুল মোল্যার ভাই জমিরুল মোল্যা।
স্বজনদের অভিযোগ, গত বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে রাড়ীখালী উত্তরপাড়া এলাকায় পূর্বশত্রুতার জের ধরে কমিরুলকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়। পরে মৃত ভেবে তার শরীরের অধিকাংশ মাটিচাপা দেওয়া হয়। স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেছেন। এ ঘটনায় করা মামলায় ছয়জনকে আসামি করা হয়েছে।
কমিরুল মোল্যা একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আবদুর রাজ্জাক মোল্যার ছেলে। বর্তমানে তিনি মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। মামলার প্রধান আসামি আবদুল্লাহ (৩২) রাড়ীখালী উত্তরপাড়ার বাসিন্দা।
চিকিৎসাধীন অবস্থায় কমিরুল মোল্যা সোমবার (২৩ জুন) সাংবাদিকদেরকে বলেছেন, ওই দিন (১৯ জুন) দুপুরে বাড়ি থেকে রাড়ীখালী বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। রাড়ীখালী উত্তরপাড়া এলাকায় পৌঁছালে ওই গ্রামের আবদুল্লাহ নামের এক যুবক তাকে ঝাড় থেকে কাটা বাঁশ বের করে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে পেছন থেকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাস রোধ করেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন।
কমিরুল বলেছেন, “৫ আগস্টের পর ওই ছেলের সঙ্গে আমার রাজনৈতিক বিষয়ে বিতর্ক হয়। আমার ধারণা, এ কারণেই আমাকে খুন করতে চেয়েছিল।”
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আবদুল্লাহ পাঁচজনকে সঙ্গে নিয়ে কমিরুলের গলায় গামছা পেঁচিয়ে শ্বাস রোধ করেন। এরপর তাকে মৃত ভেবে শরীরে অধিকাংশ মাটিচাপা দিয়ে পালিয়ে যান। কেবল তার পায়ের অংশ মাটির ওপরে ছিল। প্রতিবেশী এক শিশু বিষয়টি দেখে তাৎক্ষণিকভাবে তার পরিবারের সদস্যদের খবর দেয়। শিশুটির পরিবারের লোকজন সেখানে গিয়ে ওই যুবককে উদ্ধার করেন।
নাম প্রকাশ না করার শর্তে মাগুরা সদর হাসপাতালের এক চিকিৎসক বলেছেন, কমিরুলের গলায় এখনো ব্যথা আছে এবং শ্বাসরোধের কারণে তার চোখে রক্ত জমাট বেঁধেছে। তাকে চক্ষুবিশেষজ্ঞ দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, অন্য কোনো সমস্যা নেই।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান বলেন, গতকাল কমিরুলের ভাই ছয়জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
মাগুরা/শাহীন/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কম র ল ম ল য ট র পর
এছাড়াও পড়ুন:
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) ৮ কোটি ১০ লাখ ডলার বাজেয়াপ্ত করা হয়েছে। এই তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান। তিনি বলেন, আদালতের মাধ্যমে এই অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। বিস্তারিত পড়ুন...
২৭৮ শতাংশের বেশি মানুষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট: জরিপজরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রোববার সকালে রাজধানীর ডেইলি স্টার ভবনে