এত বেশি ক্ষয়ক্ষতি আগে কখনো দেখেনি: ইসরায়েলের কর-পরিচালক
Published: 23rd, June 2025 GMT
ইরান সোমবার ইসরায়েলে অন্তত চার দফায় ক্ষেপণাস্ত্র হামলা করেছ, তবে সংখ্যায় খুব বেশি নয়; প্রতি ধাপে হয়তো সর্বোচ্চ ১০টি করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
গত এক সপ্তাহ ধরে এই ক্ষেপণাস্ত্র হামলা পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে, কৌশলে কিছুটা পরিবর্তন এনেছে ইরান। প্রতিবার হামলায় কম সংখ্যক ক্ষেপণাস্ত্র রাখা হচ্ছে; তবে আঘাতে ব্যাঘাত ঘটানো হচ্ছে বেশি। ইরানের কৌশলে দেখা যাচ্ছে, একসঙ্গ ঝাঁকে ঝাঁকে নয়; তারা এখন বিভিন্ন সময়ে অল্প অল্প করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।
সোমবার ইসরায়েলের বিভিন্ন অংশে ৪০ মিনিট পর্যন্ত সাইরেন বাজতে থাকে। একটি ক্ষেপণাস্ত্র আশদোদ বন্দর এলাকায় একটি বিদ্যুৎ উপকেন্দে আঘাত করে, যার ফলে ৮ হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে।
আরো পড়ুন:
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার যৌক্তিকতা বিশ্বে ভুল বার্তা দিচ্ছে: চীন
ইরানে মার্কিন হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: নরওয়ের প্রধানমন্ত্রী
এতে আর্থিক দিক থেকেও ইসরায়েলের বড় ক্ষতি হচ্ছে। দেশটির কর কর্তৃপক্ষের পরিচালক জানিয়েছেন, এখন পর্যন্ত ৪০ হাজারটির বেশি ক্ষতিপূরণের দাবি জমা পড়েছে, যার মোট পরিমাণ ১ দশমিক ৩ বিলিয়ন ডলার।
তিনি জানিয়েছেন, এছাড়া ৩০টি ভবন সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে।
ইসরায়েলের কর বিভাগের এই পরিচালক বলেছেন, “আমরা এর আগে এত বেশি ক্ষতি কখনো দেখিনি।”
ঢাকা/রাসেল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
স্যালভো কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে
পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৭.৬৯ শতাংশ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বুধবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১৪ টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.১৩ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০১ টাকা বা ৭.৬৯ শতাংশ।
এদিকে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১.৫৫ টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৮৫ টাকা।
আর ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৭০ টাকা।
ঢাকা/এনটি/ইভা