রূপগঞ্জে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Published: 11th, July 2025 GMT
১৪ই জুলাই রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের "প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি" সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় জিন্দা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাড.
এতে দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. হেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ূন কবির মিঠু, সদস্য জয়নাল আবেদীন, কায়কোবাদ পাশা, দাউদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রিয়াদ ভূঁইয়া কিরণ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, শিপন, ক্রীড়া সম্পাদক এরফান উদ্দিন ভূইয়া, দাউদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রুবেল, সিনিয়র সহ সভাপতি খালেকুজ্জামান দিপু, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহীন মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মেহেদী হাসান মিঠু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক নয়ন সরকার, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন সহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বিগত স্বৈরাচার সরকারের শাসন আমলে সারাদেশের ন্যায় রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা নানা ভাবে নির্যাতিত হয়েছেন।
বিএনপির আগামীর সম্ভাবনাময় দিনে যেনো আওয়ামী দোষররা সুবিধা নিতে না পারে সে দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র স সদস য উপজ ল
এছাড়াও পড়ুন:
কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন শুক্রবার
বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তর হয়ে রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থান, বিপ্লবী এ পথপরিক্রমায় যার কবিতা মুক্তিকামী গণমানুষকে প্রাণীত করেছে, তিনি সবুজের কবি আল মাহমুদ। দ্রোহ, প্রেম, প্রকৃতি ও প্রার্থনার কবি আল মাহমুদের ৯০ তম জন্মদিন শুক্রবার (১১ জুলাই)।
১৯৩৬ সালের এই দিনে ব্রাক্ষ্মণবাড়ীয়ার মৌরাইলে তিনি জন্মগ্রহণ করেন। আর সাহিত্যের ষোলকলা পূর্ণ করে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকায় অমরতার পথে হারিয়ে যান তিনি।
কবি আল মাহমুদের ৯০ তম জন্মদিন উপলক্ষে পৃথক আয়োজনে দিনটি পালন করবেন ভক্ত-অনুরাগীরা।
আরো পড়ুন:
এলিজার নতুন দুই বইয়ের মোড়ক উন্মোচন
তরুণ লেখকদের নিয়ে চন্দ্রিমায় সাহিত্য আড্ডা
এদিন বিকেল ৪টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কবিকে ঘিরে আলোচনা, স্মরণ ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কালের কলস ও কালের ধ্বনি আয়োজিত এই অনুষ্ঠানে শিল্প-সাহিত্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
একই দিন সকালে ময়মনসিংহ সাহিত্য সংসদ, ময়মনসিংহে আয়োজন করেছে ‘আমাদের আল মাহমুদ’ শীর্ষক সেমিনার।
বাংলা একাডেমি সূত্র জানিয়েছে, কবির জন্মবার্ষিকী উপলক্ষে জুলাইতে বিশেষ সেমিনারের আয়োজন করা হবে। তবে দিন-তারিখ এখনও নির্ধারিত হয়নি। আর ১২ জুলাই, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনে বিকেল ৪টায় কবিতা, স্মৃতিচারণ ও আড্ডার আয়োজন করা হয়েছে।
এদিকে, রাষ্ট্রীয়ভাবে কবির জন্মবার্ষিকী পালন না করায় ক্ষোভ জানিয়েছে কবিভক্তরা। তারা জানিয়েছেন, ‘বিগত স্বৈরাচারী সময়ে আল মাহমুদকে তুমুল অবজ্ঞা ও উপেক্ষা করা হয়েছে। জুলাই বিপ্লবে আল মাহমুদের অনেক কবিতা ছাত্র-জনতাকে দারুণভাবে উদ্বুব্ধ করেছে। তিনি বাংলা ভাষার ফসলি জমিনকে জাদুকরী দক্ষতায় উর্বর করে গেছেন। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি অনুষ্ঠানের পাশাপাশি উচিত ছিল রাষ্ট্রীয়ভাবে তাকে স্মরণ করা। অবিলম্বে কবির লেখনি পাঠ্যপুস্তকে পুনর্বহালসহ কবির সাহিত্য গবেষণায় কবি আল মাহমুদ ইনিস্টিটিউট প্রতিষ্ঠারও দাবি জানানো হয়।
ঢাকা/এসবি