ফুটবলার ঋতুপর্ণার মায়ের পাশে রাঙামাটি জেলা প্রশাসন
Published: 23rd, July 2025 GMT
জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসার জন্য দুই লাখ টাকা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাঙামাটি জেলা প্রশাসন উদ্যোগ নেওয়ার পর মন্ত্রণালয় এ অর্থ বরাদ্দ দেয়।
বুধবার (২৩ জুলাই) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঋতুপর্ণা চাকমার বোন পাম্পি চাকমা ও দুলাভাই সুদীপ চাকমার হাতে অর্থ সহায়তার চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, “ঋতুপর্ণা আমাদের গর্ব। তার মমতাময়ী মা ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলসহ অনেক প্রতিষ্ঠান অর্থ সহায়তা দিয়েছেন। আমরা জেলা প্রশাসন ঋতুপর্ণার মায়ের অসুস্থতার বিষয়টি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে অবগত করি। এরপর মন্ত্রণালয় এই অর্থ বরাদ্দ দিয়েছে। আমরা ঋতুপর্ণার মায়ের সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি।”
অর্থ সহায়তার চেক পেয়ে জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঋতুপর্ণার পরিবার।
এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.
ঢাকা/শংকর/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন