এক হাত ব্যান্ডেজে ঝোলানো। সোয়েটারে মোড়ানো। অন্য হাতে ব্যাট। ভারতের বিপক্ষে ওভাল টেস্টের শেষ দিনে ক্রিস ওকসকে দেখে মনে হচ্ছিল কোনো সিনেমার দৃশ্য। যেখানে আহত হয়েও নায়ক লড়ে যাচ্ছেন শেষ শক্তি দিয়ে। আসলে সিনেমার দৃশ্য নয়, এটা ছিল বাস্তব। ক্রিকেট মাঠে এক সাহসী খেলোয়াড়ের গল্প।
বাঁ কাঁধের হাড় নড়ে গিয়েছিল। ব্যথায় কুঁকড়ে যাওয়ার মতো অবস্থা, তবু দলকে জেতাতে ব্যাট হাতে মাঠে নামেন ওকস। হয়তো এটাই ছিল তাঁর টেস্ট ক্যারিয়ারের শেষ ইনিংস। আগামী বছর মার্চে ৩৭-এ পা দেবেন, ইংল্যান্ডের ‘বাজবল’ দলে হয়তো তাঁর জায়গা আর হবে না।
যদি গতকাল শেষ হওয়া ওভাল টেস্টই ওকসের শেষ ম্যাচ হয়ে থাকে, তাহলে তাঁর বিদায়টাও হয়ে থাকবে একেবারে ‘নায়কোচিত’। দলকে জেতাতে পারেননি তো কী হয়েছে, এমন সাহসই বা কজন দেখাতে পারে! ক্রিকেট ইতিহাসে ওকসের মতো এমন সাহসী গল্প লিখেছেন আরও কজন। ব্যথা নিয়ে খেলেছেন, এক হাতে ব্যাট করেছেন, সেই আহত নায়কদের গল্প—
কলিন কাউড্রে (ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, ১৯৬৩)কলিন কাউড্রে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘সবাই সাবধান, শহরে নাগিন আজমেরী হক এসেছে’
গত বছরের ৫ আগস্ট গণঅভ্যত্থানের মুখে দেশ ছাড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আন্দোলনের শুরু থেকে জোরোলো ভূমিকা পালন করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কখনো ফেসবুকে, কখনো দৃশ্যমাধ্যম শিল্পীসমাজের ব্যানারে রাজপথে দাঁড়িয়েছেন এই শিল্পী।
চব্বিশের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ঘিরে তৈরি হওয়া মতপার্থক্য এখনো দূর হয়নি। ফলে বাঁধনকে নানাভাবে নানাজন কটাক্ষ করেছেন, আক্রমণ করেছেন। এ ধারা এখনো অব্যাহত রয়েছে। অন্তত, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে পরিষ্কার বোঝা যায়। এবার বাঁধন জানালেন, গালি হিসেবে তার নামের সঙ্গে যুক্ত হয়েছে ‘নাগিন’ শব্দটি।
আরো পড়ুন:
গায়ক জুবিনের প্রেম জীবন
‘ট্র্যাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন শিমুল খান
সোমবার (২৩ সেপ্টেম্বর) বাঁধন তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে এই অভিনেত্রী বলেন, “আমি এখন জীবনের দুর্দান্ত সময় পার করছি (বিস্তারিত পরে বলব)। এরই মাঝে আমার ‘গালি’ সংগ্রহে নতুন এক সংযোজন হয়েছে, তা হলো— ‘নাগিন’।”
খানিকটা ব্যাখ্যা করে বাঁধন বলেন, “মানুষ আমাকে অনেক কিছুই বলেছেন। কিন্তু এই নামটা একদম নতুন, স্টাইলিশ…। সত্যি বলতে, এটি আমার ভীষণ পছন্দ হয়েছে। তাই সবাই সাবধান—শহরে নাগিন আজমেরী হক এসেছে।”
বাঁধনের এই স্যাটায়ার পোস্ট নিয়ে নেটিজেনদের অনেকে রসিকতা করছেন। কেউ কেউ মানসিক সমর্থন জানিয়ে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন।
লাক্স তারকা থেকে রুপালি পর্দা, তারপর বিশ্ব মঞ্চ ও বলিউডে দেশের প্রতিনিধিত্ব করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে তার এই চলার পথ মোটেও মসৃণ ছিল না। কারণ পেশাগত নানা সংকটের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সংগ্রামটা একাই করতে হয়েছে তাকে।
ঢাকা/শান্ত